LPG Gas Price: রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কোথাও বাড়লো, কোথাও কমে গেল। নতুন দাম জেনে নিন
LPG Price Hike
রান্নার গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) নিয়ে গরিব ও মধ্যবিত্ত মানুষদের অনেক চিন্তা থাকে। আর এই দাম অল্প বৃদ্ধি পেলেও অনেক সমস্যার সম্মুখিন হতে হয় সকলকে। দিন প্রতি দিন সকল জিনিসের দাম যেই রকম বাড়ছে তেমনই রান্নার গ্যাসের দামও পাল্লা দিয়ে বেড়েই চলেছে। আর বেশিরভাগ দেশই বিদেশ থেকে এই গ্যাস আমদানি করে থাকে বলে এই দামের তারতম্য লক্ষ্য হয় সময়ে সময়ে (Liquefied Petroleum Gas).
LPG Gas Price Hike
নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে অনেক পরিবর্তন দেখা যায়, জিনিসপত্রের দাম যেই রকম বৃদ্ধি পায়, কোন জিনিসের দাম আবার কমেও যায়। নতুন বছর শুরুর সাথে বৃদ্ধি পেয়েছে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price). রান্নার একটি অপরিহার্য অঙ্গ হল এই রান্নার গ্যাস সিলিন্ডার। গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেলে মধ্যবিত্তের পকেটে চাপ অনেকটাই বৃদ্ধি পায়।
বাংলাদেশে রান্নার গ্যাসের দাম বাড়লো
যদিও LPG গ্যাস সিলিন্ডারের দাম ভারতে অপরিবর্তিত রয়েছে, তবে ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশে গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই বৃদ্ধি পেয়েছে। অন্য দিকে, কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কিছুটা হ্রাস পেয়েছে। ডিসেম্বরে ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস জেনারেলের দাম ছিল ১৯২৭ টাকা, জানুয়ারি মাসে দাম কমে হয়েছে ১৯১১ টাকা। তার মানে বাংলাদেশে মুল্য বৃদ্ধি তার চরম সীমায় চলে গেছে সেটা সকলের টের পাচ্ছে এখন।
গ্যাসের দাম আকাশছোয়া!
বাংলাদেশের সরকার পরিবর্তনের পর থেকেই সেখানকার রাজনৈতিক অবস্থা অনেকটাই টালমাটাল। এই অবস্থাতে হঠাৎ করে নতুন বছরের শুরুতেই রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অনেকটা বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত মানুষদের পক্ষে অনেকটাই চাপ বৃদ্ধি পেয়েছে। বর্তমানে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ১৪৫৯ টাকা। জানা গিয়েছে, BERC এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম নির্ধারণ করেছিল ১,৪৫৫ টাকা। সিলিন্ডারের সাথে ভ্যাট যোগ করে আরো ৪ টাকা বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম।
পশ্চিমবঙ্গে চালু হলো বাংলার পঞ্চায়েত অ্যাপ। কি কি সরকারি সুবিধা পাবেন, জেনে নিন
এছাড়া বাংলাদেশের বেসরকারি গ্যাস সিলিন্ডার রয়েছে, সেই গুলো তো প্রতি কেজিতে ভ্যাট যোগ হয়ে দাম বেড়েছে ১২১.৫৬ টাকা। ভ্যাট যোগ করার আগে প্রতি কেজিতে সিলিন্ডারের দাম ছিল ১২১.১৯ পয়সা। একই সাথে, রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা গ্যাসের দামও লিটার প্রতি ১১৭.৮১ বেড়েছে। অটো গ্যাসের দাম লিটার প্রতি ৬৭.২৭ টাকা বেড়েছে। এই সকল হিসাব বাংলাদেশি টাকায় (BDT) হিসাব করা হয়েছে।
নতুন বছর শুরুর সঙ্গে সঙ্গে বাংলাদেশে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পাওয়ায় মধ্যবিত্ত সাধারণ মানুষের পকেটে অনেকটাই টান পড়তে চলেছে, আর এমন আর কতদিন চলবে সেই চিন্তায় রয়েছে অনেকেই। অন্য দিকে ভারতে গার্হস্থ্য এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে অপরিবর্তিত রয়েছে, বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেকটাই হ্রাস পেয়েছে, যার ফলে ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক সহায়তা হবে।