Jai Johar Scheme: একাউন্টে টাকা দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ১০০০ থেকে বেড়ে ১৮০০ টাকা! জয় জোহার প্রকল্পে টাকা বাড়াল পশ্চিমবঙ্গ সরকার
West Bengal Government Scheme
১০০০ থেকে ১৮০০ টাকা পেতে চলেছে রাজ্যবাসী এই সরকারি প্রকল্পে (Jai Johar Scheme). পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) রাজ্যের সকল বর্গের মানুষদের উপকারের জন্য একাধিক প্রকল্প নিয়ে হাজির হয়েছে। জনসাধারণের জন্য যে সমস্ত প্রকল্পের সূচনা হয়েছে, তার মাধ্যমে জনগণ আর্থিক সহায়তা পেয়ে থাকে। রাজ্য সরকারের সূচনা করা প্রকল্প গুলোর মধ্যে সবচেয়ে উল্লেখ যোগ্য প্রকল্প হলো লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar Scheme), কৃষক বন্ধু (Krishak Bandhu), বার্ধক্য ভাতা (Old Age Pension) ইত্যাদি।
Government of West Bengal Jai Johar Scheme Allowance Hike
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মাধ্যমে যেমন রাজ্যের মহিলারা উপকৃত হচ্ছেন, মাসিক অনুদানের মাধ্যমে আত্মনির্ভরশীল হয়ে উঠছেন, অন্য দিকে তরুণের স্বপ্ন প্রকল্পে পড়ুয়াদের পড়াশোনার সুবিধার্থে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া, বিবাহ যোগ্য কন্যাদের জন্য রূপশ্রী প্রকল্পে আর্থিক অনুদান দিয়ে সাহায্য করার পাশাপাশি আরও বিভিন্ন প্রকল্পের মাধ্যমে রাজ্যের জনসাধারণ উপকৃত হচ্ছেন।
জয় জোহার স্কিম ২০২৪
এরই মধ্যে রাজ্য সরকার দ্বারা সূচনা হয়েছে নতুন আরেকটি প্রকল্প, যার নাম নাম ‘জয় জোহার প্রকল্প’। এই প্রকল্পের মাধ্যমে বয়স্ক মানুষরা উপকৃত হবেন, কারণ তাদের পেনশন দেওয়ার জন্যই এই প্রকল্পের সূচনা করেছে সরকার যাতে বৃদ্ধ বয়সে এসে কোন রকমের সমস্যা না হয়। জয় জোহার প্রকল্প বা তপশীলি বন্ধু প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন অনগ্রসর শ্রেনীর ব্যক্তিরা, যাদের ৬০ বছর বা তার ঊর্ধ্বে বয়স এবং যাঁরা অন্য কোনো প্রতিষ্ঠান থেকে পেনশন পায়না।
Old Age Pension Scheme
এই ব্যক্তিদের জন্য দ্বিমাসিক অনুদান হিসেবে ১০০০ টাকা অনুদান বরাদ্দ ছিল, সম্প্রতি ঘোষনা করা হয়েছে এই অনুদানের পরিমাণ আরও ৮০০ টাকা বাড়িয়ে দেওয়া হবে অর্থাৎ পেনশনভোগীদের জন্য ৮০০ টাকা বৃদ্ধি করে তা ১৮০০ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি জনজাতি গোষ্ঠীর ছাত্র ছাত্রীদের জন্য ৩১০ টি নতুন হস্টেল তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
রাজ্যের মহিলাদের প্রতিমাসে 2000 টাকা দেবে কেন্দ্র সরকার। নতুন প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
অন্য দিকে এই বছর বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিকী উদযাপনে নিউ টাউনের আদিবাসী ভবন প্রাঙ্গনে সপ্তাহব্যাপী একটি অনুষ্ঠানের উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী। এই অনুষ্ঠান প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী জনজাতি কল্যাণ নিয়ে বার্তা দিয়েছিলেন সঙ্গে এই সরকারি প্রকল্প নিয়েও জানান তিনি। বহু বছর ধরে জনজাতি গোষ্ঠীর সদস্যরা ক্রীড়া জগতে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাদের অবদানকে মনে করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee).
যুবশ্রী প্রকল্প নতুন আপডেট! জেনে নিন 2024 যুবশ্রী প্রকল্পে কত টাকা ঢুকবে।
এছাড়াও তাদের জন্য অন্য কিভাবে আরও উপকার করা যায় সেই দিকে লক্ষ্য রাখছেন তিনি। তাদের সার্বিক উন্নয়ন সাধন করাই জয় জোহারের অন্যতম কাজ। আর ভবিষ্যতে এই রকমের আরও প্রকল্প মানুষদের সুবিধার জন্য নিয়ে আসা হতে পারে বলেই মনে করছেন অনেকেই। এই ঘোষণা শুনে রীতিমত খুশি জোয়ারে ভেসেছেন অনেকেই। ২০২৬-র বিধানসভা ভোটের কথা মাথায় রেখে এমন করা হচ্ছে বলেও কিছু কথা বার্তা শুনতে পাওয়া যাচ্ছে।