বাড়িতে বসেই মাত্র ২ মিনিটে লোকাল ট্রেনের টিকিট বুক করুন।

ভারতে বসবাসকারী অধিকাংশ নাগরিকই কাছে হোক বা দূরে যেকোন ক্ষেত্রে যাতায়াতের জন্য প্রধান মাধ্যম হিসেবে ট্রেনকে বেছে নিয়েছে। ভারতীয় রেলের তরফে প্রকাশিত রিপোর্ট অনুসারে প্রত্যেকদিন কয়েক লক্ষ সাধারণ মানুষ ট্রেনের মাধ্যমে বিভিন্ন ক্ষেত্রে যাত্রা করে থাকেন। আর এক্ষেত্রে লোকাল ট্রেনগুলির ভূমিকা বিশেষভাবে উল্লেখযোগ্য। তবে দেশের বিভিন্ন ক্ষেত্রের স্টেশনগুলির টিকিট কাউন্টারে মানুষের ভিড় উপচে পড়ে। অনেক ক্ষেত্রে ই এই লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার চক্করে বহু সংখ্যক মানুষ ট্রেন মিস করেন। আর তাতেই প্রত্যেক দিন প্রচুর সংখ্যক মানুষকে কর্মক্ষেত্রে হোক বা অন্য যে কোন গুরুত্বপূর্ণ জায়গায় নানাভাবে হয়রানির শিকার হতে হয়।

ভারতীয় নাগরিকদের এই সমস্ত সমস্যার কথা মাথায় রেখেই এমন এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে যার মাধ্যমে আপনারা বাড়িতে বসেই মাত্র 2 মিনিটে নিজের ট্রেনের টিকিট বুক করে নিতে পারবেন। আজ্ঞে হ্যাঁ, ভারতীয় নাগরিকদের নানাবিধ সমস্যা সমাধানের জন্য ভারতীয় রেলের তরফে এক বিশেষ পদ্ধতি কার্যকর করা হয়েছে যার মাধ্যমে বাড়িতে বসেই লোকাল ট্রেনের টিকিট বুক করে নিতে পারবেন। ভারতীয় রেলের তরফে কার্যকর এই নতুন অ্যাপটি সমগ্র ভারতের সাধারণ মানুষের কাছে UTS অ্যাপ নামেই বিশেষ পরিচিতি লাভ করেছে।

ভারতীয় রেলের নিত্য যাত্রীদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, কোন কোন ক্ষেত্রের যাত্রীরা এই অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন তা ভারতীয় রেলের তরফে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। চলুন তবে জেনে নেওয়া যাক,

কোন কোন ক্ষেত্রের যাত্রীরা UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন:-

ভারতীয় রেলের তরফে কার্যকরী নতুন নিয়মে জানানো হয়েছে যে, যেসকল যাত্রীরা শহরতলীর নির্দিষ্ট স্টেশনের ৫ কিলোমিটার এলাকার মধ্যে বসবাস করেন তারা এই UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন। তবে শহরতলীর বাইরে বসবাসকারী ট্রেনের নিত্য যাত্রীদের সুবিধার দিকটি মাথায় রেখে রেল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে যে, শহরতলীর বাইরে একটি নির্দিষ্ট স্টেশনের ২০ কিলোমিটার এলাকার মধ্যে বসবাসকারী যাত্রীরা UTS অ্যাপের মাধ্যমে যেকোনো লোকাল ট্রেনের টিকিট বুক করতে পারবেন।

UTS অ্যাপের মাধ্যমে টিকিট বুক করলে কি কি সুবিধা পাওয়া যায়?

ভারতীয় রেলের তরফে প্রকাশিত তথ্যে জানা গিয়েছে যে, UTS অ্যাপের মাধ্যমে লোকাল ট্রেনের টিকিট বুকিং ছাড়াও সাধারণ টিকিট, প্ল্যাটফর্ম টিকিট, সিজন টিকিট কিংবা মাসিক টিকিট এবং QR বুকিং করা সম্ভব। এছাড়াও এই অ্যাপের মাধ্যমে টিকিট ক্যানসেল করাও সম্ভব।

কিভাবে ইউপিএস অ্যাপ ডাউনলোড করা যাবে?

গুগল প্লে স্টোর থেকেই আপনারা ইউটিএস অ্যাপটি ডাউনলোড করে নিতে পারবেন।

আরও পড়ুন:- আবেদন করুন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে এবং পেয়ে যান সর্বোচ্চ ৯৬ হাজার টাকা।

UTS অ্যাপটির মাধ্যমে কিভাবে লোকাল ট্রেনের টিকিট বুক করা সম্ভব?

১. লোকাল ট্রেনের টিকিট বুক করার জন্য প্রথমেই আপনাকে UTS অ্যাপের হোম পেইজে থাকা Login অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে থাকা Register অপশনে ক্লিক করে আপনার নাম, মোবাইল নম্বর, জন্ম তারিখ এর মতো তথ্যগুলি সঠিকভাবে পূরণ করতে হবে এবং আপনার পছন্দ অনুসারে একটি পাসওয়ার্ড নির্বাচন করে নিতে হবে। উপরোক্ত তথ্যগুলি নির্ভুলভাবে প্রদানের মাধ্যমে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে।

২. রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন হলে আপনাকে Login এর প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করার জন্য আপনাকে UTS অ্যাপের হোম পেজের LOGIN অপশনে ক্লিক করতে হবে এবং আপনার মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড -এর মাধ্যমে লগইন করতে হবে। যে সকল যাত্রীরা ইতিপূর্বেই রেজিস্ট্রেশন সম্পন্ন করে রেখেছে তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যে, একবার রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে পুনরায় সেটাকে নতুন করে সম্পন্ন করার কোন প্রয়োজন নেই। সুতরাং আপনিও যদি ইতিপূর্বে রেজিস্ট্রেশনের সম্পন্ন করে থাকেন তবে লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন করার মাধ্যমে সরাসরি লোকারণে টিকিট বুক করতে পারবেন।

book-a-local-train-ticket

৩. লগইনের প্রক্রিয়াটি সম্পন্ন হলেই UTS অ্যাপের হোম পেইজে থাকা Normal Booking অপশনে ক্লিক করুন। উপরোক্ত অপশনে ক্লিক করলে আপনার সামনে Book & Travel (Paperless) এবং Book and Print (paper) নামক দুটি অপশন আসবে, যার মধ্যে থেকে আপনাকে Book & Travel (Paperless) অপশনটি বেছে নিতে হবে।

৪. উপরোক্ত অপশনটিতে ক্লিক করার পর আপনি যে স্টেশন থেকে ট্রেনে উঠতে চাইছেন এবং আপনি কোন স্টেশনে যেতে ইচ্ছুক অর্থাৎ আপনার গন্তব্য স্টেশন নির্ভুলভাবে নির্বাচন করে নিন এবং Next বাটনে ক্লিক করুন।

৫. এরপর আপনার সঙ্গে পুনরায় একটি নতুন পেজ আসবে। এই পেজটিতে আপনি কত জনের জন্য টিকিট বুক করতে চাইছেন, তারা প্রাপ্তবয়স্ক ব্যক্তি নাকি শিশু, কোন ধরনের ট্রেনে যাতায়াত করতে চাইছেন এবং কিভাবে পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করবেন তা সঠিকভাবে নির্বাচন করে নিন। উপরোক্ত অপশন গুলি সঠিকভাবে নির্বাচন করা হলে নিজের দিকে থাকা GET FARE অপশনে ক্লিক করুন।

৬ . পরবর্তীতে আপনাকে একটি নতুন পেজে নিয়ে যাবে এবং এই পেজে আপনি কতগুলি টিকিট বুক করতে চাইছেন তা সংক্রান্ত সমস্ত তথ্য আপনি দেখে নিতে পারবেন। এরপর এই পেজটির নিচের দিকে থাকা BOOK TICKET অপশনে ক্লিক করে আপনার পছন্দসই অপশনের মাধ্যমে নির্দিষ্ট ভাড়া প্রদান করলেই আপনি লোকাল ট্রেনের টিকিট বুক করে নিতে পারবেন।

ভারতীয় রেলের তরফে বরাবরই তাদের যাত্রীদের সুবিধার দিকটি মাথায় রেখে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়ে থাকে। তবে রেলের তরফে এই নতুন UTS অ্যাপটি লঞ্চ করার সাথে সাথেই তা নিয়ে যথেষ্ট সমালোচনা শুরু হয়েছে। তবে এখানেই শেষ নয়, খুব অল্প সময়ে সাধারণ মানুষের মধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে এই ইউটিএস অ্যাপটি। এমনকি এই অ্যাপটি সংশ্লিষ্ট মহলের কর্তা ব্যক্তিদের কাছেও বারংবার প্রশংসিত হয়েছে। এই অ্যাপের মাধ্যমেই লোকাল ট্রেনের টিকিট বুকিং সংক্রান্ত সমস্যা দূর করা সম্ভব বলে আশা রাখছেন ভারতীয় রেলের কর্তৃপক্ষ।

Related Articles

Back to top button