Bangla Shasya Bima: বাংলা শস্য বীমা প্রকল্পে ফসলের ক্ষতিপুরনের টাকা। শস্য বীমা স্ট্যাটাস চেক
Crop Insurance Scheme in India
রাজ্যের সকল কৃষকদের সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে বাংলা শস্য বীমা (Bangla Shasya Bima) প্রকল্প নিয়ে আসা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে চাষিদের ক্ষতিপুরন দেওয়া হয়ে থাকে সরকারের তরফে। এই রকমই আরও এক প্রকল্প পিএম কিষান সম্মান নিধি (PM Kisan Yojana) নিয়ে এসেছে কেন্দ্র সরকার। এই দুই স্কিমের মাধ্যমেই কৃষকদের (Farmers) দেওয়া হয়ে থাকে তাদের সুবিধার জন্য।
Bangla Shasya Bima Status Check Bajaj Allianz
বিগত ৮ই জানুয়ারি ২০২৫ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি টুইট করে জানিয়েছিলেন এই টাকা দেওয়া শুরু করার কথা আর রাজ্যের ৯ লাখ চাষিদের জন্য ৩৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলেও জানানো হয়েছে। কোন কারনের জন্য যেই সকল কৃষকদের ফসল বরবাদ হয়ে গেছে আর তারা আবেদন করলে এই টাকা (Crop Insurance Scheme) দেওয়া হয় তাদেরকে। কিন্তু অনেক সময়ে দেখতে পাওয়া গেছে কোন না কোন কারনের জন্য সরকারের তরফে টাকা দেওয়া হলেও সেই টাকা অনেকেই পাননা।
বাংলা শস্য বীমা ভোটার কার্ড স্ট্যাটাস চেক বই আধার নম্বর
কিন্তু এখনও যেই সকলের টাকা পাননি তারা ১৫ ই জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করে দেখুন এই টাকা ঢোকে কিনা। সকল কিছু ঠিক ঠাক থাকলে সকলেই এই তারিখের মধ্যে নিজেদের টাকা ব্যাংক একাউন্টে পেয়ে যাবেন। রাজ্য ও কেন্দ্র সরকারের তরফে চাষিদের জন্য অনেক ধরনের প্রকল্প নিয়ে আসা হয়েছে তাদের সুরাহার জন্য আর এই কারনের জন্যই সুবিধা হচ্ছে সকল কৃষকদের।
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ফের ভাতা বাড়বে? এবারে 2100 টাকা পাবে মহিলারা?
বাংলা শস্য বীমা স্ট্যাটাস চেক ভোটার কার্ড
কিন্তু যেই সকল চাষিরা এখনো পর্যন্ত এই টাকা পেয়ে ওঠেননি তারা স্ট্যাটাস চেক করে দেখে নিন সকল তথ্য। চেক করার সময়ে UTR soon to be updated against Claim Paid in INR দেখানো হলে বুঝতে হবে যে টাকা খুবই তাড়াতাড়ি ঢুকিয়ে দেওয়া হবে, আর এছাড়াও কোন টাকার পরিমান দেখানো হলে সেই টাকাই আপনার একাউন্টে পাবেন সেটা বুঝে নেবেন অবশ্যই।
পশ্চিমবঙ্গে চাকরি না পেলেও প্রতিমাসে 1500 টাকা পাবেন। যুবশ্রী প্রকল্পে কিভাবে আবেদন করবেন?
এবারে অনলাইনে স্ট্যাটাক চেক পদ্ধতি জানতে হলে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে Farmer ID অপশনে গিয়ে নিজের ভোটার আইডি নম্বর লিখে দিলে সকল তথ্য দেখিয়ে দেওয়া হবে। কবে, কত ও কিভাবে টাকা পাওয়া নিয়ে সকল কিছু। আর যদি Claim is not yet Generated against the given Policy No দেখায় তাহলে বুঝবেন যে কোন কারনের জন্য এই টাকা ঢুকবে না আর তথ্য জানতে হলে হেল্পলাইন নম্বরে গিয়ে কথা বলতে পারেন।