প্রতিমাসে ২০০০০ টাকা পেনশন দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। নতুন বছরের সেরা সঞ্চয় প্রকল্পে আজই বিনিয়োগ
Senior Citizen Savings Scheme
পোস্ট অফিসের নানা বিনিয়োগ স্কিমে (Post Office SCSS) অনেক মানুষই চোখ বন্ধ করে বিনিয়োগ করে থাকে। কারন দেশ স্বাধীন হওয়ার পর থেকে দেশের মানুষদের জন্য অনেক পোস্ট অফিস সেভিংস স্কিম (Post Office Savings Scheme) নিয়ে হাজির হয়েছে। তার মাধ্যমে কোটি কোটি মানুষেরা নিজেদের টাকা বিনিয়োগ করে নিজেদের ও পরিবারের মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে সক্ষম হয়েছে।
Post Office SCSS Interest Rate 2025
প্রত্যেকটি ব্যক্তি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা জরুরী মনে করেন, কারণ যে সমস্ত ব্যক্তিরা বেসরকারি বা কোন ব্যবসায়ি তাদের পক্ষে বয়স কালে কাজ করার মত কর্ম ক্ষমতা থাকে না। কম বয়স থেকেই যদি ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করে রাখা যায় তাহলে পরে গিয়ে আর কোন চিন্তা থাকে না। আর এখন SIP, Mutual Fund এর মতো স্কিম চলে আসলেও ঝুকি থাকার কারনে সকলেই এই পোস্ট অফিস সেভিংস স্কিমকেই (Senior Citizen Savings Scheme) প্রথম পছন্দ হিসাবে বেছে নেয়।
পোস্ট অফিস সিনিয়ার সিটিজেন সেভিংস স্কিম
বর্তমানে ব্যাংক ও পোস্ট অফিস বিভিন্ন রকম স্কিম চালু করেছে, যেই গুলোতে বিনিয়োগ করলে ভালো পরিমান টাকা রিটার্ন পাওয়া সুযোগ থাকে। সব সময় কোনো প্রতিষ্ঠানে বিনিয়োগ করার ক্ষেত্রে দেখে নেওয়া দরকার যে বিনিয়োগে আর্থিক নিরাপত্তা আছে কিনা ও সুদের হার সর্বোচ্চ রয়েছে কিনা। সম্প্রতি পোস্ট অফিস (India Post Office) বয়স্কদের জন্য একটি স্কিম এনেছে যেটাতে বিনিয়োগ করলে আপনি প্রত্যেক মাসে ২০ হাজার টাকা পেনশনের সুযোগ পাবেন।
বয়স্ক নাগরিকদের জন্য এই বিশেষ স্কিমের নাম হলো সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি ৮.২ শতাংশ হারে সুদ পাবেন। স্কিমে বিনিয়োগ করতে হলে বিনিয়োগকারীর বয়স হতে হবে ৬০ বছর বা তার ঊর্ধ্বে। যে সমস্ত বয়স্ক ব্যক্তি অবসর গ্রহণ করেছেন, তারাও এই স্কিমে বিনিয়োগ করার সুযোগ পাবেন। যে সমস্ত বিনিয়োগকারী সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেছেন, তারা ৫০ থেকে ৬০ বছরের মধ্যে হলেও বিনিয়োগ করতে পারবেন পোস্ট অফিস সেভিংস স্কিমে।
Senior Citizen Savings Scheme Interest Calculator
সিনিয়র সিটিজেন স্কিমে সর্বনিম্ন বিনিয়োগের পরিমাণ থাকছে ১০০০ হাজার টাকা এবং সর্বোচ্চ বিনিয়োগের পরিমাণ থাকছে ৩০ লক্ষ টাকা পর্যন্ত। বিনিয়োগের মেয়াদ থাকছে ৫ বছর। যদি আপনি প্রত্যেক মাসে ২০ হাজার টাকা পেনশন পেতে চান, তাহলে সিনিয়র সিটিজেন স্কিম সব থেকে বেস্ট স্কিম, যেটি একটি দুর্দান্ত সঞ্চয় স্কিম অফার করছে, যেটাতে আপনি মেয়াদ শেষে নিশ্চিত লাভ যুক্ত রিটার্ন ফেরত পাবেন।
একজন ব্যক্তি তার কর্ম জীবনে যে পরিমাণ পরিশ্রম করেন, তার পরিবর্তে যে আয় করেন সেই একই রকম পরিশ্রম বৃদ্ধ বয়সে করা সম্ভব নয়। এই জন্য প্রত্যেকটি ব্যক্তির উচিত বয়স থাকতে থাকতে এমন একটা জায়গায় সঞ্চয়কে বিনিয়োগ করা, যেখান থেকে বৃদ্ধ বয়সে পেনশনের মতন একটা টাকা উঠে আসবে, যাতে বৃদ্ধ বয়স নির্ভাবনায় কাটবে। এই রকম ভাবনা যদি আপনার থাকে তাহলে সব থেকে উপযোগী কাজ হবে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করা।
আপনার যদি একাউন্ট খোলার পর মনে হয় যে আপনি আর বিনিয়োগ করবেন না, তাহলে একাউন্ট খোলার তারিখ থেকে ধরে পাচ বছর পর আপনি অ্যাকাউন্ট বন্ধ করতে পারেন। এছাড়া কোন কারনে যদি একাউন্টধারীর মৃত্যু হয়, তাহলে সেই মৃত্যু তারিখ থেকে পোস্ট অফিস সেভিংস একাউন্টের হারে প্রাপ্ত সুদ দিয়ে দেবেন নমিনিকে। তাই নমিনির নাম দিতে একদমই ভুলবেন না।
How to Get 20000 INR on this Post Office Savings Scheme
আপনি যদি পেনশনের মতনই প্রত্যেক মাসে একটা মোটা টাকা পেতে চান, তাহলে পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। এই স্কিমে বিনিয়োগ করলে আপনি শুধু লাভযুক্ত রিটার্ন পাবেন তা নয়, সেকশন 80C-র অধীনে ট্যাক্স ছাড়ের সুবিধাও (Income Tax Rebate) পাওয়া যায়। ধরা যাক, একজন ব্যক্তি ৩০ লক্ষ টাকা বিনিয়োগ করলেন।
1 লাখ টাকা ব্যাংক ও পোস্ট অফিসের FD বা MIS স্কিমে বিনিয়োগ করলে কত পরিমান সুদ পাবেন?
তাহলে বার্ষিক ৮.২% সুদের হারে, তিনি প্রতি বছর ২.৪৬ লক্ষ টাকা সুদ পাবেন। এই সুদের হারে প্রত্যেক মাসে ২০,৫০০ টাকা রিটার্ন পাবেন। চাকরি থেকে বিরতি নেওয়ার পরও পেনশনের মতনই প্রত্যেক মাসে মোটা অংকের টাকা আপনি যেটা পাবেন, তা দিয়ে আপনার বৃদ্ধ বয়সে সব রকম চাহিদা খুব ভালো করে মেটানো সম্ভব হবে। বলতে গেলে বৃদ্ধ বয়সে আর্থিক নিরাপত্তা এবং বয়স্ক কালীন চিন্তা সেটা অনেকটাই লাঘব পোস্ট অফিসের সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমে বিনিয়োগ করে।
1 লাখ টাকা রাখলে রিটার্ন পাবেন 32 লাখ! বছর শেষে ধামাকা স্কিম আনল SBI। বিনিয়োগ শুরু করুন আজ থেকেই
এত উচ্চ হারে সুদ শুধু মাত্র পোস্ট অফিসে দিতে পারে, তাই আর দেরি না করে ঝটপট আপনার নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম সম্পর্কে আরও বিস্তারিত জেনে বিনিয়োগ করুন। আর যে কোন স্কিমের সুদের হার সময়ে সময়ে বদলাতে থাকে তাই বিনিয়োগের আগে এই পোস্ট অফিস সেভিংস স্কিমের বিষয়ে সকল কিছু ভালো করে বুঝে নিয়ে তবেই বিনিয়োগ করবেন।