কৃষক বন্ধুদের ব্যাংক একাউন্টে ৫৬৫০ টাকা ঢুকবে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা কবে পাবেন?
Farmers Minimum Support Price
ফের একবারের জন্য দেশের কোটি কোটি কৃষক বন্ধুদের (Indian Farmers) জন্য নতুন সুখবর নিয়ে হাজির সরকার। আমাদের মধ্যে সবচেয়ে বেশি পরিশ্রম এই চাষিরাই করে, কারন সারাদিন মাঠে রোদ জলে কাজ করা তারা সকল মানুষদের মুখে অন্ন জোগান দিচ্ছেন। কিন্তু শেষে দেখতে পাওয়া গেছে এই চাষিদেরই কোন না কোন কারনের জন্য লাভের বদলে লোকসান হয়, আর এই সময়ে তাদের পাশে থাকার মত কেউ থাকে না।
Indian Farmers MSP Increase in Raw Jute Season
আর এই সমস্যা থেকে বাচানোর জন্য কেন্দ্র সরকারের তরফে পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Yojana) ও পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) কৃষক বন্ধু (Krishak Bandhu Scheme) প্রকল্প নিয়ে এসেছে যেখানে চাষিদের মাসিক বা বছরে একটা টাকা দেওয়া হয়ে থাকে, যেই টাকা পাওয়ার মাধ্যমে তারা নিজেদের কিছুটা হলেও দরকার মেটাতে সক্ষম হয়ে থাকে।
কৃষক বন্ধুদের আয় বাড়লো
কিন্তু এখন কাচা পাটের মরশুমে সরকারের তরফে নুন্যতম সহায়ক মুল্য বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিগত বছরের তুলনায় যেই পরিমান ৬% বা ৩১৫ টাকা বেড়েছে। এবারে প্রতি কুইন্টালে ৫৬৫০ টাকা করে দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল আরও জানিয়েছেন যে ধান চাষের জন্য খরচের তুলনায় অনেক বেশি লাভ হবে ও বিগত ১০ বছরে ধানের নুন্যতম সহায়ক মুল্য অনেকটাই বেড়েছে আগের তুলনায়।
100 টাকার নকল নোট বেরিয়েছে। আসল-নকল কিভাবে চিনবেন? জানিয়ে দিলো রিজার্ভ ব্যাংক
PM Kisan Samman Nidhi
এই রকমই প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা দেওয়া হয় আর অনেকেই মনে করছেন এইবারের বাজেট ২০২৫ (Union Budget 2025) এ এই টাকা কিছুটা হলেও বাড়ানো হতে পারে। এবারে এক নজরে সকল ফসলের সহায়ক মুল্য দেখার দরকার। এইবারে ফের একবারের জন্য এই টাকা আবার বৃদ্ধি করা হবে কিনা সেই অপেক্ষাতেই রয়েছেন দেশের সকল চাষি ভাইরা।
দেশে ফ্রি রেশন বন্ধ হচ্ছে। এবার রেশনের পরিবর্তে নগদ টাকা দেবে সরকার। কারা, কিভাবে পাবেন জেনে নিন
ফসলে নুন্যতম সহায়ক মুল্য
ধান – ২৩০০, জোয়ার – ২৩২০,
রাগি – ৪২৯০, তুতো ডাল – ৭৫৫০,
মুগ ডাল – ৮৬৮২, উড়দ ডাল – ৭৪০০,
তুলো – ৭১২১, সূর্যমুখী বীজ – ৭২৮০,
সয়াবিন – ৪৮৯২, গম – ২৪২৫,
বার্লি – ১৯৮০, নারকেল – ১১,১৬০,
আখ – ৩৪০
এই টাকা বৃদ্ধির কারনের জন্য চাষিদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এই ধরনের আরও খবরের আপডেট পাওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।