ATM থেকে টাকা তোলার খরচ বেড়ে গেল। কোন ব্যাংকে কত খরচ হবে জেনে নিন

ATM Cash Withdrawal Limit

এটিএম কার্ড (ATM Card) এর মাধ্যমে আমাদের মধ্যে প্রায় বেশিরভাগ মানুষই টাকা তুলতে (ATM Cash Withdrawal) পছন্দ করে। কিন্তু খুচরোর সমস্যার কারনের জন্য অনেকেই আছে যেই সকলে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করে থাকে। কিন্তু এখনো দেশে এমন অনেক জায়গা আছে, যেখানে মানুষেরা নগদ লেনদেনের ওপরে ভরসা করে। আর এখন মানুষদের কাছে সময় কম! তাই কেউ আর ব্যাংকে গিয়ে লাইনে দাঁড়িয়ে টাকা তুলতে পছন্দ করেন না।

ATM Cash Withdrawal Limit by RBI

তাই অনেকেই এটিএমে গিয়ে নিজেদের ইচ্ছা ও সময় মত টাকা তুলে নিতে পছন্দ করে। কিন্তু এই সুবিধা পাওয়ার জন্য কিছু না কিছু নিয়ম সকলকে মানতে হবে এবং সময়ে সময়ে RBI এর পক্ষ থেকে নানা ধরনের নিয়ম নিয়ে আসা হয় গ্রাহকদের টাকা সুরক্ষিত করার উদ্দেশ্যে। কিন্তু আগামী দিনে এই খরচ বৃদ্ধি পেতে চলেছে বলেই মনে করা হচ্ছে, তাহলে এবারে কি প্রতি বছরের খরচ বাড়বে সকল গ্রাহকদের জন্য।

এটিএম থেকে টাকা তোলার নিয়ম

এখন সকল সরকারি ও বেসরকারি ব্যাংক গুলোর তরফে মাসে ৫ বার করে ফ্রিতে টাকা তোলার সুবিধা দেওয়া হয়ে থাকে সকল গ্রাহকদের। কিন্তু এর বেশি কোন কারনের জন্য যদি টাকা তুলতে হয় তাহলে গ্রাহকদের আরও বেশি পরিমানে খরচ বাড়তে পারে, আর এবারে এই নিয়ে আরবিআই এর তরফে বড় আপডেট পাওয়া গেল। দেশের কোটি কোটি মানুষদের জন্য এই নিয়ম জেনে নেওয়া খুবই দরকারি।

10000 টাকা পাবেন দরকার হলেই। প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা ঋণ অনলাইনে আবেদন করুন

NPCI on ATM Charges Hike

National Payments Corporation of India-র পক্ষ থেকে ৫ বারের বেশি টাকা তোলার পর ৬ বারের সময়ে এই চার্জ ২১ টাকা থেকে বৃদ্ধি করে ২২ টাকা করে দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। কিন্তু কোন ব্যাংক গ্রাহক যদি নিজের ব্যাংকের এটিএম থেকে টাকা তোলে তাহলে তাকে ইন্টারচেঞ্জ ফি ১৭ টাকার বদলে ১৯ টাকে দিতে হবে। তাহলে এই দুই ভাবেই গ্রাহকদের ওপরেই চাপ বৃদ্ধি পেল।

SIP-তে টাকা বিনিয়োগ করে নিমেষেই হবেন কোটিপতি। কিভাবে? জেনে নিন সিক্রেট

বিগত দুই বছরে এই ATM এর ব্যবহার অনেক বেশি হারে বৃদ্ধি পেয়েছে, তাই এই এটিএম পরিচালনা করার জন্য সকল ব্যাংক গুলোর খরচও বৃদ্ধি পেয়েছে। আর এই কারনের জন্যই এই টাকা বৃদ্ধি হতে চলেছে বলে মনে করা হচ্ছে। কিন্তু এখনই এই সুপারিশ নিয়ে কোন ধরনের চুড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি NPCI বা আরবিআই এর তরফে। কিন্তু আগামী ১লা এপ্রিল থেকে এই ধরনের কোন নিয়ম শুরু হতে পারে বলে মনে করছেন অনেকে।

Related Articles

Back to top button