Lakhpati Didi Yojana: বিনা সুদে 5 লাখ টাকা লোন দিচ্ছে কেন্দ্র সরকার। কিভাবে আবেদন করবেন জেনে নিন

MSME Business Loan without interest

নারী শক্তি উন্নয়নে চালু হলো লাখপতি দিদি যোজনা তথা Lakhpati Didi Yojana. গত বছর ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুরু করেছিলেন লাখপতি দিদি প্রকল্প। যার আওতায় MSME Loan তথা Business Loan এর মতো ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনা সুদে লোন এবং ব্যবসার প্রশিক্ষণ দেওয়া হয় উপযুক্ত মহিলাদের। এবার এই প্রকল্পে কিভাবে আবেদন করবেন, কারা যোগ্য, কি কি নথি লাগবে, বিস্তারিত জেনে নিন।

Lakhpati Didi Yojana Benefits in Details

দেশের জনগণের স্বার্থে কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই অনেক ধরনের প্রকল্প চালু করেছে। এর মধ্যে নারীদের উন্নতির জন্য নেওয়া উদ্যোগের সংখ্যাও কম নয়। এবার কেন্দ্রের এক প্রকল্পের মাধ্যমে সরাসরি ভাবে বিরাট উপকৃত হতে চলেছেন দেশের মহিলারা। নগদ 5 লক্ষ টাকা লোন দেওয়া হবে তাও আবার সম্পূর্ণ বিনা সুদে। মোট ৩ কোটি মহিলা পাবেন এই সুবিধা। এর জন্য কি যোগ্যতা লাগবে এবং কিভাবে আবেদন করতে হবে তা দেখে নিন নীচে।

লাখপতি দিদি যোজনা প্রকল্পের উদ্দেশ্য

এই উদ্যোগের উদ্দেশ্য হলো নারীদের স্বনির্ভর করে তোলা এবং তাদের ব্যবসার সুযোগ তৈরি করা। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এই প্রাথমিকভাবে উল্লেখ করেছিলেন যে, দেশ জুড়ে ২ কোটি মহিলাকে লাখপতি করা হবে। কিন্তু এবছর বাজেটে সেই লক্ষ্যমাত্রা ৩ কোটিতে উন্নীত করা হয়েছে।

কি যোগ্যতা লাগবে?

১. এই প্রকল্পের আওতায় অংশগ্রহণের জন্য মহিলাদের একটি স্বনির্ভর গোষ্ঠীতে (Self-Help Group) যোগ দিতে হবে।
২. তাদের অবশ্যই নিজস্ব একটি ব্যবসা শুরু করার জন্য ইচ্ছুক থাকতে হবে।

কি লাভ হবে এতে?

খাদ্য প্রস্তুতি, হাতের কাজ, ক্ষুদ্র শিল্প, বা কৃষি সম্পর্কিত উদ্যোগ যে কোন ব্যবসার জন্য টাকা দেওয়া হবে এই প্রকল্পে। সাথে দেওয়া হবে ব্যবসা করার জন্য উপযুক্ত প্রশিক্ষণও। কেন্দ্রের এই প্রকল্প ইতিমধ্যেই অনেক জনপ্রিয়তা পেয়েছে। কিছু মহিলার অভিজ্ঞতা থেকে জানা গেছে যে, তাদের ব্যবসা শুরুতে অনেক বাধা ছিল, কিন্তু সরকারের সহায়তা ও প্রশিক্ষণ পেয়ে তারা নিজেদের স্বপ্ন পূরণ করতে সক্ষম হয়েছেন।

gamezop ad

আরও পড়ুন, 3% ডিএ এর সাথে আরো বড় ঘোষণা, সাধারন মানুষের জন্য। উপকৃত হবেন লাখ লাখ জনতা

MSME Loan Lakhpati Didi Yojana apply online

কিভাবে আবেদন করবেন?

লাখপতি দিদি যোজনায় আবেদন করার প্রক্রিয়া সোজা এবং সহজ। মহিলাদের প্রথমে একটি স্বনির্ভর গোষ্ঠীতে যোগদান করতে হবে। তারপর তাদের একটি সুস্পষ্ট ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনাটি গোষ্ঠীর মাধ্যমে সরকারের কাছে জমা দিতে হবে। আবেদন পর্যালোচনার পর যদি তা মঞ্জুর হয়, তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে লোনের অর্থ প্রদান করা হবে। আরও বিস্তারিত তথ্য পেতে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করুন এবং বাংলা একাডেমী নিয়মিত ভিজিট করুন।

Related Articles

Back to top button