Kisan Credit Card: কৃষক বন্ধুরা পাবে 5 লক্ষ টাকা! কিষান ক্রেডিট কার্ড লোন অনলাইনে আবেদন করুন

Govt Subsidy for Farmers Crop Loan

দেশের কৃষকদের (Indian Farmers) জন্য দারুন খবর। এক সরকারি প্রকল্পে (Kisan Credit Card) ৫ লক্ষ টাকা পর্যন্ত একবারে পাবে তারা। আমরা সকলেই জানি যে, চাষিদের আমাদের সকলের অন্নদাতা বলা হয়ে থাকে। তারা দিন রাত অক্লান্ত পরিশ্রম করে সোনালি ফসল ফলিয়ে সকলের মুখে খাবার তুলে দেন। কিন্তু যখন এই সকল মানুষের কথা চিন্তা করা হয়, তখন মনে হয় তারা একদমই সুখে নেই।

Kisan Credit Card 2025

এই কারনের জন্য রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে নানা ধরনের সরকারি প্রকল্প নিয়ে আসা হয়েছে সকলের জন্য। বিগত ১ লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ২০২৫ (Union Budget 2025) ঘোষনা করা হয়েছে। আর সেখানে কিষান ক্রেডিট কার্ড প্রকল্পের মাধ্যমে বড় সুখবর দিয়েছে সরকার। এই স্কিমের লোনের পরিমান বৃদ্ধি করে ৫ লক্ষ টাকা করা হয়েছে, আগে এই পরিমান ৩ লক্ষ টাকা ছিল।

পিএম কিষান কৃষকবন্ধুদের জন্য সুখবর

এরই সঙ্গে চাষিদের জন্য প্রধানমন্ত্রী ধন-ধান্য কৃষি যোজনা (PM Dhan Dhanya Krishi Yojana) নিয়ে আসা হবে এবং এর মাধ্যমে দেশের প্রায় ২ কোটির মত কৃষকদের সুবিধা দেওয়া হবে। কিন্তু এই প্রকল্প নিয়ে এখনই বেশি কোন তথ্য দেওয়া হয়নি। কিন্তু এরই সঙ্গে অনেকেই মনে করেন যে শুধু লোন বৃদ্ধি ও নতুন প্রকল্প নিয়ে আসা হয়েছে, তাতে খুব একটা সুবিধা হবে না বলেই মনে করা হচ্ছে।

লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বেড়ে গেল। কত টাকা বাড়ছে? নতুন করে আর কারা টাকা পাচ্ছেন?

Indian Farmers will Get More benefit in Near Future

কারন অনেক দিনের দাবি MSP (Minimum Support Price) বা নুন্যতম সহায়ক মুল্য নিয়ে কোন ধরনের মন্তব্য করা হয়নি সরকারের তরফে। তাই এই নিয়ে কিছু আপডেট দেওয়া হলে খুবই সুবিধা হত সকলের। আরও পশ্চিমবঙ্গতে মুলত চাষ করা আলু, ধান, পাট ইত্যাদি নিয়ে কোন ধরনের কথা জানানো হয়নি এই নিয়ে। কিন্তু ক্রেডিট কার্ড লোন ৩ থেকে ৫ লাখ টাকা করা হয়েছে, বেশি টাকা পেয়ে চাষিরা যেই জিনিস দরকার সেই দিকে খরচ করতে পারে।

টাকা পেতে এখানে ক্লিক করুন।

আর আগামী ৬ বছরের মধ্যে ডাল চাষের ক্ষেত্রে আর বিদেশ থেকে আমদানি করতে হবে না এর জন্য সকল ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে মনে করা হচ্ছে। আর এরই সঙ্গে মাছ চাষের জন্য দরকারি পদক্ষেপ খুবই তাড়াতাড়ি নেওয়া হবে। সরকারের এই সকল উদ্যোগ কবে থেকে শুরু হবে বা আখেরে লাভ কি করে হবে সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকে। এই নিয়ে আপনাদের কোন বক্তব্য থাকলে নিচে কমেন্ট করে জানাবেন।

Related Articles

Back to top button