PM Kisan: পিএম কিষান ১৯ তম কিস্তির টাকা কবে ঢুকবে? কৃষক বন্ধুদের জন্য বড় সুখবর দিল সরকার

Krishak Bandhu Status Check Online

কোটি কোটি কৃষক বন্ধুদের জন্য পিএম কিষান যোজনার (PM Kisan Yojana) প্রকল্পের ১৯ তম কিস্তির টাকা দেওয়া নিয়ে বড় ঘোষনা করল কেন্দ্র সরকার। ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে এই প্রকল্পের শিলান্যাস করে হয় এবং সেই বছরের ডিসেম্বর মাস থেকে সকলকে এর সুবিধা দেওয়া শুরু হয়। এখন প্রায় ১২ কোটির কাছাকাছি চাষিরা এই প্রকল্পের মাধ্যমে টাকা পেয়ে থাকেন, নিজেদের কাজের সুবিধার জন্য।

PM Kisan 19th Installment Payment

বিগত ৪ মাস আগে সরকারের তরফে পিএম কিষান ১৮ তম কিস্তির টাকা দেওয়া হয়েছিল, আর ফের একবারের জন্য কেন্দ্র সরকারের তরফে কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান (Shivraj Singh Chouhan) এই প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় আপডেট দিয়েছেন। তার কথা অনুসারে চলতি মাসেই এই টাকা দেওয়া শুরু হতে পারে। ১৮ তম কিস্তির টাকা বিগত অক্টোবর মাসে প্রধানমন্ত্রী মহারাষ্ট্রের ওয়াশিম জেলায় সেই রাজ্যের বিধানসভা ভোটের আগে জারি করেছিলেন।

পিএম কিষান সম্মান নিধি যোজনা লিস্ট

সেই রীতি অনুসরন করে আগামী ২৪ শে ফেব্রুয়ারি ২০২৫ বিহারের ভাগলপুরে এই জনসভায় এই টাকা ছাড়া হতে পারে বলে অনেকেই মনে করছেন। কিছুদিন আগে দিল্লিতে বিধানসভা ভোটে বিপুল জয়লাভ করেছেন বিজেপি। আর এই বছরের মাঝেই বিহার বিধানসভা ভোট, আর কথা মাথায় রেখেই এবারে বিহার থেকে ১৯ তম কিস্তির টাকা দেওয়া হবে বলেই মনে করছেন অনেকেই।

প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এই কার্ড পেলেই টাকা পাবেন। কিভাবে আবেদন করবেন?

কৃষক বন্ধু টাকা কবে ঢুকবে?

এই প্রকল্পে বছরে ৬০০০ টাকা করে দেওয়া হয় তিনটে কিস্তিতে ২০০০ টাকা করে দেওয়া হয় সরকারের তরফে। এবারে ফের একবারের জন্য এই উল্লেখিত তারিখে এই টাকা দেওয়া হয় কিনা সেইটাই এখন দেখার অপেক্ষা। এই টাকা পেয়ে কিছুটা হলেও সুবিধা হয় চাষিদের। কিন্তু তাদের আরও বেশি সুবিধা দেওয়ার জন্য কেন্দ্রের তরফে এইবারের বাজেটে কিছু বড় সুবিধা ঘোষনা করা হয়েছে।

মার্চ মাস থেকে এই সকল মহিলাদের বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার। টাকা পেতে আজই এই কাজ করুন

কিন্তু আগের থেকে জেনে রাখে ভালো যে সকলকে এই সুবিধা দেওয়া হয়না, বিশেষ করে যেই সকল চাষিরা অন্যের জমিতে চাষ করে তারা এই সুবিধা পায় না। এছাড়াও যেই চাষিদের নিজের নামে জমি আছে তারাই এই টাকা পাবেন এবং ২ হেক্টর জমি থাকলে তবেই এই আবেদন করা সম্ভব। আর নতুন করে আবেদন করার জন্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি আবেদন করে নেওয়া উচিত সকলের।

Related Articles

Back to top button