Government Employee: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষনা। সব বৈষম্য দূর হতে চলেছে

West Bengal State Govt Employees

রাজ্য সরকারি কর্মী (Government Employee Benefits) সাথে ডিএ বৃদ্ধি (Dearness Allowance) নিয়ে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) ঠান্ডা লড়াই চলছে বিগত কিছু বছর ধরে। যদিও ভারত সরকার কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি (DA Hike News) করেছে, তবে এই রাজ্যের রাজ্য সরকারি কর্মচারীদের এখনো পর্যন্ত কোনো সুরাহা মেলেনি ডিএ নিয়ে। ডিএ বৃদ্ধি নিয়ে একদিকে যেমন রাজ্য সরকারি কর্মচারীরা ক্ষোভের মধ্যে রয়েছেন।

Good News for Government Employees

অন্য দিকে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মরত বিভিন্ন বিভাগের রাজ্য সরকারি কর্মীদের মধ্যেও বৈষম্যে ও ব্যবধান পরিলক্ষিত হচ্ছে দীর্ঘদিন ধরে। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা অনেকবার সরকারের কাছে বলার পরেও, এতদিন পর্যন্ত বিষয়টি নিয়ে কোন রকম রদবদল না হলেও সম্প্রতি সরকারের এক বৈঠকে এই ব্যাপারটি নিয়ে আলোচনা করার কথা ভাবা হয়। এই আলাপ আলোচনার মাধ্যমে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee).

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মী

জানা যাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের যে সমস্ত কর্মচারীরা একটু উচ্চপদস্থ বিভাগে কর্মরত, একমাত্র তাদেরই সবচেয়ে বেশি সুযোগ সুবিধা প্রদান করা হয় সরকারের পক্ষ থেকে এছাড়া তাদেরই পদোন্নতি হওয়ার বিষয়টি লক্ষ্য করা যায়। অন্য দিকে রাজ্য সরকারের যে সমস্ত কর্মচারীরা একটু নিচু পদে কর্মরত, তাদের সুযোগ সুবিধার দিকটি বেশি দেখা হয় না, এছাড়া বছর বছর পদোন্নতির ব্যাপারটিও পরিলক্ষিত হয় না।

সরকারি কর্মচারীদের সুবিধা

একদিকে ডিএ বৃদ্ধি না করার জন্য ক্ষোভ, অন্যদিকে রাজ্য সরকারের সকল বিভাগের কর্মচারীদের একই রকম সুযোগ সুবিধা না দেওয়া ও পদোন্নতি না হওয়ার জন্যও দীর্ঘদিন ধরে একটা চাপা অসন্তোষ কাজ করছিল রাজ্য সরকারি কর্মীদের (State Government Employee) মধ্যে। এই বিষয়টি নিয়ে রাজ্য সরকার এবং রাজ্য সরকারের কর্মচারীদের মধ্যে যে মতান্তর তৈরি হয়েছে, তার আচ সুপ্রিম কোর্ট (Supreme Court of India) পর্যন্ত পৌঁছেছে।

সম্প্রতি রাজ্য সরকার একটি বৈঠক করে এই অসন্তোষ গুলো যাতে মেটানো যায় তার চেষ্টা করছে এবং পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। আগামী বৃহস্পতিবার নবান্নে (Nabanna) উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, যেখানে রাজ্য সরকারি কর্মচারীদের বিভিন্ন অভিযোগ নিয়ে আলোচনা করা হবে, সেই সাথে যাতে এই বৈষম্য দূর করা যায়।

রাজ্য সরকারের কর্মচারীদের সমস্ত রকম সুযোগ সুবিধা দেওয়া যায় সে সমস্ত ব্যাপারে আলোচনা করা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই রাজ্য সরকার বৃহস্পতিবার এই বৈঠকটি ডেকেছেন। দীর্ঘদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি বিভাগের কর্মচারীরা জানিয়েছেন, উচু পোস্টে যে সমস্ত কর্মচারীরা কর্মরত অর্থাৎ সচিবালয় বা নির্দিষ্ট অফিসের কর্মচারীরা, তারা বেশি সুযোগ সুবিধা পেয়ে থাকেন, এছাড়া বছরে তাদের পদোন্নতি ঘটে।

সচিবালয়ে যে সমস্ত কর্মচারীরা রয়েছেন, তাদের পদোন্নতি সুযোগ রয়েছে, তবে অধিদপ্তর বা আঞ্চলিক অফিসের কর্মীদের, এই সুযোগ নেই। এই সমস্যার দ্রুত সমাধানের জন্য, পশ্চিমবঙ্গ সরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে চলেছেন। এই বৈঠকে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, পাবলিক সার্ভিস কমিশন, গণপূর্ত বিভাগ এবং অর্থ ও কর্মী বিভাগের বেশ কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা।

আশা করা যাচ্ছে, আগামী বৃহস্পতিবার যে বৈঠক হবে, তাতে রাজ্য সরকারের অধীনে কর্মরত সমস্ত বিভাগের কর্মচারীদের সকল অভাব অভিযোগ শোনা হবে এবং সেই মতো দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। বিশেষ করে পদোন্নতির ব্যাপারটি নিয়ে যে অভিযোগ তুলছেন রাজ্য সরকারের অধীনে কর্মরত কিছু বিভাগের কর্মচারীরা, তাদের যাতে পদোন্নতি হয় এবং সেই দিকটি আলোকপাত করা হবে এবার থেকে।

DA আবহে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ

রাজ্য সরকারের অধীনে যে বিভাগেই কাজ করুক না কেন একজন কর্মচারী, তাদের যাতে প্রত্যেক বছর কিছু না কিছু পদোন্নতি ঘটে সেই দিকে নজর রাখবেন রাজ্য সরকার। আগামী বৃহস্পতিবার বৈঠকে যে সমাধান বের হবে তার যথাযথ প্রয়োগ করা হবে, যার ফলে রাজ্য সরকারে কর্মচারীদের যে অভিযোগ উঠেছে, তার অনেকটাই সমাধান ঘটবে এমনটা আশা করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের ডিএ মামলায় ঘুরে গেল মোড়। সরকারি কর্মীদের দাবি মেনে নিল আদালত। চাপে নবান্ন

রাজ্য সরকারের কর্মচারীদের এতদিনের পদোন্নতি নিয়ে যে অভিযোগ উঠছিল, তার অনেকটাই দূর হতে চলেছে। আগামী বৃহস্পতিবারের বৈঠক এবং তার ফলাফলের দিকে আপাতত দৃষ্টি রয়েছে রাজ্য সরকারের কর্মচারীদের। আর আগামী ২০২৬ সালের বিধানসভা ভোটকে মাথায় রেখে কোন না কোন সিদ্ধান্ত নেওয়া হতে পারেই বলে মনে করছেন অনেকেই।

Related Articles

Back to top button