Indian Currency: 100 টাকার নকল নোট বেরিয়েছে। আসল-নকল কিভাবে চিনবেন? জানিয়ে দিলো রিজার্ভ ব্যাংক

How to Identify Fake 100 Rupees

বর্তমানে সকল ভারতীয় মুদ্রার (Indian Currency) মধ্যে ৫০০ টাকার নোট (500 Rupee Note) সবচেয়ে বেশি, কারণ কিছু দিন আগে ২০০০ টাকার নোট (2000 Rupee Note) ফের নিয়ে নিয়েছে RBI (Reserve Bank of India). এই জন্য বলা হয়েছিল যে এরকম অনেক নকল নোট বা জাল নোট বাজারে চেয়ে গেছে। আর এখন ১০, ২০, ৫০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নোটই মার্কেটে চলছে।

Check Indian Currency 100 Rupees Note Fake or Real

এখন অনলাইনের মাধ্যমে বেশিরভাগ লেনদেন হলেও অনেকেই আছে যারা ক্যাশ টাকার মাধ্যমে টাকা পয়সা লেনদেন করতে বেশি পছন্দ করে থাকেন। আর কিছু প্রতারকেরা এই জিনিসের সুবিধা নিয়ে একের পর এক মুদ্রাকে নিয়ে জাল কারবার চালিয়ে যাচ্ছে দিনের পর দিন। আর এই কারনের জন্য দেশের মানুষদের সমস্যা বৃদ্ধি পাচ্ছে ও সময়ে সময়ে সরকারকেও কড়া সিদ্ধান্ত নিতে হচ্ছে।

RBI on Fake Note

বিগত কিছু বছর আগে অর্থাৎ ২০১৬ সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করা হয়েছিল এই জাল নোট বেশি হয়ে যাওয়ার জন্য। কিন্তু এবারে শুনতে পাওয়া যাচ্ছে যে সকল গরীব ও মধ্যবিত্ত মানুষদের ব্যবহার করার ১০০ টাকার নোটও নাকি এখন থেকে জাল বেরোতে শুরু করেছে।
বর্তমানে প্রায় সকল ভারতীয় নাগরিকদের কাছেই এই ১০০ টাকার নোট আছে আর এই নোট থাকার জন্য এরকম খবর পাওয়ার পর থেকে সকলের খুবই চিন্তিত হয়ে পরেছে।

এবারে যদি এই ১০০ টাকার বেশি জালি নোট পাওয়া যায় তাহলে কি ফের একবারের জন্য নোট বাতিল করে দেওয়া হবে?
ভারতীয় রিজার্ভ ব্যাংকের তরফে এই রকম নোট বাতিলের কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি বলেই মনে করছেন অনেক আর্থিক বিশেষজ্ঞরা। কিন্তু সকল নাগরিকরা কিভাবে এই নোট আসল নাকি নকল সেই সম্পর্কে জানতে পারবে না নিজেদের কাছে থাকা নোট নিজেরাই বুঝতে পারবে সেই উপায় জানিয়ে দেওয়া হয়েছে।

সমস্ত স্টেট ব্যাংকের একাউন্ট থেকে 236 টাকা কেটে নিচ্ছে! কি কারণে টাকা কাটছে, জেনে নিন

১০০ টাকার আসল নোট চেনার উপায়

আসল নোটে মহাত্মা গান্ধী ও ১০০ রুপিয়া লেখা জল ছবি দেখতে পাওয়া যায়, নোটে ইন্ডিয়া ও RBI একটি বিশেষ রঙে লেখা থাকে রঙটি মূলত সবুজ না নীল রঙের হয়ে থাকে। মহাত্মা গান্ধীর কাছে ১০০ ও RBI লেখাটা উলম্ব ভাবে থাকে। আর এই সকল লেখা এমন ভাবে থাকে যেটা হাত দিলে উচু মনে হয়, কিন্তু জালি নোটে এই সকল বৈশিষ্ট্য একদমই পাওয়া যায় না। তাই সঠিক করে দেখে নেবেন।

মহিলাদের প্রতিমাসে 32 হাজার টাকা দিচ্ছে কেন্দ্র। চালু হল নতুন প্রকল্প। টাকা পেতে হলে কী করতে হবে?

তাই সকল মানুষদের এই কয়েকটা নিয়ম জেনে নিয়ে লেনদেন করা উচিত। টাকা নেওয়ার আগে সকল তথ্য সম্পর্কে জেনে নিলে ভালো হবে সকলের। আর কোন রকম ভাবে যদি জাল নোট আপনাদের কাছে এসে যায় তাহলে তাড়াতাড়ি ব্যাংকে গিয়ে জমা দিয়ে দিন ও সতর্ক থাকুন। কারন এই রকমের নোট নিজের কাছে রাখা আইনত অপরাধ হিসাবে গন্য হয়ে থাকে ও এখন কোন ধরনের নোট বাতিলের কথা RBI এর তরফে জানানো হয়নি।

Related Articles

Back to top button