সমস্ত ব্যাংক একাউন্টে নতুন করে KYC আপডেট করার নির্দেশ। গ্রাহকদের কি কি করতে হবে?
Bank KYC Online Update 2025
ব্যাংক একাউন্ট চালু রাখতে কেওয়াইসি করাটা বাধ্যতামুলক। আর এই KYC (Know Your Customer) করার জন্য সকল গ্রাহকদের নিজেদের ব্যাংকে গিয়ে লাইনে ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে এই কাজ সম্পন্ন করতে হয় আর না হলে কোন ধরণের অনলাইন বা অফলাইন লেনদেন করা সম্ভব হয় না। এই কারনের জন্য সকলকে সময় থাকতেই এই কাজ করে নেওয়া উচিত।
ব্যাংক একাউন্ট কেওয়াইসি নিয়ম ২০২৫
আর এই রকম হলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সকলকে। কিন্তু নিজেদের সকল দরকারি কাজ ছেড়ে প্রত্যেক মাসে বা কিছু মাস অন্তর এই কাজ করতে যাওয়া অনেকের পক্ষেই সম্ভব হয় না, আর শেষমেশ এই কারণের জন্যই সরকারের তরফে এক জরুরি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবারে যেন আর কোন মানুষকে সমস্যার সম্মুখিন না হতে হয় এই জন্য। সেই সম্পর্কে এবারে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।
২০২৫ সালের ব্যাংক KYC পরিবর্তন
কিন্তু এখন শুধুমাত্র এই কেওয়াইসি ব্যাংকের মধ্যে সীমিত নয় আর এই কারণের জন্য এখন যে কোন ধরণের সরকারি প্রকল্প (Government Scheme), রান্নার গ্যাস ইত্যাদি ক্ষেত্রেও এই কাজ করা বাধ্যতামুলক করা হয়েছে। আর এই সকল কিছু করার মূল কারণ হল সমাজের দুর্নীতি রোধ করার জন্য খুবই দরকার, কারণ অনেকেই দুর্নীতি করার মাধ্যমে গরিবদের পাওনা নিজেরা নিয়ে নিচ্ছে।
ব্যাংক KYC আপডেট
আর এবারে কেন্দ্রের তরফে সেন্ট্রাল কেওয়াইসি (Central KYC) পদ্ধতি নিয়ে আসা হয়েছে। আর পূর্বে উল্লেখিত সকল কাজের জন্য আলাদা আলাদা ভাবে আর এই কাজ করা লাগবে না। একবারের জন্য এই নতুন পদ্ধতি অবলম্বন করলে একবারেই সকল কাজের জন্য গন্ন্য হবে এবং বার বার করে একই কাজ করতে হবে না। তাতে অবশেষে গ্রাহকদের সমস্যা অনেকটা হলেও কম হবে।
দেশ জুড়ে চালু হলো আধার কার্ডের নতুন নিয়ম। আবার ক্যামেরার সামনে দাড়াতে হবে
সরকারের বক্তব্য অনুসারে এই ব্যবস্থা শুরু হলে ব্যাংক, বীমা, শেয়ার বাজার, মোবাইল কানেকশন, রান্নার গ্যাস ও রেশন কার্ড সহ আরও অনেক ধরণের কাজের ক্ষেত্রে এবারে আর সমস্যা থাকবে না এবং নতুন আয়কর আইন আনা হলে তাতে এর দরকারি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে চলেছে বলেই মনে করছেন অনেকেই। আর এই নিয়ে এবারের কেন্দ্র বাজেট ২০২৫ (Union Budget 2025) এ অর্থমন্ত্রী নির্মলা সিতারমনের তরফে জানানো হয়েছে এই সম্পর্কে।
মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন? এই 5 টি বিষয় অবশ্যই খেয়াল রাখুন।
আর অনেকেই মনে করছেন যে আগামী দিনে ব্যাংক একাউন্ট নিয়ে আরও অনেক ধরণের নিয়ম আসবে মানুষদের সুবিধা করার জন্য। কিন্তু এই নতুন আয়কর আইন আসার পর থেকেই এই সকল নিয়ম কার্যকর হবে। কিন্তু তার আগে কারোর দরকার হলে অবশ্যই নিজেদের ব্যাংকে গিয়ে KYC আপডেট করে নেওয়াটা খুবই জরুরি। আগামীদিনে এই নিয়ে আরও আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।