Lakshmir Bhandar Prakalpa: এবারে লক্ষ্মীর ভান্ডারের আওতায় মিলবে ডবল টাকা, কারা পাবেন জেনে নিন।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পটি (Lakshmir Bhandar Prakalpa) বর্তমানে সমগ্র রাজ্যের মহিলাদের কাছে অন্যতম অবলম্বন হয়ে দাঁড়িয়েছে। লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আওতায় থাকা জেনারেল ও ওবিসি ক্যাটাগরিভক্ত মহিলাদের প্রতি মাসে ৫০০ টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতিভুক্ত মহিলাদের প্রত্যেক মাসে ১০০০ টাকা করে অনুদান দেওয়া হয়ে থাকে। ইতিপূর্বে বেশ কিছু সমস্যার কারণে নভেম্বর মাসের অনুদানের টাকা দিতে খানিকটা দেরি হয়েছিল, যার জেরে এই ডিসেম্বর মাসের টাকা কবে পাওয়া যাবে তা নিয়ে চিন্তায় রয়েছে রাজ্যের মহিলামহল। আর সমগ্র রাজ্যের গৃহলক্ষ্মীদের চিন্তা দূর করতেই লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এক নয়া আপডেট সামনে আনা হলো। লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত এই নতুন আপডেটে কারা ডিসেম্বর মাসে টাকা পেতে চলেছেন, কারা অতিরিক্ত টাকা পাবেন তা সম্পর্কিত বিস্তারিত তথ্য জানানো হয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক লক্ষ্মীর ভান্ডার সম্পর্কিত এই নতুন আপডেটে কি বলা হয়েছে:-
অ্যাকাউন্টে কবে আসবে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা? Lakshmir Bhandar Prakalpa
নবান্নের তরফে প্রকাশিত তথ্য অনুসারে জানা গিয়েছে যে, ডিসেম্বর মাসের অনুদান প্রদানের ক্ষেত্রে যাতে বিলম্ব না হয় তার জন্য এখন থেকেই তোড়জোড় শুরু করে দিয়েছেন সরকারি কর্মীরা। এমনকি টাকা দিতে যাতে বিন্দুমাত্র কালবিলম্ব না হয় তার দিকে বিশেষভাবে নজর দিচ্ছে রাজ্যের প্রশাসনিক কর্মকর্তারা। রাজ্য সরকারের তরকে প্রকাশিত তথ্য অনুসারে আরো জানা গিয়েছে যে, বিগত দিনে সমগ্র রাজ্যে যে সমস্ত দুয়ারে সরকার ক্যাম্পগুলি আয়োজন করা হয়েছিল তাতে যেসকল মহিলারা আবেদন জানিয়েছিলেন কিন্তু এখনও পর্যন্ত অনুদানের টাকা পাননি তাদের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অনুদান প্রদানের জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। সুতরাং, এই চলতি মাসেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে অনুদান পাবেন এই সকল মহিলারা।
শুধু তাই নয়, এর পাশাপাশি আরও জানা গিয়েছে যে, কয়েকটি ধাপে ডিসেম্বর মাসের অনুদানের টাকা পাবেন মহিলারা। যেহেতু এই চলতি মাসে নতুন আবেদনকারী থেকে শুরু করে পুরোনো আবেদনকারী সকলকেই অনুদান প্রদান করা হবে তাই রাজ্যব্যাপী লক্ষ্মীর ভান্ডার আওতাধীন সমস্ত মহিলাদের অনুদানের টাকা দিতে বেশ কিছুটা সময় প্রয়োজন হবে। এক্ষেত্রে আরো জানা গিয়েছে যে, যেসকল পুরনো আবেদনকারীদের লক্ষ্মীর ভান্ডারের ক্ষেত্রে বেশ কিছু সমস্যা ছিল সেই সকল সমস্যার সমাধান করে এই ডিসেম্বর মাস থেকেই অনুদান প্রদানের প্রক্রিয়া কার্যকর করা হবে। ফলত এইসকল মহিলারা লক্ষ্মীর ভান্ডারের আওতায় দ্বিগুন টাকা পাবেন। মূলত এইসকল মহিলাদের অ্যাকাউন্টে সমস্যা থাকার কারণে বিগত মাসে তারা টাকা পায়নি, আর তাই এই মাসে একেবারে দুই মাসের টাকা প্রদান করা হবে।
নবান্ন সূত্রে প্রকাশিত খবরে দাবী করা হয়েছে যে, ৮ ই ডিসেম্বর, ২০২৩ তারিখ থেকে লক্ষ্মীর ভান্ডারের আওতাধীন মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা জমা পড়তে চলেছে। তবে কোনো কারণে যদি কোনোরূপ সমস্যা সৃষ্টি হয় তাহলে রাজ্য সরকারের নির্দেশ অনুসারে অনুদান দেওয়ার তারিখ পরিবর্তন করা হতে পারে। প্রসঙ্গত উল্লেখ্য, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অধীনে থাকা সমস্ত মহিলাদের যাতে একই পরিমাণ অনুদান দেওয়া হয় অর্থাৎ জেনারেল এবং ওবিসি ক্যাটাগরিভক্ত মহিলারাও যাতে ১ হাজার টাকা করে অনুদান পেতে পারে তা নিয়ে বারংবার দাবি তুলেছেন রাজ্যের গৃহলক্ষ্মীরা। তবে শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত মহিলারা নয়, রাজনৈতিক মহলের বিশিষ্ট ব্যক্তিত্বরাও এই বিষয়টি নিয়ে দাবি তুলেছেন। আবার অনেকেই জেনারেল ও ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলাদের ৭৫০ টাকার অনুদান দেওয়ার দাবি তুলেছিলেন। যদিও কয়েকটি সূত্র দাবি করা হয়েছিল যে, এই চলতি মাসে রাজ্যের জেনারেল ও বিশেষ সম্প্রদায় ভুক্ত মহিলাদের অনুদানের পরিমাণ ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫০ টাকা করা হবে, তবে তা হবে না বলেই জানানো হয়েছে রাজ্য সরকারের তরফে।
এবার থেকে কেনা যাবে না একের বেশি সিম। নতুন নিয়ম আনলো কেন্দ্র।
রাজ্য সরকারের তরফে প্রকাশিত তথ্য অনুসারে, এই বিষয়টি এখনও বিবেচনাধীন রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মতি মিললে তবেই লক্ষ্মীর ভান্ডারের আওতাভুক্ত জেনারেল ও ওবিসি ক্যাটাগরিভুক্ত মহিলাদের ৭৫০ টাকা করে দেওয়া হবে। রাজ্যের মহিলাদের উদ্দেশ্যে আরও জানিয়ে রাখি যে, লক্ষ্মীর ভান্ডারের অধীনে টাকা পেতে গেলে মহিলাদের সিঙ্গেল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিংক থাকতে হবে, নতুবা লক্ষ্মীর ভান্ডারের অধীনে টাকা পাওয়া যাবে না। সুতরাং, স্বাস্থ্যসাথী কার্ড না থাকলেও ব্যাংক অ্যাকাউন্ট যাতে ঠিক থাকে সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে মহিলাদের, অন্যথায় লক্ষ্মীর ভান্ডারের আওতায় অনুদান পাবেন না। তবে যেসকল মহিলারা ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করেছেন এবং লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সমস্ত নিয়ম মেনে চলছেন তারাই একমাত্র এই প্রকল্পের অধীনে অনুদান পাবেন, এমনটাই জানানো হয়েছে মুখ্যসচিবের তরফে।