২০০ টাকার নোট বাতিল হয়ে যাচ্ছে? রিজার্ভ ব্যাংকের বড় ঘোষণা
Indian 200-rupee note
এবারে ২০০ টাকার নোট (Indian Currency) নিয়ে বড় খবর পাওয়া গেল। ইতিমধ্যেই ২০১৬ সালের পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করে দেওয়া হয়েছে এবং তারই সঙ্গে ২০০০ টাকার নোটও ফেরত নিয়ে নিয়েছে সরকার। আর এখন বাজারে ১০০, ২০০ ও ৫০০ টাকার নোটই চলছে। কিন্তু এই ২০০ টাকার নোটও কি এবারে বাতিল হতে চলেছে? সেই সম্পর্কে আজকে জেনে নিতে চলেছি।
200 Rupee Indian Currency Discontinued Fact Check
এখন অনেক মানুষ আছেন যারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পছন্দ করেন এবং তাতে কিছু সুবিধা থাকলেও কিছু অসুবিধা আছে। তার মূল কারণ হল সাইবার প্রতারণা। এই জন্য এমন অনেক মানুষ আছেন যারা এখনও পর্যন্ত ক্যাশ টাকার মাধ্যমে লেনদেন করার জন্য ইচ্ছুক থাকেন, আর তাদের কাছে এইটা খুবই জরুরি খবরের মধ্যে অন্যতম। যে সত্যিই কি এই নোট বাতিল হয়েছে?
ভারতে ২০০ টাকার নোট বাতিল?
কিছু দিন ধরে এই খবরটি অনেক জায়গায় পাওয়া যাচ্ছে, কিন্তু RBI (Reserve Bank of India) এর তরফে সাজ জানিয়ে দেওয়া হয়েছে এমন কোন ধরণের সিদ্ধান্ত সরকারের তরফে নেওয়া হয়নি। যেই খবর পাওয়ার যাচ্ছে সেটা সম্পূর্ণ রূপে ভুয়ো যার কোন রকমের ভিত্তি নেই এবং সকলকে এই জাল নোট সম্পর্কে সাবধান থাকার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
কারণ পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট জাল হওয়ার কারণে এবং ২০০০ টাকাও এই একই কারণের জন্য বাতিল করা হয়েছিল সরকারের তরফে।
তাই আগের থেকে সকল গ্রাহকদের বলা হচ্ছে যাতে তারা সঠিক ভাবে সতর্ক থেকে এবারেও সেই একই সমস্যা থেকে বেচে থাকতে পারেন। তাই আরও কিছু তথ্য জেনে নিন সুবিধার জন্য। দিনে দিনে সকল ধরনের জিনিসের জালিয়াতি করা হচ্ছে, আর এই একটা মাত্র কারনের জন্য সকল মানুষদের সমস্যার সম্মুখিন হতে হচ্ছে। কিন্তু নকল নোট চেনার কিছু জরুরি উপায় জেনে নিয়ে সুরক্ষিত থাকতে পারবেন সকলে।
ATM থেকে টাকা তোলার খরচ বেড়ে গেল। কোন ব্যাংকে কত খরচ হবে জেনে নিন
২০০ টাকার জাল নোট চেনার উপায়
নোটের বাম দিকে হিন্দি বা দেবনাগরি হরফে ২০০ লেখা থাকবে, মহাত্মা গান্ধীর ছবি পরিষ্কার ভাবে দেখা যাবে, এছাড়াও আরও ছোট অক্ষরে লেখা থাকবে RBI, Bharat, India, 200. এই সকল লেখা দেখে নিতে হবে। নোটের একদম ডান দিকে অশোক স্তম্ভের প্রতীক থাকবে। গ্রাহকদের সঙ্গে সকল ব্যাংক গুলিকেও সতর্ক থাকার নির্দেশ দিয়েছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া।
আর কোন নোটই বাতিল করার চিন্তা করা হয়নি সরকারের তরফে আর এই কারণের জন্য, সকলকে যে কোন ধরণের গুজব থেকে বেচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আর যদি কোন নোট দেখে আপনার জাল বলে মনে হয় তাহলে সঙ্গে সঙ্গে ব্যাংকে গিয়ে আপনারা সেই নোট দেখাতে পারবেন এবং যদি দরকার হয় তাহলে ব্যাংকের পক্ষ থেকে আপনার সেই নোট বদলিয়েও দেওয়া হতে পারে।