Lifes Good Scholarship: 2 লক্ষ টাকার স্কলারশিপ পাবে উচ্চমাধ্যমিক পাশ করলেই। পড়ুয়ারা আবেদন পদ্ধতি জানুন

Private Scholarship after 12th

পড়ুয়ারাই দেশের ও দশের ভবিষ্যত সেইটা আমরা সকলেই জানি, এই জন্য বেসরকারি সংস্থার তরফে Lifes Good Scholarship বা LG লাইফস গুড স্কলারশিপ নিয়ে আসা হয় সময়ে সময়ে। কারন আমাদের দেশে এমন অনেক ছাত্র ছাত্রী আছে যেই সকলের ইচ্ছা থাকলেও টাকার অভাবের কারনের জন্য তারা নিজেদের পছন্দ মত পড়াশোনা করে উঠতে পারেন না। এছাড়াও সরকারের তরফেও বিভিন্ন ধরনের স্কলারশিপ নিয়ে আসা হয়।

Lifes Good Scholarship 2025

LG (Lucky & Goldstar) কোম্পানির পক্ষ থেকে এই লাইফস গুড স্কলারশিপ নিয়ে আসা হয়েছে। আমরা অনেকেই এই কোম্পানির টিভি, ফ্রিজ, এসি ব্যবহার করে থাকি। মুলত দক্ষিন কোরিয়ার কোম্পানি হলেও ভারতিয় পড়ুয়াদের জন্য এরা উল্লেখিত বেসরকারি স্কলারশিপ (Private Scholarship 2025) নিয়ে হাজির হয়েছে। আজকের এই আলোচনাতে আমরা স্কলারশিপ নিয়ে সকল তথ্য জানাতে চলেছি পড়ুয়াদের জন্য।

Scholarship 2025

কোন বিভাগে বা আগামী দিনের পড়াশনার ওপরে ভিত্তি করে এই স্কলারশিপের টাকা দেওয়ার সীমা ঠিক করা হবে। স্নাতক করতে চাইলে টিউশনের ৫০% বা ১ লাখ টাকা দেওয়া হবে ও স্নাতকোত্তরের জন্য সবচেয়ে বেশি ২ লাখ টাকা দেওয়া হতে পারে। এই টাকা পেতে হলে সকলকেই কোম্পানির দেওয়া কিছু না কিছু জিনিস মানতে হবে নইলে কেউই এই টাকা পাবেন না, তাই আবেদন করার আগে সকল তথ্য আমাদের মাধ্যমে জেনে নিন।

লাইফ’স গুড’ স্কলারশিপ প্রোগ্রাম ২০২৫ আবেদনের যোগ্যতা

  • আবেদন করতে চাইলে অবশ্যই স্নাতক বা স্নাতকোত্তরের পড়াশোনা করতে হবে।
  • এই জন্য উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৬০% নম্বর পেতে হবে।
  • স্নাতকোত্তরের ক্ষেত্রেও শেষের তিন বছরে ৬০% নম্বর থাকতেই হবে।
  • পরিবারের আয় ৮ লক্ষের কম হতে হবে।
  • LG বা Buddy4stuudy তে কোন পড়ুয়ার বাড়ির লোক কাজ করলে তারা এই টাকা পাবে না।

মাধ্যমিক পরীক্ষা নিয়ে নতুন নির্দেশ। শিক্ষক ও পরীক্ষার্থীদের জন্য। মধ্যশিক্ষা পর্ষদের বিজ্ঞপ্তি

LG স্কলারশিপ অনলাইন আবেদন পদ্ধতি

  1. অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, এই জন্য Buddy4study-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
  2. প্রথমবারের জন্য যেই সকল পড়ুয়ারা এই আবেদন করতে চাইছেন তাদের রেজিস্ট্রেশন করা লাগবে।
  3. তারপরে লগ ইন করে নিতে হবে।
  4. Apply লেখা থাকলে সেখানে ক্লিক করে যেই তথ্য চাইবে সেটা দিয়ে দিতে হবে।
  5. দরকারি সকল ডকুমেন্ট আপলোড করে দিতে হবে।
  6. তারপরে শেষে সকল Terms & Conditions অপশনে ক্লিক করে নিলেই আবেদন সম্পন্ন।

ছাত্রছাত্রীদের দিচ্ছে 50,000 টাকা। আবেদনের যোগ্যতা ও আবেদন পদ্ধতি দেখে নিন

এলজি গুড স্কলারশিপ আবেদনের ডকুমেন্ট

আবেদন করার জন্য দ্বাদশ শ্রেণীর শংসাপত্র, আধার, আয়ের প্রমানপত্র, কলেজে পড়াশোনা করার প্রমান ও ব্যাংকের তথ্য দিতে হবে। আর এই সকল নথি স্ক্যান করে নিয়ে অনলাইনের মাধ্যমে আপলোড করতে হবে। এই নিয়ে আরও তথ্য জানার হলে আগে উল্লেখিত ওয়েবসাইটে গিয়ে জেনে নিতে পারবেন। তাহলে এইবারে উচ্চমাধ্যমিক পরীক্ষায় পাশ করে গেলে সকলের উচিত এই আবেদন করে ফেলা।

Related Articles

Back to top button