Dearness Allowance: অবশেষে রাজ্য সরকারি কর্মীদের 7% বকেয়া DA ঘোষণা। বেসিক অনুযায়ী বেতন বৃদ্ধির পরিমাণ

Government Employees Dearness Allowance Hike

বছরের শেষে দাড়িয়ে বকেয়া ডিএ (Dearness Allowance) নিয়ে বড় আপডেট পাওয়া গেল সরকারি কর্মীদের (Government Employees) জন্য। কর্মীদের সুবিধা (Employee Benefits) দেওয়ার জন্য কেন্দ্র সরকার বা রাজ্য সরকারের তরফে বেতন ছাড়াও অনেক ধরনের ভাতা দেওয়া হয়ে থাকে। কিন্তু মুল্য বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে এই ভাতা বৃদ্ধি করা হচ্ছিলো না, সেই জন্য কর্মীদের মনে এক অসন্তোষ প্রকাশ পাচ্ছিল।

7 Percent Dearness Allowance Hike

অবশেষে নতুন বছরের শুভারম্ভে সরকারি কর্মীদের বাড়তে চলেছে মহার্ঘ ভাতা। এক লাফে ৭% ডিএ বৃদ্ধি (DA Hike News) আর এর ফলে একধাক্কায় অনেকটাই বেতন বাড়তে (Salary Hike) চলেছে। দীর্ঘদিন ধরেই রাজ্য সরকারি কর্মচারীরা, ডিএ বৃদ্ধির দাবিতে সরব হয়েছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। অনেক আন্দোলন, মিছিল, মিটিং এর পথ পেরিয়ে অবশেষে স্বস্তির খবর দিল গুজরাত রাজ্য সরকার।

বকেয়া DA বৃদ্ধির ঘোষনা

একদিকে যেমন কেন্দ্রীয় সরকার নভেম্বরের শুরুতে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। এর ফলে বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ হয়ে দাড়িয়েছে ৫৩ শতাংশ। কেন্দ্রের সাথে পা মিলিয়ে অন্যান্য রাজ্য সরকারও মহার্ঘ ভাতা বৃদ্ধি করেছে। ঠিক একই পথে হেটে গুজরাট সরকার (Government of Gujarat) ৭ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করলো।

রাজ্য সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি

এতদিন পর্যন্ত গুজরাটের রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় মহার্ঘ ভাতা পাচ্ছিলেন। ষষ্ঠ বেতন কমিশনের আওতায় গুজরাট রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার পরিমাণ ২৩৯ শতাংশ। এক ধাক্কায় ৭ শতাংশ ডিএ বৃদ্ধির ফলে বর্তমানে মোট DA এর পরিমাণ হয়ে দাড়িয়েছে ২৪৬ শতাংশ। রাজ্য সরকারি কর্মচারী এবং পেনশন ভোগীদের এই বর্ধিত ডিএ জানুয়ারি মাস থেকে কার্যকর করা হবে।

কারা এই DA পাবেন?

গুজরাটের যে সমস্ত সরকারি পঞ্চায়েত কর্মী এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী রয়েছেন তাদের জন্য এই ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে। আর শীঘ্রই এই বিষয়ে পেনশন দপ্তর থেকেও পেনশন ভোগীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

পশ্চিমবঙ্গের বকেয়া ডিএ?

অন্যদিকে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা বর্তমানে ১৪% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। ২০২৩ সালের ডিসেম্বর মাসে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল। এরপর ২০২৪ সালের লোকসভা নির্বাচনের সময় এপ্রিল মাসে আরও ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হয়েছিল।

পরপর দুইবার মহার্ঘ ভাতা বৃদ্ধির পরেও সরকারি কর্মচারীদের মোট প্রাপ্ত মহার্ঘ ভাতার পরিমাণ ১৪ শতাংশ। কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সাথে রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ এর পার্থক্য ৩৯ শতাংশ। এতটাই পার্থক্যর জন্য রাজ্য সরকারি কর্মচারীরা অনেকটাই ক্ষোভে রেগে রয়েছেন। অনেকেই আশা করে রয়েছে যে গত বছরের মত যদি এই বছরও ডিএ বৃদ্ধির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়, তাহলে আশানুরূপ একটা ফলাফল পাওয়া যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ নিয়ে জরুরী মিটিং। আজই সিদ্ধান্ত

যদিও শোনা যাচ্ছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে চলেছে আগামী বছরে, তবে এখনো পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) তরফ থেকে কোন সরকারি বিজ্ঞপ্তি ঘোষণা হয়নি। কেন্দ্রীয় সরকার থেকে শুরু করে অন্যান্য রাজ্য সরকার ডিএ বৃদ্ধি করলেও পশ্চিমবঙ্গ সরকার এখনো পর্যন্ত কোনো আশানুরূপ বিজ্ঞপ্তি প্রকাশ করেনি।

নতুন বছরে বেড়ে গেল ছুটি। সারা বছরের ছুটির তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। এক নজরে দেখে দিন কোন কোন দিন হলিডে

তবুও অনেকটাই অপেক্ষার মধ্যে রয়েছেন রাজ্য সরকারি কর্মচারীরা। দেখা যাক, ডিসেম্বরে শেষে বা জানুয়ারির শুরুতে ডিএ বৃদ্ধি নিয়ে কোন বিজ্ঞপ্তি আসে কিনা। এই রকম হলে অনেক সরকারি কর্মীদের অনেকটাই সুবিধা হবে এই মুল্য বৃদ্ধির মধ্যে। এবারে এই ব্যাপারে আরও কিছু জানতে হলে রাজ্য বাজেট ২০২৫ পর্যন্ত অপেক্ষা করতে হবে সকলকে।

Related Articles

Back to top button