রান্নার গ্যাসের দাম কমলো। LPG Gas সিলিন্ডারের নতুন দাম কতো হলো?

New LPG Price in February 2025

১লা ফেব্রুয়ারি কেন্দ্র বাজেট ২০২৫ (Union Budget 2025) ঘোষনার দিন রান্নার গ্যাসের দাম (LPG Gas Price) কমে গেল। এখন দিন দিন সকল জিনিসপত্রের দাম বেড়েই চলেছে, আর এরই সঙ্গে পাল্লা দিচ্ছে রান্নার গ্যাসের দাম। বিগত কিছু বছরে এই দাম কমার বদলে উল্টে অনেকটাই বৃদ্ধি পেয়ে গেছে। আজ বাজেটে এই নিয়ে কোন বড় সুরাহা দেশের আমজনতাকে দেওয়া হবে কিনা সেই দিকেই নজর সকলের (Liquefied Petroleum Gas).

My LPG Gas Price

কিন্তু মাসে শুরুতেই সকল সরকারি তেল কোম্পানি গুলির তরফে এই গ্যাসের দাম ৭ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। যেই কারনে কিছুটা হলেও সুবিধা হবে মানুষদের এমনটাই মনে করা হচ্ছে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (PM Ujjwala Yojana) স্কিমের মাধ্যমে BPL তালিকার মানুষদের জন্য সুবিধা দেওয়া হলেও, বাকি সকল আম নাগরিকদের জন্য এমন কোন সুবিধা নেই তাই তাদের খুব সমস্যা হচ্ছে।

রান্নার গ্যাসের দাম

কিন্তু মুলত বানিজ্যিক রান্নার গ্যাসের দাম কমেছে, বাড়িতে ব্যবহার করা গ্যাসের দামে কোন ধরনের বদল করা হয়নি। তাই প্রত্যক্ষ ভাবে মধ্যবিত্তদের সুবিধা না হলেও পরোক্ষ ভাবে কিছুটা হলেও সুবিধা হবে। কারন প্রত্যেক মাসেই কোন না কোন উৎসব লেগেই থাকে। আর এই সময়ে অনেকেই হোটেল বা অন্য স্থানে ফাস্ট ফুড খেতে পছন্দ করেন, আর বানিজ্যিক গ্যাসের দাম বৃদ্ধি পেলে খাবারের দামও বেড়ে যেত। কিন্তু এবারে এই দাম কিছুটা হলেও কমার সম্ভাবনা রয়েছে, তাই সরাসরি না হলেও একদিক থেকে সুরাহা হল সকলের।

রাজ্য বাজেটে সরকারি কর্মীদের বকেয়া DA, প্যারাটিচার ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি। কাদের কতটা বাড়ছে?

রান্নার গ্যাসের দামের তালিকা

IOCL (Indian Oil Corporation Limited) এর ওয়েবসাইট অনুসারে নতুন দাম

  • কলকাতায় নতুন দাম ১৯১১
  • মুম্বাইতে দাম হয়েছে ১৭৫৬
  • দেশের রাজধানী নয়া দিল্লিতে ১৭৯৭
  • চেন্নাইতে এই দাম ১৯৬৬ টাকা।

কিন্তু ১৪ কেজি বাড়িতে ব্যবহার করা সিলিন্ডারের দাম কলকাতায় ৮২৯ টাকা, দিল্লিতে ৮৪০ টাকা, মুম্বাইতে ৮০২ ও চেন্নাইতে ৮১৫ টাকা। তাই এইমাসে আর কোন ধরনের ছাড় পাওয়া সম্ভব নয় এই দামে এমনটাই মনে করছেন অনেকে।

বন্ধ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্প? কী বলছেন মুখ্যমন্ত্রী? এবার তাহলে স্বাস্থ্য সংক্রান্ত সুবিধা মিলবে কিভাবে

কিন্তু আজকে বাজেট ঘোষনার সময়ে কেন্দ্র সরকারের তরফে কোন ধরনের ভর্তুকি দেওয়া হয় কিনা সেই নিয়ে অপেক্ষায় রয়েছেন অনেকেই। আর এবারে শুধু রান্নার গ্যাস নয় অনেক ধরনের আশা করে রয়েছে দেশের বিভিন্ন ধরনের মানুষেরা। এবারে এটাই দেখার অপেক্ষা যে সরকারের তরফে কতটা কি আশা পুরন করা হয়। তাই বাড়িতে ব্যবহারকারি গ্যাসের দাম (LPG Price) নিয়ে কিছু সুরাহা হয় কিনা সেইটাই এখন দেখার অপেক্ষা।

Related Articles

Back to top button