Bangla Awas Yojana: বাংলা আবাস যোজনায় দুই কিস্তিতে টাকা দেওয়া শুরু হলো। প্রথম ধাপে কারা টাকা পাবেন, তালিকা দেখে নিন

Pradhan Mantri Awas Yojana List

রাজ্য সরকার রাজ্যের জনসাধারণের জন্য যে সকল জনকল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, তার মধ্যে অন্যতম প্রকল্প Bangla Awas Yojana বা বাংলা আবাস যোজনা প্রকল্প। এটি প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের মতোই রাজ্যের নিম্ন ও দরিদ্র পরিবারগুলো মাথার উপরে একটা শক্তপোক্ত ছাদ পেয়েছে। বাংলা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার পাঁকা বাড়ি তৈরির জন্য আর্থিক অনুদান দিয়ে থাকেন।

PM Bangla Awas Yojana List

যদিও কেন্দ্রীয় সরকারের পিএম আবাস যোজনার মাধ্যমে দেশের জনসাধারণকে বাড়ি করার জন্য টাকা দেওয়া হতো, তবে এই প্রকল্পের টাকা নিয়ে কিছু দুর্নীতির খবর আসার পরে পশ্চিমবঙ্গের জন্য আপাতত বন্ধ রয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুদান। রাজ্য সরকার এরপরই রাজ্যের নিম্ন মধ্যবিত্ত জনসাধারণকে বাড়ি দেওয়ার জন্য Bangla Awas Yojana প্রকল্পের মাধ্যমে আর্থিক অনুদান দেওয়ার কথা চিন্তাভাবনা করেছেন। এই প্রকল্পের মাধ্যমে যাতে যোগ্য ব্যক্তিরা আর্থিক অনুদান পেতে পারে, সেই ব্যাপারে সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই প্রকল্পে যে সকল ব্যক্তিরা আবেদন করেছেন, তাদের প্রত্যেকের বাড়িতে সার্ভে করা হয়েছে। সেই সার্ভে করার পরে যে সমস্ত ব্যক্তিকে যোগ্য বলে মনে করা হয়েছে, তাদেরই নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন, যাতে স্বচ্ছতার সাথে যোগ্য উপভোক্তারা Bangla Awas Yojana প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা পান আর তার জন্যই আরও বেশি করে সতর্কতা নেওয়া হয়েছে। এই প্রকল্পে স্বচ্ছতা বজায় রাখার জন্য রাজ্য সরকার বেশ কিছু কর্মসূচি শুরু করেছেন, যার মধ্যে রয়েছে উপভোক্তাদের জন্য ইউনিক আইডি নম্বর। এছাড়া যে সমস্ত আবেদনকারী বাংলা আবাস যোজনা প্রকল্পে আবেদন করেছেন তাদের বায়োমেট্রিক নেওয়া হয়েছে, সেই সাথে কেওয়াইসি জমা করা হয়েছে। এই সমস্ত কার্যকলাপ মেটার পরেই ১৫ই ডিসেম্বর থেকে শুরু হয়েছে প্রথম কিস্তির টাকা প্রদান করা।

আরও পড়ুন, প্রকাশিত হলো পশ্চিমবঙ্গ সরকারের ২০২৫ সালের ছুটির তালিকা। PDF ডাউনলোড করুন

বাংলা আবাস যোজনা প্রকল্পে মোট দুইটি কিস্তিতে দেড় লাখ টাকা দেওয়া হয়ে থাকে। প্রথম কিস্তির ৬০ হাজার টাকা দেওয়া শুরু হয়েছে ১৫ ডিসেম্বর থেকে। বাংলা আবাস যোজনা প্রকল্পের মোট উপভোক্তার সংখ্যা ১১ লক্ষ।

আরও পড়ুন, পিএম কিষান 19 তম কিস্তির টাকা কবে ঢুকবে? প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা স্ট্যাটাস চেক

কোনরকম দুর্নীতি যাতে না হয়, তার জন্যই বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা আগে থেকে গ্রহণ করা হয়েছে। উপভোক্তাদের ব্যাংক একাউন্ট মিলিয়ে প্রথম লিস্টে যাঁরা রয়েছেন, তাদের টাকা ইতিমধ্যে ১৫ ডিসেম্বর থেকে দেওয়া শুরু হয়ে গিয়েছে। অনেক উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন। ধীরে ধীরে ডিসেম্বরের মধ্যে বাকি উপভোক্তাদের টাকাও ব্যাংক একাউন্টে পাঠানো হয়ে যাবে। প্রথম তালিকায় প্রায় ১২ লক্ষ উপভোক্তা উপকৃত হতে চলেছেন বাংলা আবর্জনা প্রকল্পের মাধ্যমে

মুখ্যমন্ত্রীর সূচনা করা আবাস যোজনা প্রকল্পের মাধ্যমে রাজ্যের নিম্ন ও দরিদ্র মানুষ মাথার উপর একটা শক্ত ছাদ পেতে চলেছেন, যার মাধ্যমে তাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে।

Related Articles

Back to top button