PM Kisan Yojana – আগামী 5 অক্টোবর একাউন্টে ঢুকবে 2000 টাকা। কারা টাকা পাবেন, নতুন আবেদন কিভাবে করবেন জেনে নিন

PM Kisan Yojana 2024

পুজোর আগেই সমস্ত সরকারি প্রকল্পের (Government Scheme) টাকা ঢোকার বড় খবর মিললো। প্রধানমন্ত্রী কিষাণ যোজনা তথা PM Kisan Yojana এর ১৮ তম কিস্তির টাকা নিয়ে চিন্তায় ছিলেন বাংলা তথা সারা দেশের কৃষকেরা (Farmers). এবার বন্যা পরিস্তিতির কথা মাথায় রেখেই ১ মাস আগে অর্থাৎ পুজোর আগেই একাউন্টে টাকা ঢুকে যাবে বলে ঘোষণা কেন্দ্রীয় কৃষি মন্ত্রকের।

PM Kisan Yojana 18th Installment Payment Date

কৃষকদের জন্য পুজোর উপহার কেন্দ্রের। পুজোর আগেই নগদ ২ হাজার টাকা করে সকলের ব্যাংক একাউন্টে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। সারা দেশের সমস্ত কৃষকরাই এই সুবিধা পাবেন। যার মধ্যে রয়েছেন পশ্চিমবঙ্গের কৃষকরাও। কবে থেকে পাওয়া যাবে এই টাকা? কেনই বা দেওয়া হচ্ছে? আসুন জেনে নেয়া যাক।

PM Kisan Yojana 18th Installment

২০১৯ সালে শুরু হওয়া প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার (PM Kisan Yojana) মূল উদ্দেশ্য হল দরিদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা। এই প্রকল্পের অধীনে বছরে মোট ৬ হাজার টাকা তিনটি কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রত্যেক কিস্তিতে ২ হাজার টাকা করে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার (DBT)-এর মাধ্যমে জমা করা হয়। মধ্যস্থতাকারী ছাড়া সরাসরি সরকারের থেকে এই টাকা কৃষকরা পান, যা দুর্নীতি হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। ইতিমধ্যেই এই প্রকল্পের আওতায় ১৭ টি কিস্তির টাকা প্রদান করেছে কেন্দ্র দেশের কৃষকদের। এবার ১৮ তম কিস্তির পালা। যার টাকা আসন্ন দুর্গা পুজোর আগেই মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন, কোন ব্যাংক লোন না দিলে এখানে যোগাযোগ করুন, সহজে ২ মিনিটের মধ্যে টাকা পাবেন।

PM Kisan status KYC

১৮ তম কিস্তি পেতে হলে ইকেওয়াইসি (eKYC) বাধ্যতামূলক:
প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার সুবিধা পেতে হলে কৃষকদের জন্য PM Kisan Yojana eKYC সম্পন্ন করা বাধ্যতামূলক। ই-কেওয়াইসি না করলে তারা সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন। ই-কেওয়াইসি করার দুটি প্রধান পদ্ধতি রয়েছে। প্রথমত, ওটিপি ভিত্তিক ই-কেওয়াইসি, যা পিএম কিষাণ পোর্টাল বা মোবাইল অ্যাপের মাধ্যমে সহজেই করা যায়। দ্বিতীয়ত, বায়োমেট্রিক ই-কেওয়াইসি, যা কমন সার্ভিস সেন্টারে (CSC) গিয়ে বায়োমেট্রিক ভেরিফিকেশনের মাধ্যমে সম্পন্ন করা যায়।

gamezop ad

eKYC কিভাবে করবেন?

ই-কেওয়াইসি সম্পন্ন করার জন্য প্রথমে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং ‘Farmers Corner’ থেকে ‘e-KYC’ অপশন নির্বাচন করতে হবে। এরপর আপনার আধার নম্বর লিখে ‘Get OTP’ ক্লিক করে মোবাইলে প্রাপ্ত OTP দিয়ে প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

কিষাণ যোজনার টাকা পেতে নতুন আবেদন কিভাবে করবেন?

কিষাণ যোজনার টাকা পেতে নতুন করে আবেদন করতে হবে। সেক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইটে লগিন করে নিজের মোবাইল নম্বর ও আধার নম্বর ও নিজের বিস্তারিত তথ্য দিয়ে আবেদন পত্র পূরণ করতে হবে। এরপর আপনার আবেদন বিবেচিত হলে আপনি মোবাইলে SMS বা স্ট্যাটাস মারফত নিজের আবেদনের স্থিতি জানতে পারবেন। এরপর নিয়মিত টাকা পেতে থাকবেন।

প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ১৮ তম কিস্তির টাকা কবে দেবে?

সরকার এবছর জুলাই মাসে পিএম কিষানের ১৭তম কিস্তির অর্থ প্রদান করেছে। সাম্প্রতিক ঘোষণায় জানানো হয়েছে, ৫ অক্টোবর, ২০২৪ তারিখে প্রকল্পের ১৮তম কিস্তির অর্থ সরাসরি দেশের প্রায় ৯ কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে। তবে এই অর্থ পেতে হলে আগে কৃষকদের অবশ্যই উপরোক্ত পদ্ধতিতে eKYC সম্পন্ন করতে হবে, নাহলে সুবিধা মিলবেনা। KYC আছে কিনা সেটা দেখতে PM Kisan beneficiary status mobile number লিখে সার্স করলেই তথ্য পেয়ে যাবেন। এই সংক্রান্ত আরো তথ্য পেতে এখানে ক্লিক করুন।

 

 

Related Articles

Back to top button