LPG Gas Price: মাসের শুরুতেই গ্যাসের দামে এলো বিরাট পরিবর্তন! মোট ১৩৮ টাকারও কমে কিনতে পারবেন LPG গ্যাস সিলিন্ডার
LPG Gas Cylinder Price
মাসের শুরুতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) এক ধাক্কায় অনেকটা কমলো! মধ্যবিত্তদের জীবনে এবার আসতে চলেছে স্বস্তির খবর। এই মাসেই অত্যন্ত কম দামে LPG Gas Cylinder কিনে নিতে পারবেন আপনি। প্রতি মাসের প্রথম দিনে তেল বিতরণকারী সংস্থাগুলির তরফে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) নির্ধারণ করা হয়। দেশের প্রতিটি শহরে মূল্যবৃদ্ধির হিসাব অনুসারে গ্যাস সিলিন্ডারের দাম প্রকাশ করে দেওয়া হয়। গোটা মাস ধরে ওই শহরে সেই নির্দিষ্ট দামেই বিক্রি হয় এলপিজি গ্যাস সিলিন্ডার (Gas Cylinder). বর্তমানে রান্নার কাজে প্রায় প্রতিটি বাড়িতেই গ্যাস সিলিন্ডারের প্রয়োজন রয়েছে। কিন্তু অনেক সময়ই মূল্য বৃদ্ধির কারণে চিন্তায় পড়ে যান মধ্যবিত্ত পরিবার গুলি। তবে এবারে অনেকটাই স্বস্তি মিলল সেই সমস্ত মানুষদের।
LPG Gas Price Cut
জুলাই মাস শুরু হতেই এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) এক ধাক্কায় ৫৮.৫০ টাকা করে কমে গিয়েছে। আজ অর্থাৎ জুলাই মাসের ১ তারিখের পর থেকে গোটা মাস জুড়ে এই সংশোধিত দামেই বিক্রি হতে চলেছে রান্নার এলপিজি গ্যাস সিলিন্ডার। তবে এই দাম কমায় সাধারণ মধ্যবিত্ত গৃহস্থালিগুলির খরচে কোনোরকম পরিবর্তন আসেনি। এর মূল কারণ হলো, এই মাসে বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এর দাম একেবারেই অপরিবর্তিত রয়েছে।
তাহলে কোন গ্যাস সিলিন্ডারের দাম কমলো?
আসলে, এএনআই সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জুলাই মাসের ১ তারিখ থেকেই ব্যবসায়ীদের রান্নার কাজে ব্যবহৃত নীল এলপিজি গ্যাস সিলিন্ডার (Commercial Gas Cylinder) এর দাম বেশ অনেকটাই কমেছে। এর ফলে ক্ষুদ্র ব্যবসায়ীরা বিপুল পরিমাণে লাভবান হবেন বলে মনে করা হচ্ছে।
কৃষকদের প্রতিমাসে মিলবে 3000 টাকা
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দামে ক্রমাগত পরিবর্তন
২০২৫ সালের শুরু থেকেই বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারে (Commercial Gas Cylinder) এর দাম কমতে দেখা গিয়েছে। এপ্রিল মাসে ৪১ টাকা কমেছিল ১৯ কেজির নীল গ্যাস সিলিন্ডারের দাম। এরপর মে মাসেও আরও কিছুটা দাম কমে এই গ্যাস সিলিন্ডারের। বিগত মাসে চব্বিশ টাকা কমেছিল বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। আবার এই মাসে অর্থাৎ জুলাই এর শুরুতেও অনেকটাই দাম কমলো গ্যাস সিলিন্ডারের। সব মিলিয়ে পর পর চার মাসে ১৯ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারে মোট ১৩৮ টাকারও বেশি দামে ঘাটতি দেখা গিয়েছে।
কোন শহরে কত টাকা দাম কমলো?
🔸 ভারতের মুম্বাইতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম (LPG Gas Price) ১৬৭৫.৫০ টাকা থেকে ১৬১৬ টাকায় নেমে এসেছে।
🔸 কলকাতায় বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে হয়েছে ১৭৬৯ টাকা।
🔸 অপরদিকে দিল্লিতে ৫৮.৫০ টাকা দাম কমে সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১৬৬৫ টাকায়।
🔸 আর চেন্নাইতে এই দাম হল ১৮২৩.৫০ টাকা।
রান্নার গ্যাসের দাম কমার কারন
ভারতবর্ষে ব্যবসার অগ্রগতির জন্য সরকারের তরফে একাধিক প্রচেষ্টা চালানো হয়। মূলত দেশের LPG গ্যাস সিলিন্ডারের উপর নির্ভরশীল ক্ষুদ্র ব্যবসায়ীদের খরচ বেশ কিছুটা কমানোর জন্যই এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে। মূলত যে এলাকায় বিপুল পরিমাণে মুদ্রাস্ফীতি (Inflation) হচ্ছে, সেই জায়গায় উল্লেখযোগ্য পরিমাণে দাম (LPG Gas Price) কমানোর চেষ্টা চালাচ্ছে তেল বিতরণকারী সংস্থাগুলি। এর ফলে দেশের সামগ্রিক অগ্রগতি হবে বলে মনে করছেন অনেকেই।
১৪ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম
বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম গত চার মাস ধরে ক্রমাগত কমতে থাকলেও, ঘরোয়া এলপিজি গ্যাস সিলিন্ডার (LPG Gas Cylinder) এর দামে ১ টাকাও পরিবর্তন দেখা যায়নি। গত এপ্রিল মাসে ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ৫০ টাকা বাড়ানো হয়েছিল। তারপর থেকে গত তিন মাস ধরে একই দাম রয়েছে বাড়িতে ব্যবহৃত গ্যাস সিলিন্ডারের।
উপসংহার
গোটা দেশজুড়ে মূলত মেগা শহর (Mega City) গুলিতে এলপিজি গ্যাস সিলিন্ডারের ক্রমাগত মূল্য হ্রাসে বিপুল পরিমাণে ব্যবসায়ীরা সুবিধা পাচ্ছেন বলে জানা যাচ্ছে। যদিও এর পাশাপাশি বাড়িতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম না কমার কারণে অনেক সময় এই চিন্তায় পড়ে যাচ্ছেন মধ্যবিত্ত পরিবার গুলি। তবে দেশের অগ্রগতির জন্য ব্যবসায়িক গ্যাস সিলিন্ডারের দাম কমানোতে যথেষ্ট পরিমাণে লাভবান হবেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাই এটি কেউ একটি দুর্দান্ত সুযোগ বলেও মনে করছেন বিশেষজ্ঞরা।