মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ১৮০০ টাকা ঢুকবে? পশ্চিমবঙ্গের মা বোনেদের জন্য জেনে নেওয়া জরুরি
Laxmi Bhandar Status Check
ফের একবারে জন্য লক্ষ্মীর ভান্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) শিরোনামে উঠল। কারণ বিগত ১২ তারিখে রাজ্য বাজেট পেশ করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। আর অনেক বিষয়ে ঘোষণা করা হলেও সরকারের তরফে এই লক্ষ্মীর ভাণ্ডার (Laxmi Bhandar) নিয়ে কোন ঘোষণা করা হয়নি, আর এর ফলে অনেকেই খুবই দুঃখ পেয়েছেন।
Lakshmir Bhandar Payment Update
রাজ্য সরকারের তরফে চালু করা সকল প্রকল্পের মধ্যে লক্ষ্মী ভাণ্ডার অন্যতম। শুধুমাত্র এই প্রকল্পের জনপ্রিয়তা এই রাজ্যে নয় বরং দেশের বাকি সকল রাজ্যেও পৌঁছে গেছে, আর অনেক রাজ্য সরকার গুলো এই রকমই প্রকল্প সকল মহিলাদের জন্য নিয়ে আসছে বাকি রাজ্যের সরকার গুলোর তরফে। আর এবারে ফের এক নতুন খবর পাওয়া যাচ্ছে এই স্কিম নিয়ে। এতে তাহলে কতটা সুবিধা হবে মহিলাদের?
লক্ষ্মীর ভাণ্ডারে কবে টাকা ঢুকবে?
২০২৬ সালের বিধানসভা ভোটের আগে এইটাই শেষ বাজেট ছিল মমতা সরকারের আর অনেকেই মনে করেছিলেন আর কিছু হোক বা নাই হোক লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বৃদ্ধি করা হবে, কিন্তু এমন কোন ঘোষণাই করা হয়নি এবারের বাজেটে। কিন্তু এরপর থেকেই নানা জায়গা থেকে মহিলাদের দাবি উঠছে যে এই মূল্য বৃদ্ধির বাজারে আর ১০০০ বা ১২০০ টাকা নয় এবারে ১৮০০ দিতে হবে!
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক
বাজেট পেশ করার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (CM Mamata Banerjee) এক সাংবাদিক সম্মেলনে করেছিলেন এবং তাতে জানিয়েছিলেন রাজ্যের সকল বর্গের মানুষদের কথা চিন্তা করা হবে সরকারের তরফে এবং আরও অনেক কিছু করা হবে সকলের জন্য। আর এর পরে অনেকে মনে করছেন যে বাজেটে না হলেও ২০২৬ সালের ভোটের আগে হয়তো দাবি অনুসারে এই ভাতা বৃদ্ধি করা হবে।
সিভিক ভলেন্টিয়ারদের দারুণ সুবিধা দিলো পশ্চিমবঙ্গ সরকার। খুশিতে আত্মহারা সকলে
এই প্রকল্পে এখন ২ কোটির বেশি মহিলারা টাকা পাচ্ছেন এবং দিন দিন আরও অনেকেই এই প্রকল্পের যুক্ত হচ্ছে ও তাদের খুবই ভালো হচ্ছে। পাওয়া টাকা জমিয়ে অনেকেই নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারছেন। মুলত মহিলাদের আর্থিক সুরক্ষা দেওয়ার জন্যই এই সকল কিছু করা হয়েছে। কিন্তু আগামী মাসে বাকি মাস গুলোর মত ১০০০ ও ১২০০ টাকাই দেওয়া হবে বেশি টাকা কেউ পাবে না।
আধার কার্ড থাকলে মানতেই হবে এই নিয়ম। নয়তো বন্ধ হবে পরিষেবা। জরুরী আপডেট দিল সরকার
আর যারা এখন আবেদন করেননি তারা আগামী সময়ে যখন দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) হবে তখন বা BDO অফিসে গিয়ে এই আবেদন করে নিতে পারবেন। আর এবারে দেখার যে ভোটের আগে এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সরকারের তরফে। বিগত লোকসভা ভোটের আগে এই ভাতা বৃদ্ধি করা হয়েছিল এবং এই জন্যই বিপুল ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) এমনটাও মনে করেন অনেকেই।