অবশেষে রাজ্য সরকারি কর্মীদের DA ও পদোন্নতি বন্ধ। 15 তারিখের আল্টিমেটাম
Dearness Allowance Employee Benefits
রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য এবারে কড়া সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারের দেওয়া এই কথা না মানলে এবার থেকে DA (Dearness Allowance) দেওয়া হবে না কর্মীদের। আগামী ১৫ ই ফেব্রুয়ারির মধ্যে সকলকে নিজেদের সম্পত্তির পুরো তথ্য জানাতে হবে। সরকারি কর্মীদের সুবিধার জন্য অনেক ধরনের সুবিধা প্রদান করা হয়, কিন্তু এরই সঙ্গে অনেক ধরনের নিয়মও পালন করার জন্য বলা হয়ে থাকে।
Government Employee Benefits
উল্লেখিত তারিখের মধ্যে যদি কেউ নিজেদের সকল সম্পত্তির তথ্য না দেন তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ১৫ তারিখ পর্যন্ত সরকারের তরফে সময় সীমা বৃদ্ধি করা হয়েছে। মুখ্যসচিবের তরফে কর্মীদের জন্য নির্দেশ দিয়ে জানানো হয়েছে যে, বিগত ৩১ শে জানুয়ারির মধ্যে এই সকল তথ্য জমা দেওয়ার কথা বলা হলেও প্রায় ৩ লক্ষের কাছাকাছি কর্মীরা নিজেদের সম্পত্তির পরিমানে হিসাব এখন দেননি।
রাজ্য সরকারি কর্মীদের DA বন্ধ!
তাই এই সময় আরও ১৫ দিন বৃদ্ধি করা হয়েছে সরকারের তরফে। আর এই খবরটি উত্তরপ্রদেশ সরকারের (Government of Uttarpradesh) তরফে ঘোষনা করা হয়েছে। আর এই কথা এবারেও না মানা হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি এবং হয়তো প্রাপ্য DA দেওয়াও বন্ধ করে দিতে পারে সরকার। এছাড়াও সেই রাজ্যের সকল গ্রুপ A ও গ্রুপ B কর্মীদের জন্য মুখ্যসচিব মনোজ কুমার সিং জানিয়েছেন।
পশ্চিমবঙ্গে শিক্ষকদের বেতন বৃদ্ধির সুখবর! রাজ্য বাজেটে প্রস্তাব
বকেয়া ডিএ পেতে নয়া নিয়ম
আগামী ২৮ শে ফেব্রুয়ারির মধ্যে হিউম্যান রিসোর্স পোর্টালে বছরের অনলাইন এন্ট্রি জমা দিতেই হবে কোন ধরনের কথা আর শোনা হবে না সরকারের তরফে। অনেকবার বলার পরেও অনেকেই এই কাজ না করে বসে আছেন। তাই সকল অফিসের প্রধানদের এই বিষয়ে নজর দেওয়ার কথা জানানো হয়েছে। আর এতবার বলার পরেও যদি কেউ এই কথা না শোনে তাহলে তার পদোন্নতি ও ডিএ বৃদ্ধিও করা হবে না।
সরকারি কর্মীদের জন্য বিরাট ঘোষণা! 25% ভাতা বৃদ্ধি করল রাজ্যে সরকার। কত টাকা অ্যাকাউন্টে ঢুকবে?
এই নোটিস জারি করার পরে অনেকেই মনে করছেন এটা আর কোন ফাকা আওয়াজ নয়! এবারে মাত্র আর কিছু দিনের মধ্যেই এই কাজ করতে হবে। কিন্তু সরকারের তরফে যদি পদোন্নতি ও DA আটকে দেওয়া হয় তাহলে আখেরে সমস্যার সম্মুখিন হতে হবে রাজ্য সরকারি কর্মীদের, তাই আর দেরি না করে সরকারের কথা অনুসরন করে নিজেদের সম্পত্তির তথ্য আপলোড করে দেওয়া উচিত।