PM SVANidhi: 10000 টাকা পাবেন দরকার হলেই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ঋণ অনলাইনে আবেদন করুন
Instant Business Loan 2025
এখনকার দিনে সব থেকে মুশকিল কাজ হল টাকা রোজগার করা। আর রোজগার করলেও অনেক সময় ঋণ (PM SVANidhi Loan Scheme) নিতে হয় সকলকে নিজেদের দরকার মেটানোর জন্য। চাকরি পাওয়া খুবই মুশকিল আর পেলেও ইচ্ছা অনুসারে মাইনে অনেকেই পায় না। কিন্তু অপর দিকে দিন দিন জিনিস পত্রের দাম অনেক বৃদ্ধি পাচ্ছে যেটার সঙ্গে পাল্লা দেওয়া আর সম্ভব হচ্ছে না গরিব থেকে মধ্যবিত্তদের মধ্যে কারোর পক্ষে।
PM SVANidhi Loan Apply Online
এই জন্য কেন্দ্র সরকারের তরফে পিএম স্বানিধি স্কিম নিয়ে আসা হয়েছে, আর এর মাধ্যমে ২ লক্ষ ৫০ হাজার টাকা পর্যন্ত লোন পেতে পারে সকলে। মুলত যেই সকল মানুষ রাস্তার ধারে ঠেলা নিয়ে ব্যবসা করেন তাদের জন্য এই স্কিম নিয়ে আসা হয়েছে। করোনা মহামারির সময় থেকে এই স্কিম চালু করা হয়েছে। কারন সেই সময়ে যে ক্ষতি হয়েছে বিক্রেতাদের সেটা কিছুটা হলেও রেহাই পাবে এমন চিন্তা করে।
অনলাইনে ব্যবসায়িক ঋণের জন্য আবেদন করুন
প্রথমে ১০০০০ টাকা দেওয়া হয়, আর এই টাকা মিটিয়ে দেওয়া হলে তারপরে ফের একবারের জন্য ২ লক্ষ ২০ হাজার টাকা দেওয়া হয়। আর এই রকম ভাবে সব মিলিয়ে একবারে ২ লক্ষ ৫০ হাজার টাকা দেওয়া হয়। কিন্তু প্রথম বারে কিস্তিতে দেওয়া টাকা সঠিক সময়ে মিটিয়ে দিতে হবে। আর পুরো টাকা তাড়াতাড়ি করে শোধ না করতে হলেও ১২ মাসের মধ্যে এই টাকা অবশ্যই ফেরত দিয়ে দিতে হবে। আর অন্যান্য জায়গার তুলনায় কম সুদ দিতে হবে সকলকে।
প্রধানমন্ত্রী ব্যবসা লোন পিএম স্বনিধি যোজনা
কিন্তু এই লোন পাওয়ার জন্য একমাত্র উপায় হল আধারের সঙ্গে নিজের মোবাইল নম্বর ও ব্যাংক একাউন্ট থাকতে হবে। আর আবেদন করার জন্য অনলাইনে বা কোন CSC সেন্টারে গিয়ে করা সম্ভব। এর ওপরে কত সুদ দিতে হবে সেইটা যখন লোন নেওয়া হবে সেই সময়ের ওপরে ঠিক করা হবে। যে কোন মানুষ শুধুমাত্র আধার থাকলে এই আবেদন করতে পারবেন বিনা কোন সমস্যা ছাড়াই।
হঠাৎ টাকার দরকার হলে কোথায় আবেদন করবেন? সহজ শর্তে ব্যাংক ঋণ কোথায় পাবেন?
অন্য কোন জায়গা থেকে টাকা ধার নিলে সকলকে তাড়াতাড়ি ও কিছু দিনের মধ্যে বেশি সুদ দিয়ে টাকা শোধ করতে হয়। কিন্তু এই পিএম স্বানিধি প্রকল্পে সকলে ১২ মাস পর্যন্ত সময় পাবে। তাই যেই সকল মানুষেরা কিছু টাকার দরকার বলছিলেন ও লোন কথা থেকে পাবেন ভেবে পাচ্ছিলেন না, তাদের জন্য এই খবরের মাধ্যমে অনেকটাই সুবিধা হতে চলেছে। তাই আর দেরি না করে উল্লেখিত পদ্ধতি অবলম্বন করার মাধ্যমে আপনারা এই কাজ সম্পন্ন করতে পারবেন।