ঘোষণা হলেও সরকারি কর্মীদের DA ও বেতন বৃদ্ধি নিয়ে নয়া জটিলতা।

Government Employees News

অনেক দিন ধরেই সরকারি কর্মীদের বকেয়া DA নিয়ে সরকারের সঙ্গে বিবাদ চরমে উঠেছে, আর এই কারণের জন্য তাদের বেতন বৃদ্ধিও (Salary Hike) আটকে রয়েছে। মুলত পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা মামলা সুপ্রিম কোর্টে (Supreme Court of India) বিচারাধীন রয়েছে, কিন্তু একের পর এক শুনানির তারিখ পিছিয়ে যাওয়ার জন্য কোন সমাধান সুত্র পাওয়া যাচ্ছে না।

সরকারি কর্মীদের অষ্টম বেতন কমিশন

কিন্তু আজকে এই আলোচনা কেন্দ্র সরকারের সকল কর্মীদের জন্য। কিছু দিন আগের নতুন পে কমিশন গঠন করা হয়েছে এবং এই ২০২৬ সালের মধ্যেই এই কমিশন কার্যকর হবে এমনটাই জানিয়েছে কেন্দ্র সরকার। আর একবারের জন্য এইটা কার্যকর করা হয়ে গেলে একধাক্কায় অনেকটাই বৃদ্ধি পেয়ে যাবে বেতন। কিন্তু বেতন বৃদ্ধি ফিটমেন্ট ফ্যাক্টরের ওপরে নির্ভর করে থাকে।

কেন্দ্র সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধি

এর আগে সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ কে মাথায় রেখে গঠন কড়া হয়েছিল। আর সেই কারণের জন্য একেবারে নুন্যতম বেতন ১৮০০০ টাকা হয়ে গেছিলো ও বাড়ি ভাড়া ভাতা (HRA) অনেকটাই বেড়ে গিয়ে লেভেল ১ এর কর্মীদের মোট বেতন ৩৬০০০ টাকা হয়েছিল। কিন্তু এবারে নতুন কমিশনে এই হিসাব ২.৮৬ করা হয়েছিল।
তাই এই হিসাবে করা হলে আখেরে এই বেতন ১৭৯৯০ টাকা থেকে বৃদ্ধি পেয়ে ৫১৪৫১ টাকা হয়ে যাবে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের একাউন্টে ঢুকবে ডবল টাকা। অবশেষে কিছুটা হলেও দাবি পূরণ

কিন্তু এবারে এমনটা হওয়ার সম্ভাবনা অনেকটাই কম বলে মনে করছেন অনেকে। কিন্তু অনেক কর্মীদের কথা অনুসারে তারা মনে করছেন যে এবারে ৩৬০০০ টাকা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। কিন্তু অন্তত ২.০ ফিটমেন্ট ফ্যাক্টর থাকবে বলেই আশা করছেন অনেক কর্মীরা তাহলেও অনেকটাই বেতন বাড়বে এবারে এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু এই সকল কিছু সম্পর্কে এই বাজেটে সরকারের তরফে কিছু ঘোষণা করা হয়নি।

কম সময়ে দ্রুত টাকা দ্বিগুন করতে এই স্কীমে বিনিয়োগ করুন।

কবে এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে সেই নিয়ে চরম ধোঁয়াশা রয়েছে সকলের মধ্যে। তাহলে এবারে ২.০ হিসাবে কত টাকা মাইনে বাড়তে পারে। লেভেল ৩ কর্মীদের ৪৩৪০০ টাকা, লেভেল ৪ এর কর্মীদের ৫১০০০ টাকা, লেভেল ৫ ও টেকনিক্যাল কর্মীদের ৫৮৮০০, লেভেল ৬ এ থাকা ৭০৮০০। লেভেল ৭ কর্মীদের ৮৯৮০০, লেভেল ৮ কর্মীদের ৯৫২০০ টাকা, লেভেল ৯ কর্মীদের ১ লাখ ৬০০০ টাকা ও লেভেল ১০ কর্মীদের ১ লাখ ১২ হাজার টাকা হতে পারে বলেই মনে করছেন অনেকেই।

Related Articles

Back to top button