Free Internet: নতুন বছরে টানা 1 মাস ফ্রি ইন্টারনেট দেওয়ার ঘোষণা। কিভাবে পাবেন এই অফার?
BSNL Fiber Basic Neo Broadband Internet
টেলিকম গ্রাহকদের জন্য ফ্রি ইন্টারনেট (Free Internet) নিয়ে ২০২৪ সালের শেষ প্রাক্কালে এসে দারুন সুখবর। নতুন বছর শুরুর আগেই বিভিন্ন মোবাইল টেলিকম কোম্পানি গুলো গ্রাহকদের জন্য বিভিন্ন রকম স্বল্প মূল্যে একাধিক সুবিধা যুক্ত প্ল্যান অফার করে। বছর শেষের লগ্নে দেশের বৃহত্তম সরকারি টেলিকম কোম্পানি BSNL একটি দুর্দান্ত রিচার্জ প্ল্যান (Broadband Internet Recharge Plan 2025) নিয়ে এসেছে কোটি কোটি গ্রাহকদের জন্য।
BSNL Bharat Fiber Provide Free Internet
এই প্ল্যানে আপনি কম দামে পেয়ে যাচ্ছেন এক মাসের ফ্রি ইন্টারনেটের সুবিধা। আপনি যদি কম টাকার রিচার্জ করে উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহার করতে চান, তাহলে এই রিচার্জ প্ল্যানটি আপনার জন্য একদম উপযুক্ত হবে। আপনি যদি একজন BSNL গ্রাহক হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও বাকি সকল গ্রাহকরাও নতুন প্ল্যান সম্পর্কে বিস্তারিত জানতে সম্পূর্ণ প্রতিবেদনটি মনোযোগ সহকারে পড়ুন।
কিছু দিন আগেও Reliance Jio এবং Bharti Airtel টেলিকম কোম্পানি যেখানে রিচার্জের দাম অনেকটা বাড়িয়ে দিয়েছিল, ঠিক সেই সময়ও বিএসএনএল রিচার্জ প্ল্যানের দাম অনেকটাই কম রেখেছিল গ্রাহকদের সুবিধার জন্য। এই জন্য অনেক গ্রাহক পুনরায় BSNL কে আবার পছন্দের লিস্টে রাখতে শুরু করেছেন। বিএসএনএল বরাবরই গ্রাহকদের জন্য স্বল্প মূল্যে বিশেষ অফার দিয়ে থাকে, বছর শেষ হয়ে একটি ধামাকাদার প্ল্যান নিয়ে এসেছে গ্রাহকদের জন্য।
BSNL ব্রডব্যান্ড কানেকশন ব্যবহার করেন যারা, তাদের জন্য একটি বিশেষ অফার রয়েছে। আপনি যদি BSNL-র ফাইবার বেসিক নিও এবং ফাইবার বেসিক ব্রডব্যান্ড প্ল্যানে রিচার্জ করেন, তাহলে এক মাসের জন্য বিনামুল্যে ইন্টারনেট পেয়ে যাবেন। তবে একটি শর্ত রয়েছে, আপনাকে একই সাথে তিন মাসের জন্য রিচার্জ করাতে হবে। এই অফারটি প্রযোজ্য হবে ৩১ শে ডিসেম্বর, ২০২৪ তারিখ পর্যন্ত, এই রিচার্জের জন্য রিচার্জের জন্য খরচ পড়বে ৪৪৯ টাকা।
Fiber Basic Neo Plan Benefits
- এক মাসের জন্য ফ্রি ইন্টারনেটের সুবিধা।
- মাসে 3.3 TB বা 3300 GB ডেটা পাওয়ার সুযোগ।
- 30 MBPS স্পিডযুক্ত ইন্টারনেটের সুবিধা। ডেটা শেষ হলেও ইন্টারনেট বন্ধ হবে না, গতি কমে হবে 4 MBPS, তবুও আপনার ইন্টারনেট চলবে।
- আনলিমিটেড লোকাল ও STD কলের সুবিধা মিলবে।
- ৩ মাসের জন্য রিচার্জ করলে 50 INR ছাড় পাওয়া যাবে।
সারা ভারতে বদলে যাচ্ছে মোবাইল ব্যাবহারের নিয়ম। Jio Airtel VI BSNL সকল গ্রাহকদের এই নিয়ম মানতে হবে
Fiber Basic Plan Benefits
- তিনমাসের জন্য রিচার্জ করলে পারবেনা এক মাসের জন্য ফ্রি ইন্টারনেটের সুযোগ।
- 3.3 TB বা 3300 GB ডেটা
- 50 MBPS গতিতে ইন্টারনেটের সুবিধা, এছাড়াও ডেটা শেষ হলেও কম গতিযুক্ত ইন্টারনেট ব্যবহার করার সুযোগ।
- যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলের সুবিধা মিলবে
- 3 মাসের জন্য রিচার্জ করলে 100 ছাড় পাওয়া যাবে।
কমে যাচ্ছে সমস্ত রিচার্জ প্ল্যানের দাম। সস্তা হবে Jio, Airtel, VI, মোবাইলের খরচ অনেকটাই কমে গেল
এই অফারটি পেতে হলে BSNL এর অফিসিয়াল ওয়েবসাইট বা নিকটস্থ BSNL স্টোর থেকে এই প্ল্যানে রিচার্জ করতে হবে। নূন্যতম ৩ মাসের জন্য রিচার্জ করলে এই ইন্টারনেটের সুবিধা মিলবে। যে সমস্ত বিএসএনএল গ্রাহক অল্প মূল্যে উচ্চগতি সম্পন্ন ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে ইচ্ছুক, তাদের জন্য এই প্ল্যান একদম উপযোগী। আপনিও যদি একজন বিএসএনএল গ্রাহক হয়ে থাকেন, তাহলে ৩১ শে ডিসেম্বরের মধ্যে রিচার্জ করুন।