আনলিমিটেফ ফ্রি! বাম্পার মোবাইল রিচার্জ অফার দিলো Jio Airtel. কমপক্ষে কত টাকা রিচার্জ করতে হবে?

New Recharge Plans 2025

ইন্টারনেট ছাড়া এখন চলাই সম্ভব নয় আর এই জন্য বেশি ডেটা সমৃদ্ধ মোবাইল রিচার্জ প্ল্যান (Mobile Recharge Plan) এর জনপ্রিয়তা বাড়ছে। কারণ এখনকার দিনে কম্পিউটার বা ল্যাপটপ ছাড়া মোবাইলের মাধ্যমেই বেশিরভাগ মানুষেরা এই নেট ব্যবহার করে থাকেন। আর দেশের বড় বড় সব টেলিকম কোম্পানি গুলো যেমন – রিলায়েন্স জিও (Reliance Jio), ভারতী এয়ারটেল (Bharti Airtel) ও ভোডাফোন আইডিয়া (Vodafone Idea) এর তরফে সকল প্ল্যানের দাম বৃদ্ধি করা হয়েছিল।

জিও এয়ারটেল এর মোবাইল রিচার্জ প্ল্যান

আমাদের দেশের এমন অনেক মানুষ আছেন যাদের রোজগার খুব একটা বেশি না হওয়ার কারণের জন্য তাদের কাছে বেশি খরচ করে মোবাইলে টাকা ভরা সম্ভব নয়। আর এমন অনেক মানুষও আছে যাদের শুধু কথা বললেই হয় কোন রকমের ইন্টারনেট লাগে না তাদের জন্য TRAI (Telecom Regulatory Authority of India) এর তরফে কিছু দিন আগে ভালো ঘোষণা করা হয়েছিল।

Jio Airtel New Recharge Plan

এবারে সেই সকল গ্রাহকদের কথা চিন্তা করে দেশের দুই বড় টেলিকম কোম্পানির তরফে নতুন অনেক গুলো প্ল্যান নিয়ে আসা হয়েছে। মুলত যাদের বাড়িতে ইন্টারনেট আছে শুধু মেসেজ বা কথা বলার জন্য তাদের টাকা ভরার দরকার সেই সকল মানুষদের অনেক দিনের দাবি এবারে পূরণ হতে চলেছে বলে মনে করা হচ্ছে। আর এখন সেই সকল প্ল্যান সম্পর্কে জেনে নেওয়া যাক।

Jio Recharge Plans

458 & 1958 Rupee Plan – ৪৫৮ টাকার প্ল্যানে ৮৪ দিনের জন্য আনলিমিটেড ভয়েস কল ও ১০০০ SMS পাওয়া যাবে এবং ১৯৫৮ টাকার প্ল্যানে টানা ১ বছরের জন্য ৩৬০০ টি SMS ও তাই সঙ্গে অফুরন্ত ভয়েস কল পাওয়া যাবে। জিও গ্রাহকদের জন্য এই প্ল্যানের মাধ্যমে অনেক সুবিধা হতে চলেছে বলেই মনে করছেন অনেকেই এবং অনেক দিন ধরে গ্রাহকদের সমস্যা মিটে যেতে চলেছে।

প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। E Shram Card পেলেই টাকা পাবেন। কিভাবে আবেদন করবেন?

Airtel Recharge Plans

499, 548, 1959 & 2249 Rupee Plan – এয়ারটেলের তরফে কম খরচে ৪ ধরণের প্ল্যান নিয়ে আসা হয়েছে গ্রাহকদের জন্য। ৪৯৯ ও ৫৪৮ টাকার প্ল্যানে সকল গ্রাহকরা ৮৪ দিনের জন্য ভয়েস কল, ৯০০ SMS ও ৭ GB ইন্টারনেট পেয়ে যাবে ব্যবহার করার জন্য। এছাড়াও ১৯৫৯ প্ল্যানে ৩৬৫ দিনের জন্য সীমাহীন ভয়েস কল, ডেটা ও SMS দিয়ে থাকে। আর শেষ ২২৪৯ টাকার প্ল্যানে যেই সকল মানুষদের একটু বেশি ইন্টারনেট চাই তাদের জন্য নিয়ে আসা হয়েছে।

SIP-তে টাকা বিনিয়োগ করে নিমেষেই হবেন কোটিপতি। কিভাবে? জেনে নিন সিক্রেট

এখানে ৩০০ GB ডেটা ও ৩৬০০ SMS পাওয়া যাবে। আর গ্রাহকদের কথা মাথা রেখে ও ট্রাইয়ের নির্দেশের ফলে এই সকল প্ল্যান নিয়ে এসেছে এই দুই কোম্পানি, এবারে গ্রাহকদের ইচ্ছা ও পছন্দ অনুসারে রিচার্জ করতে পারবে সকলে। আর এছাড়াও কোম্পানির ওয়েবসাইটে এই রকমের অনেক প্ল্যান পাবেন সকলে, আর সেখান থেকে কম্বো বা এই রকমের ভয়েস কল ও SMS-র প্ল্যানও কিনতে পারবে সকলে।

Related Articles

Back to top button