পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন সঙ্গে ডবল বেতন বৃদ্ধি? নয়া আপডেট জেনে নিন
7th Pay Commission Salary Hike Employee Benefits
অবশেষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন তথা 7th Pay Commission নিয়ে খবর শুনতে পাওয়া গেল। বিগত অনেক বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ বৃদ্ধি (Dearness Allowance) নিয়ে সংঘাত চরমে উঠেছে এবং এরই সঙ্গে কলকাতা হাইকোর্টে নির্দেশ দেওয়া হলেও সরকার কর্মীদের বকেয়া না মিটিয়ে সুপ্রিম কোর্টের দারস্থ হয় আর এখন এই মামলার শুনানি অব্যাহত।
পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের সপ্তম বেতন কমিশন
চলতি মাসে ফের একবারের জন্য DA মামলার শুনানি আছে, এবারে অনেকেই অপেক্ষা করছেন যে আদৌ শুনানি হবে নাকি আগের বারের মত ফের নতুন তারিখ দেওয়া হবে! বিগত রাজ্য বাজেটে (West Bengal State Budget 2025) সরকারের তরফে ডিএ বৃদ্ধি করা হয়নি, আর তারপর সরকারি কর্মীরা অনেকটাই ক্ষোভের মধ্যে রয়েছেন। আর অনেক দিন ধরে সকলে বেতন বৃদ্ধি নিয়েও চিন্তায় রয়েছেন।
সম্ভাব্য বেতন বৃদ্ধির পরিমাণ
কিন্তু এই সকল কিছুর মধ্যেই কিছু সংবাদ মাধ্যম থেকে জানতে পাওয়া যাচ্ছে যে আর কিছু দিনের মধ্যে পশ্চিমবঙ্গে সপ্তম পে কমিশন লাগু হতে পারে! ইতি মধ্যেই কেন্দ্র সরকারের তরফে অষ্টম বেতন কমিশন নিয়ে ঘোষণা করা হয়ে গেছে আর আগামী বছর ২০২৬ এর আগে সেই নতুন বেতন কমিশন বসবে বলেও মনে করা হচ্ছে, তাই সেই পথে রাজ্য হাটে কিনা সেটাই তো দেখার অপেক্ষা।
পশ্চিমবঙ্গে ৭ম বেতন কমিশন কবে চালু হবে?
৮ম বেতন কমিশনের মতোই সপ্তম পে কমিশন লাগু হলে কর্মীদের বেতন ও পেনশন একধাক্কায় ডবলের কাছাকাছি পৌঁছে যাবে এবং তাতে DA না পেলেও কিছুটা হলেও ক্ষোভ মিটবে সকলের এমনটাই মনেকরা হচ্ছে, কিন্তু এখনও পর্যন্ত কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি এই নিয়ে। বর্তমানে রাজ্যের কর্মীরা ষষ্ঠ বেতন কমিশন অনুসারে মহার্ঘ ভাতা পাচ্ছেন যা কেন্দ্র সহ দেশের বাকি সকল রাজ্যের কর্মীদের থেকে অনেকটাই কম, তাই এবারে সপ্তম বেতন কমিশন অনুসারে মাইনে বৃদ্ধি পেলে সুবিধা হবে সকলের।
এর আগে রাজ্য ৬ষ্ঠ বেতন কমিশন ২০১৫ সালে ঘোষণা হলেও ২০১৯ সালে লাগু হয়েছিল। আর এই নতুন পে কমিশন এই বছরের দুর্গা পুজোর আগে শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু এই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে কিনা আগামী বিধানসভা ভোটের আগে সেই জানার জন্য সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সম্পূর্ণ বিষয়টাই সরকার ও মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ওপরে নির্ভর করছেন বর্তমানে।
এখন রাজ্যের সরকারি কর্মীদের সঙ্গে কেন্দ্র সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতার ফারাক অনেক। রাজ্যের কর্মীরা এখন ১৪% এবং আগামী এপ্রিল মাস থেকে ১৮% করে ভাতা পাবেন এবং কেন্দ্রের কর্মীরা ৫৩% করে ভাতা পাচ্ছেন এবং এই ফারাকের পরিমাণ ৩৯% তে গিয়ে পৌঁছিয়েছে এবং এপ্রিল থেকে এই ফারাক ৩৫% তে গিয়ে পৌঁছাবে। ২০১৫ এর পর থেকে ১০ বছর হয়ে যাওয়ার ফলে অনেকেই অপেক্ষা করছেন নতুন পে কমিশনের।