সরকারি কর্মীদের বেতনবৃদ্ধি নিয়ে সুখবর। DA এর সাথে এবার ফিটমেন্ট ফ্যাক্টর ও বাড়ছে
Fitment Factor in 8th Pay Commission
এবারে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি (Salary Hike) নিয়ে অবশেষে দারুণ সুখবর পাওয়া যাবে বলে মনে করছেন অনেকেই। এছাড়াও অনেক দিন পর মহার্ঘ ভাতা (Dearness Allowance) নিয়েও সুখবর মিলবে এবারে। সরকারের সঙ্গে দীর্ঘ সময় ধরে এই বকেয়া ডিএ নিয়ে সমস্যা চলছিল কর্মীদের, তাই অনেক চিন্তা করার পর সরকারের তরফে এই সকল কিছু নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে কর্মীদের সুবিধার কথা মাথায় রেখে।
সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি
মুলত এই খুশির খবরটি কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য নেওয়া হয়েছে। এবারে অনেকেই মনে করছেন যে তাদের ফিটমেন্ট ফ্যাক্টর এবারে বাড়তে চলেছে। কেন্দ্রের তরফে অষ্টম বেতম কমিশন নিয়ে মঞ্জুরি দিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আগেই। আর এবারে ২০২৬ এর মধ্যে এই পে কমিশন লাগু হয়ে যাবে বলেই মনে করছেন অনেকে এবং এর ফলে অনেক দিনের দাবি কিছুটা হলেও পুরন হবে বলে মনে করছেন অনেকেই।
বাড়ছে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর?
কিন্তু এই পে কমিশন লাগু করার আগে কেন্দ্রের তরফে সকল মন্ত্রালয়ের থেকে অনুমোদন নেওয়া হবে এবং সকল কর্মী ও পেনশন ভোগীদের সংখ্যা ও হিসাব জেনে নিয়ে তবেই সিদ্ধান্ত নেওয়া হবে। বিগত সপ্তম বেতন কমিশনের সময় দেখা গিয়েছিল যে এই ফ্যাক্টরের ওপরে নির্ভর করে বেতন বাড়ানো হয়েছিলো। আর অনেকেই মনে করছেন যে এবারে এই সূচক ২.০ তে নিয়ে যাওয়া হতে পারে।
আর একবারের জন্য এমনটা হবে একধাক্কায় অনেকটাই বেতন ও পেনশন বৃদ্ধি পাবে কর্মীদের, শুধু এই নয় আরও সকল ধরনের ভাতাও বাড়বে এর মাধ্যমে এবং তাতে এই মূল্য বৃদ্ধির বাজারে সকলের সুবিধা হবে। কিন্তু এখনও সরকারের তরফে এই নিয়ে কোন তথ্যই জানানো হয়নি এবং সকলেই অপেক্ষা করে আছে যে কবে থেকে এই নিয়ে কোন সিদ্ধান্ত নেওয়া হবে ও নতুন পে কমিশন গঠন করা হবে।
বদলে যাচ্ছে UPI-তে টাকা লেনদেনের নিয়ম! এবার টাকা পাঠাবেন কিভাবে? নিয়ম না জানলে বিপদে পড়বেন
সরকারি চাকরিজীবীদের জন্য বড় খবর!
আর নতুন পে কমিশন (Pay Commission) গঠিত হলে সকলের DA থেকে শুরু করে পেনশন বৃদ্ধি হবে একেবারে। আর কেন্দ্রের তরফে এই কাজ করা হলে বাকি সকল রাজ্যের তরফেও এই সিদ্ধান্ত মানা হবে আর এই হিসাবে সকল রাজ্যের সরকারি কর্মচারীদেরও মাইনে বাড়বে বলেই মনে করছেন অনেকেই। আর এই ফ্যাক্টর যত বৃদ্ধি পাবে ততই আরও এই সকল ভাতা বৃদ্ধি পাবে।