LIC Bima Sakhi Yojana: LIC দেবে মহিলাদের 21000 টাকা দিচ্ছে LIC. সুযোগ থাকতে আবেদন করুন

Life Insurance Corporation of India

মহিলাদের আর্থিক ভাবে স্বাবলম্বী করতে এর আগেও নানা উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi). এবার এক বিশেষ প্রকল্পে তাদের ২১ হাজার টাকা করে সাহায্য দেওয়া হবে বলে জানানো হয়েছে। রাষ্ট্রায়ত্ত বীমা সংস্থা LIC এই অর্থ দেবে, যার সুবিধা পাবেন নোট ৩৫ হাজার মহিলা। উদ্দেশ্য, নারীদের আর্থিক ক্ষমতায়ন ঘটিয়ে স্বনির্ভর করে তোলা। কোন প্রকল্প? কারা পাবেন এই টাকা? সবটা নিয়েই আলোচনা করব এখানে।

LIC Bima Sakhi Yojana for Women Empowerment

LIC এর নতুন পলিসি

সম্প্রতি হরিয়ানার পানিপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যপাল বান্দারু দত্তাত্রেয়, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনির হাত ধরে চালু হল “LIC Bima Sakhi Yojana”। এই বিশেষ প্রকল্পের লক্ষ্য গ্রামীণ মহিলাদের আর্থিক স্বাবলম্বন ও চাকরির সুযোগ প্রদানে সহযোগিতা করা। এই কর্মসূচি প্রথম ধাপে হরিয়ানায় শুরু হলেও, ভবিষ্যতে সারা দেশে সম্প্রসারিত করা হবে। রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা এলআইসির উদ্যোগে এই যোজনা গ্রামীণ মহিলাদের ক্ষমতায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের OBC Certificate মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণা। 12 লাখ চাকরিপ্রার্থীর জন্য জরুরী ঘোষণা

বিমা সখী যোজনার সুবিধা কি

কর্মসূচির আওতায় মহিলারা বিমা এজেন্ট হিসেবে কাজ করার সুযোগ পাবেন। তারা প্রথম বছরে প্রতি মাসে ৭,০০০ টাকা আর্থিক সহায়তা পাবেন। দ্বিতীয় বছরে এই পরিমাণ কমে মাসিক ৬,০০০ টাকায় আসবে এবং তৃতীয় বছরে ৫,০০০ টাকা হবে। তাছাড়া, কর্মক্ষম মহিলারা লক্ষ্যমাত্রা পূরণ করলে অতিরিক্ত ২,১০০ টাকার ইনসেনটিভ এবং কমিশনভিত্তিক পুরস্কারও পাবেন।

চাকরির সুযোগ এবং নিয়োগ পরিকল্পনা

প্রথম ধাপে ৩৫,০০০ মহিলাকে বিমা এজেন্ট হিসেবে নিয়োগ করা হবে। এলআইসি জানিয়েছে, ভবিষ্যতে আরও ৫০,০০০ মহিলাকে এই কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে। গ্রামীণ এলাকায় চাকরির অভাব পূরণের পাশাপাশি এই উদ্যোগ তাদের আর্থিক দক্ষতাও বাড়াবে।

আরও পড়ুন, কৃষকদের একাউন্টে ঢুকবে 12000 টাকা। মোদি সরকারের বিরাট উপহার

কারা আবেদন করতে পারবেন?

বিমা সখী যোজনায় যোগ দিতে হলে একজন মহিলাকে অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স ১৮ থেকে ৫০ বছরের মধ্যে হতে হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম শ্রেণি পাস করাই যথেষ্ট। এই প্রকল্পে নিবন্ধনের মাধ্যমে মহিলারা এলআইসির অধীনে কাজ করতে পারবেন।

মহিলাদের উন্নয়ন

বিমা সখী যোজনার মাধ্যমে LIC Policy করে গ্রামীণ মহিলাদের মধ্যে নতুন সম্ভাবনা দেখা দেবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার। আর্থিক সহায়তা ও চাকরির সুযোগের পাশাপাশি এই প্রকল্প মহিলাদের আত্মবিশ্বাস বাড়ানোর কাজ করবে। কর্মক্ষেত্রে দক্ষতা বাড়িয়ে তারা বৃহত্তর অর্থনীতিতে অবদান রাখতে সক্ষম হবেন।

Related Articles

Back to top button