মাত্র ২০০০ টাকার UPI লেনদেন করলেই একাউন্টে ক্যাশব্যাক ঢুকবে। Phonepe Google Pay গ্রাহকদের জন্য সুখবর

BHIM UPI Cashback Offers for Small Businesses

বর্তমানে অনলাইন লেনদেনের ক্ষেত্রে UPI (Unified Payment Interface) এক মাত্র মাধ্যম হয়ে উঠেছে। কারণ দিন দিন সকল মানুষ নগদ লেনদেন করতে চাইলেও বাজারে ক্যাশের জোগান কম থাকার জন্য খুচরোর সমস্যায় নাজেহাল হয়ে অনেকেই এই কাজ করতে পারছেন না। কিন্তু এমন অনেক মানুষ আছেন যারা নগদ লেনদেনের (Cash Transaction) ওপরেই নির্ভর।

UPI ব্যবহারকারীদের ক্যাশব্যাক অফার

কিন্তু এখন এক পরিসংখ্যান অনুসারে ২০২৫ সালে প্রায় ৫০ কোটিরও বেশি মানুষ এই ইউপিআই পেমেন্ট (UPI Payment) পরিষেবা ব্যবহার করছেন, আর প্রত্যেক দিন প্রায় ১ লক্ষ কোটি টাকার বেশি টাকা লেনদেন করা হয় এবং সময়ে সময়ে আরও  আর এবারে এই সকল গ্রাহকদের জন্য দারুণ দারুণ সুখবর দেওয়া হল। সেই সম্পর্কে আজকে আরও বিস্তারিত তথ্য সম্পর্কে জেনে নিতে চলেছি।

কারা ক্যাশব্যাক পাবেন?

দেশের সকল রকমের ডিজিটাল লেনদেনকে আরও জনপ্রিয় করে তোলার জন্য কেন্দ্রীয় সরকারের তরফে ২০০০ টাকার বেশি লেনদেন করলেই ক্যাশব্যাক বা ইনসেনটিভ দেওয়ার কথা চিন্তা করা হচ্ছে। কারণ এখন বেশিরভাগ ছোট থেকে বড় ব্যবসায়ীরা নিজেদের দোকানে কোন না কোন কোম্পানির QR Code লাগিয়ে রেখেছেন যাতে টাকা পেমেন্ট নিয়ে কোন সমস্যার সম্মুখীন না হতে হয়।

কিছু দিন আগে কেন্দ্রীয় মন্ত্রীসভার তরফে একটা সরকারি বৈঠক করা হয় এবং সেখানে জানানো হয় যে BHIM (Bharat Interface for Money) অ্যাপ বা বাকি সকল ইউপিআই ব্যবহার করার মাধ্যমে যারা কম মূল্যের টাকা লেনদেন করছেন তাদের ইনসেনটিভ বা ক্যাশব্যাক দেওয়া হবে। মুলত দেশের যেই সকল ছোট ও মাঝারি ব্যবসায়ীরা আছেন তাদের কথা ভেবে এমনটা করা হয়েছে।

ফিক্সড ডিপোজিটে সুদের হার ৯.৫০%! এই ৪ ব্যাংকে বিনিয়োগ করলে সর্বাধিক সুদ পাবেন

কত টাকা পাওয়া যাবে?

তাদের Person to Merchant এর মাধ্যমে লেনদেন করেন মানে – গ্রাহকদের থেকে টাকা নেন অনলাইনে তাদের সকলকে ২০০০ টাকার প্রতি লেনদেনে ০.১৫% টাকা পর্যন্ত ক্যাশব্যাক দেওয়া হবে। বিভিন্ন সুত্র মারফত পাওয়া খবর অনুসারে কেন্দ্রের তরফে এই রকম কোটি কোটি ব্যবসায়ীদের ক্যাশব্যাক দেওয়ার জন্য ১৫০০ কোটি টাকার ফান্ড বরাদ্দ করা হয়েছে বলে জানতে পাওয়া যাচ্ছে।

মাত্র 593 টাকা বিনিয়োগ করলে 1 লাখ টাকার রিটার্ন পাবেন। স্টেট ব্যাংকের  নতুন স্কিম।

এইটা একটা নতুন প্রকল্পের মাধ্যমে আনা হবে বলে মনে করছেন অনেকেই। আর ছোট বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশে ডিজিটাল লেনদেনের দিকে মানুষদের উৎসাহ আরও বৃদ্ধি করাটাই মূল লক্ষ্য। আর নগদ নিয়ে সমস্যাও অনেকটাই মিটে যাবে সকল মানুষদের। এই নিয়ে কিছু মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Related Articles

Back to top button