Savings Account: সেভিংস একাউন্টে টাকা রাখা নিয়ে আয়কর বিভাগের নিয়ম। একাউন্টে সর্বোচ্চ কত টাকা রাখা যাবে?
Income Tax Rule on Savings Account Deposit Limit
দেশের কোটি কোটি গ্রাহকদের সেভিংস একাউন্ট (Savings Account) গ্রাহকদের ব্যাংকে টাকা জমা (Cash Deposit) দেওয়া নিয়ে নতুন আপডেট। বর্তমানে প্রত্যেকটি ব্যক্তির ব্যাংক একাউন্ট থাকে, এই ছাড়া কোন প্রকারের টাকা পয়সার লেনদেন করা এককথায় অসম্ভব ব্যাপার। কিন্তু এই লেনদেন করার আগে এমন কিছু নিয়ম আছে আয়কর বিভাগের (Income Tax Rules) সেই নিয়ে সকলের অবগত থাকা উচিত।
Savings Account Deposit Limit in a Year
ব্যাংকে তো টাকা রাখছেন এবং সেই টাকা প্রয়োজন মত তুলছেন, কিন্তু ব্যাংকে কত টাকা পর্যন্ত আপনি একদিনে লেনদেন করতে পারবেন? এছাড়া একটি আর্থিক বছরে (Financial Year) আপনি ব্যাংকে কত টাকা রাখতে পারবেন সে বিষয়ে কি জানা আছে? সম্প্রতি আয়কর বিভাগ ব্যাংকের এই লেনদেন সংক্রান্ত বিষয়ে সতর্কতা জারি করেছে। সে বিষয়ে বিস্তারিত তথ্য থাকবে আজকে জেনে নেওয়ার দরকার।
ব্যাংক একাউন্টে টাকা রাখার নিয়ম
ব্যাংক মানেই সেখানে টাকা জমা করা যাবে এবং প্রয়োজন মত টাকা তোলা যাবে। বাড়িতে টাকা গচ্ছিত রাখলে, সেই টাকা রক্ষণাবেক্ষণের একটা ব্যাপার থাকে এছাড়া টাকা চুরি যাওয়ার ভয় থেকে যায়, সেই জন্যই প্রত্যেকটা ব্যক্তি ব্যাংকে নিরাপদের সুবিধার্থে টাকা রাখে। একজন ব্যক্তি ব্যাংকের সেভিংস একাউন্টে কত টাকা পর্যন্ত রাখতে পারবে সেই বিষয়ে আয়কর বিভাগের নিয়ম আছে। আপনি এই বিষয়ে যদি অবগত না হয়ে থাকেন, তাহলে এই সম্পর্কে জেনে নিন।
Income Tax Rules on Bank Account
আয়কর বিভাগ জানিয়েছে, একজন ব্যক্তি আর্থিক বছরে ১০ লক্ষ টাকা জমা করতে পারবেন এবং তুলতে পারবেন। আপনি যদি ১০ লক্ষ টাকার বেশি এক আর্থিক বছরে লেনদেন করেন, তাহলে আপনি আয়কর বিভাগের নজরে পড়বেন। সেক্ষেত্রে আপনার ইনকামের সোর্স ও একাউন্টের সমস্ত তথ্য দিতে হবে আয়কর বিভাগকে। আয়কর বিভাগ প্রয়োজন হলে আপনার সমস্ত ব্যাংকিং হিসাব অডিট করতে পারে।
এক আর্থিক বছরে আপনি ১০ লক্ষ টাকার লেনদেন করতে পারবেন, সেটা তো বুঝলেন এইবার আপনি প্রতিদিন কত টাকা লেনদেন করতে পারবেন সেই বিষয়ে আয়কর বিভাগ কি জানিয়েছে? নিয়ম অনুসারে আপনি একদিনে ২ লক্ষ টাকা পর্যন্ত লেনদেন করতে পারবেন, এর বেশি লেনদেন করলেও আপনি আয়কর বিভাগের নজরে থাকবেন। আপনি ব্যাংকে কত টাকা রাখছেন, কত টাকা তুলছেন এই সমস্ত কার্যকলাপের তথ্য আয়কর বিভাগের কাছে থাকে।
এই জন্য আপনি যদি এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করেন, তাহলে সেই বিষয়ে স্পষ্ট আরেকটি জানিয়ে দেওয়াটা উচিত। এছাড়া আপনি যখন এক দিনে ৫০ হাজার বা তার বেশি টাকা ব্যাংকে নগদ রাখতে যাবেন, তখনও আপনাকে নিজের প্যান কার্ড দেখাতে হয় ব্যাংকিং আধিকারিককে। আয়কর বিভাগ ব্যাংকের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম রাখে এই নিয়মটি তাদের মধ্যে অন্যতম।
প্রতিমাসে 9250 থেকে 20000 টাকা দিচ্ছে ভারতীয় পোস্ট অফিস। এই স্কিমে আজই আবেদন করুন।
তাই আপনি যদি এক আর্থিক বছরে ১০ লক্ষ টাকার বেশি লেনদেন করেন কিংবা আপনার বাড়িতে আয়কর বিভাগ হানা দেয়, তাহলে কোন ভাবেই ঘাবড়ে যাবেন না। শান্ত মাথায় ব্যাপারকে হ্যান্ডেল করবেন এবং আপনার যাবতীয় ইনকাম সোর্স এবং নগদ অর্থ কিভাবে কোথা থেকে আসছে সে সমস্ত বিষয়ে স্পষ্ট ধারণা দেওয়ার চেষ্টা করবেন আয়কর বিভাগকে (Income Tax Department).
আপনার ইনকামের রাস্তা যদি সঠিক হয় এবং আর্থিক লেনদেন থেকে শুরু করে সব কিছু যদি সঠিক থাকে, তাহলে আপনার কোন রকম চিন্তার কারণ নেই। ব্যাংকিং লেনদেন সম্পর্কিত লেনদেন সংক্রান্ত নিয়ম মেনে লেনদেন করুন, তাহলে আপনার কোন রকম ঝুকির সম্ভাবনা থাকবে না। আর একজন ব্যাক্তির একাধিক সেভিংস একাউন্ট থাকলেও এই একই নিয়ম লাগু হবে।