লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হবে? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

Lakshmir Bhandar Scheme

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেবলমাত্র পশ্চিমবঙ্গেই নয়, সারা ভারতবর্ষে আলোড়ন ফেলে দেওয়া একটি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে (Lakshmir Bhandar Scheme) পশ্চিমবঙ্গের মহিলারা সরাসরি আর্থিক ভাবে উপকৃত হয়ে থাকেন। আর এই প্রকল্প চালু রাখতে রাজ্যের কোটি কোটি টাকা ও খরচ হচ্ছে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে আশংকা

সম্প্রতি ডিএ মামলায় ২৫% বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেওয়ার পর, রাজনৈতিক মহলে প্রশ্ন ওঠে, আদালতের নির্দেশ মেনে বকেয়া মহার্ঘ ভাতা দিতে হলে রাজ্যের জনমুখী প্রকল্প বন্ধ করে দিতে হবে। আর তার সরবপ্রতমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়েও আশংকার সৃষ্টি হয়। তবে সেই জল্পনার অবসান ঘটিয়ে আজ মুখ্যমন্ত্রী লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে রাজ্যবাসীর উৎকণ্ঠা দূর করলেন।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ হয়ে যাবে?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গের ডাবগ্রাম-ফুলবাড়ি প্রশাসনিক সভায় ‘লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প’ সম্পর্কে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। তিনি বলেন, “লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা প্রথম চালু করেছিলাম। সারাজীবন পর্যন্ত চলবে।” এছাড়া, তিনি অভিযোগ করেন যে, অন্য রাজ্যগুলি পশ্চিমবঙ্গের এই প্রকল্প অনুকরণ করেছে। তিনি বলেন, “অনেকে অনেক কথা বলে। এত দেব, অত দেব। দাওনি কেন এতদিন? বাঘে খেলেও তো দেখতে আসো না। আর বড় বড় ভাষণ?”

তিনি দাবি করেন, নির্বাচনের আগে প্রতিশ্রুতি দেওয়া হলেও, ভোটের পরে তা পূর্ণ হয়নি। তিনি বলেন, “ভোটের আগে একরকম বলে, ভোটের পরে ভুলে যায়। আমরা করি না। আমরা যা বলি, আমরা সেটা করি।” তিনি আরও উল্লেখ করেন, “আমরা চারটে কথা বলেছিলাম। জিতলে খাদ্যসাথী করব, করে দিয়েছি। দুয়ারে রেশন। আমরা যেটা বলেছিলাম, লক্ষ্মীর ভাণ্ডার করব। করে দিয়েছি। আমরা যেটা বলেছিলাম স্টুডেন্টদের মধ্যে ১০ লক্ষ টাকার মধ্যে স্মার্ট কার্ড করব। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড করে দিয়েছি।” মমতা আরও বলেন, “একটা জিনিস মনে রাখবেন, কথা থেকে কখনো সরে যাই না।”

আরও পড়ুন, ১৫ লাখ মানুষের রেশন কার্ড বাতিল করলো সরকার। আর ফ্রি রেশন পাবেন না। কাদের কার্ড বাতিল হলো?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বেড়েছে

উল্লেখযোগ্য যে, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলাদের মাসিক ভাতা প্রদান করা হয়। প্রথমে সাধারণ মহিলাদের জন্য ৫০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসরদের জন্য ৬০০ টাকা মাসিক ভাতার ঘোষণা করা হয়েছিল। পরবর্তীতে তা বাড়িয়ে সাধারণ মহিলাদের জন্য ১০০০ টাকা এবং তফসিলি জাতি, উপজাতি ও অনগ্রসরদের জন্য ১২০০ টাকা করা হয়।

আরও পড়ুন, পুরুষদের জন্য নতুন প্রকল্প চালু করলো পশ্চিমবঙ্গ সরকার। প্রতিমাসে কত টাকা পাবেন? কিভাবে আবেদন করবেন?

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য পশ্চিমবঙ্গের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্পের গুরুত্ব এবং এর বাস্তবায়নের প্রতি তাঁর প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে। আর রাজ্যের অর্থনৈতিক অবস্থা যেমনই হোক, মা বোনেদের জনপ্রিয় এই প্রকল্প সারা জীবন চলবে, তেমনটাই জানালেন।

Related Articles

Back to top button