নারী দিবসে মহিলাদের ৩০০০ টাকা দিচ্ছে। লাডকি বাহিন যোজনায় অনলাইনে কিভাবে আবেদন করবেন?

Majhi Ladki Bahin Yojana

রাজ্যের মহিলারা নারী দিবসে ৩০০০ টাকা পাবে মাঝি লাডকি বাহিন যোজনায় (Majhi Ladki Bahin Yojana) আর এই নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য বিভিন্ন সরকারের তরফে নানা মহিলাদের জন্য সরকারি প্রকল্প নিয়ে আসা হচ্ছে যাতে তারা সমাজের মূল স্রোতে ফিরে এসে নিজেদের ইচ্ছা অনুসারে কাজ করতে পারে এবং তাদের কোন জিনিসের ওপরে নির্ভর করতে না হয়।

লাডকি বাহিন যোজনায় ৩০০০ টাকা

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে রাজ্যের ২৫ – ৬০ বছরের বয়সি মহিলাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প (Lakshmir Bhandar Scheme) নিয়ে আসা হয়েছে আর এই প্রকল্পের মাধ্যমে মাসে মাসে ১০০০ ও ১২০০ টাকা করে আর্থিক সাহায্য করা হয়ে থাকে। আর অনেকেই মনে করছেন যে আগামী ২০২৬ সালের ভোটের আগে এই ভাতা আরও বৃদ্ধি পেতে পারে।

মহিলাদের জন্য সরকারি প্রকল্প

কিন্তু আজকে এই ঘোষণা মহারাষ্ট্র সরকারের (Government of Maharastra) তরফে লাডকি বাহিন যোজনা প্রকল্পের মাধ্যমে এই ঘোষণা করা হয়েছে যে মহিলাদের ৩০০০ টাকা দেওয়া হবে। মহারাষ্ট্রের বিগত বিধানসভা ভোটের আগে এই স্কিম নিয়ে আসা হয়েছিল, যা অনেকেই পশ্চিমবঙ্গের লক্ষ্মী ভাণ্ডারের সঙ্গে তুলনা করেছিলেন এবং এই প্রকল্পের আদোলে অন্য অনেক স্কিম নিয়ে এসেছে বিভিন্ন রাজ্য সরকার।

এই স্কিমে মহিলাদের ১৫০০ টাকা করে দেওয়া হয়ে থাকে যার ফলে সেই রাজ্যের মহিলাদের খুব সুবিধা হয়। মহারাষ্ট্রের বাজেট ঘোষণার দিন উপ মুখ্যমন্ত্রী তথা অর্থমন্ত্রী অজিত পাওয়ার প্রায় ৬৫০০ কোটি টাকার মত বাজেট পেশ করে জানান, গ্রামীণ উন্নয়নে, শ্রম, জ্বালানি ও নগর উনয়নের জন্য বেশির ভাগ টাকা বরাদ্দ হয়েছে এবং এরই মধ্যে নারী দিবস উপলক্ষে মহিলাদের জন্য বড় সুখবর দেওয়া হয় সরকারের পক্ষ থেকে।

পশ্চিমবঙ্গে সব চিটফান্ডে টাকা ফেরত দেওয়া শুরু। কিভাবে নিজেদের কষ্টের টাকা ফেরত পাবেন দেখুন

পূর্বে উল্লেখিত প্রকল্প নিয়ে জানানো হয় যে আগামী ফেব্রুয়ারি ও মার্চ মাসের টাকা একেবারে Womens Day-র দিন দিয়ে দেওয়া হবে অর্থাৎ ১৫০০ + ১৫০০ = ৩০০০ টাকা একেবারে দেওয়া হবে সরকারের তরফে সকল মহিলাদের। মহিলা দিবসের দিন একেবারে এই টাকা পাওয়ার ফলে খুশি হবে মহিলারা। নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অদিতি তাতকার এইটা মহিলাদের জন্য দারুণ খবর বলে আখ্যায়িত করেছেন।

মাত্র 50 টাকায় পাবেন নতুন QR যুক্ত Pan Card! কিভাবে আবেদন করবেন? এক ক্লিকে জেনে নিন

কিন্তু যেই সকল মহিলাদের কোন না কোন কারণের জন্য এই টাকা দেওয়া বন্ধ হয়েছে তারা এই সুবিধা পাবেন না। আর সেই কারণের জন্য সরকারের জারি করা সকল নিয়ম মেনে ফের একবারের জন্য আবেদন করতে হবে মহিলাদের। তাহলে তারা আগামী দিনে মাসে মাসে লাডকি বাহিন যোজনায় ১৫০০ টাকা করে পেতে পারবেন এবং তাদের কিছুটা হলেও সুবিধা হবে এই প্রকল্পের মাধ্যমে। এই নিয়ে আপনাদের কোন মতামত থাকলে নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন।

Related Articles

Back to top button