Salary: রাজ্য সরকারি কর্মীদের কিস্তিতে বেতন ঢুকবে। সরকারের সিদ্ধান্তে চিন্তার ভাজ কপালে

Government Employees Salary Credit Update

রাজ্য সরকারি কর্মীদের বেতন (Salary) নিয়ে নতুন আপডেট পাওয়া গেল। আর আগামী মাস থেকে কিস্তিতে নিজেদের মাইনে পাবে সরকারি কর্মীরা (Government Employees). কেন্দ্রীয় সরকার যেমন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য দীপাবলির সময় ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছেন, যার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে ডিএ (Dearness Allowance) পেয়ে থাকেন।

Govt Employees get their Salary in Installment

অসম সরকারও নভেম্বরের শুরুতে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করেছিল, সেই সাথে বকেয়া ডিএ-র টাকাও মিটিয়ে দেওয়া হবে এমনটাই জানানো হয়েছিল। এই বকেয়া ডিএ টাকা এক সঙ্গে পাবেন না রাজ্য সরকারি কর্মচারীরা। ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করার ফলে মোট প্রাপ্ত ডিএ পরিমাণ হয়ে দাঁড়িয়েছে ৫৩ শতাংশ। এই বর্ধিত ডিএ কার্যকর করার কথা জানানো হয়েছিল ২০২৪ এর জুলাই মাস থেকে।

সরকারি কর্মীদের বেতন কিস্তিতে ধুকবে!

এছাড়া বকেয়া ডিএ অর্থাৎ এরিয়ারের টাকা চারটি কিস্তিতে রাজ্য সরকারি কর্মচারীদের প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের ডিএ এবং ডিআর চারটি কিস্তিতে প্রদান করা হবে। এই ডিসেম্বর থেকে এরিয়ারের টাকা পাবেন রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা। অন্য দিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য এখনোও পর্যন্ত কোনো সুখবর দিতে পারেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee).

জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি? বছর শেষেই বড় ঘোষনা হবে?

বকেয়া DA এরিয়ারের টাকা ধুকবে

২০২৩ সালে ডিসেম্বর ও এপ্রিল মাসে ডিএ বৃদ্ধি করা হয়েছে। একই বছরে দুইবার ডিএ বৃদ্ধি করার পরেও বর্তমানে বাংলার রাজ্য সরকারি কর্মীদের মোট প্রাপ্ত ডিএ পরিমাণ হয়ে দাড়িয়েছে ১৪ শতাংশ। এই দিকে কেন্দ্র ও রাজ্যের ডিএ পার্থক্য হয়ে রয়েছে ৩৯ শতাংশ। একদিকে কেন্দ্র ও অন্যান্য রাজ্য সরকার যেমন ডিএ বৃদ্ধির ঘোষনা করেছেন তেমন রাজ্য সরকার ডিএ বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেননি।

বছর শেষে জোড়া সুখবর! সরকারি কর্মীদের এই দুই ভাতা বাড়িয়ে দিল সরকার! নতুন সিদ্ধান্তে কত টাকা বেশি পাবেন?

বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটা আশায় বুক বেধে রয়েছেন, গত বছরের মতন এই বছরেও যদি ডিসেম্বরে বৃদ্ধি করা হয় ডিএ। এখন দেখা যাক, মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধি নিয়ে কোনো ঘোষণা করেন কিনা, এই অপেক্ষাতেই দিন গুনছে বাংলার রাজ্য সরকারি কর্মচারীরা। আর না হলে আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট (Supreme Court of India) এই মামলা নিয়ে কি সিদ্ধান্ত জানানো হয়, সেটাই এখন শেষ ভরসা সকলের।

Related Articles

Back to top button