সবচেয়ে বেশি মোবাইলে ব্যস্ত থাকেন কোন দেশের মানুষ? কোথায় রইলো ভারত? জানুন

Most Mobile Users Country

বাংলা অ্যাকাডেমি ডেস্ক : পিরিতি কাঁঠালের আঠা? নাকি মোবাইল (Mobile)? দিনরাত এক করে মোবাইলে মুখ গুঁজে পরে থাকা মানুষের সংখ্যা বিশ্ব জুড়ে কম নয়।একবার এই অ্যাপ, আবার একবার ওই অ্যাপ। এক চলে সারাদিন। চ্যাটিং থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ায় নিউজ ফিড স্ক্রলিং এইসব আজকালকার দিনে সব সময়ই চোখে পড়ে।

রোজ সারাদিন মোবাইলের ব্যবহার (Mobile Uses)

একসময় ছোটদের মোবাইলের (Mobile) নেশা দেখে বিরক্ত হতেন বড়রা। এখন তাঁরাও তালে তাল মিলিয়ে ফোনের নেশায় মত্ত। শুধু ভারতে নয়, এই অবস্থা বিশ্বজুড়ে। যদিও অতিরিক্ত ফোন ব্যবহার করার তালিকায় সবচেয়ে প্রথমে নাম রয়েছে ইন্দোনেশিয়ার। সেই তালিকায় ভারতের (India) জায়গা ৬ নম্বরে।

1 জানুয়ারি থেকে একাউন্টে 10000 টাকার বেশি থাকলে টাকা কাটবে। নতুন নিয়ম জেনে নিন

ইওয়াই এবং এফআইসিসিআই সম্প্রতি কোন দেশের মানুষ কতক্ষণ মোবাইলের (Mobile) অ্যাপগুলিতে সময় কাটায় সেই নিয়ে সমীক্ষা করে। সেই রিপোর্ট অনুসারে প্রথম স্থান রয়েছে ইন্দোনেশিয়া। এই দেশের মানুষ বিভিন্ন অ্যাপে গড়ে ৬.১ ঘন্টা সময় কাটান। দ্বিতীয় স্থানে রয়েছে থাইল্যান্ড সেই দেশের মানুষ আবার বিভিন্ন অ্যাপের পেছনে সারাদিনে ৫.৬ ঘন্টা ব্যয় করেন।

বাংলা আবাস যোজনা ঘরের নতুন লিস্ট প্রকাশিত। সকলের মোবাইলে SMS যাচ্ছে, যারা SMS পাননি তারা কি করবেন?

তৃতীয় স্থানে মেসির দেশ আর্জেন্টিনা। ৫.৩ ঘন্টা সময় ফোনের পিছনে কাটিয়ে দেন এই দেশের মানুষ। চতুর্থ স্থানে থাকা সৌদি আরবের নাগরিকরাও ৫.৩ ঘণ্টা সময় মোবাইলের পিছনে ব্যয় করেন। পঞ্চম স্থানে ব্রাজিল। দিনের মধ্যে প্রায় ৫ ঘণ্টা মোবাইল ফোনের সঙ্গেই কাটান সেই দেশের মানুষ। আর ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। এদেশের মানুষ মোবাইলের পেছনে সারাদিনে সময় দেন ৪.৮ ঘণ্টা।

Related Articles

Back to top button