Minimum Balance: আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? ব্যাংকে মিনিমাম কত টাকা রাখতে হবে, ন্যূনতম ব্যালেন্স নিয়ে নতুন নিয়ম

Savings Account Minimum Balance

সমস্ত ব্যাঙ্কের সেভিংস একাউন্টে নির্দিষ্ট ব্যালেন্স বা Savings Account Minimum Balance না থাকলে আপনার ব্যাংক একাউন্ট বন্ধ হয়ে যাবে। সম্প্রতি এই নিয়ে নির্দেশিকা জারি করলো ভারতীয় রিজার্ভ ব্যাংক তথা RBI. জেনে নিন আপনার সেভিংস অ্যাকাউন্টে কত টাকা রাখা উচিত? SBI থেকে PNB, কোন ব্যাঙ্কের সেভিংস অ্যাকাউন্টে ন্যূনতম কত টাকা রাখতে হয়? ব্যাংকে ৫০০টাকার কম থাকলে একাউন্ট কি বন্ধ হতে পারে? নূন্যতম কত টাকা ব্যালেন্স রাখবেন? বা কোনও ব্যাংকে নুন্যতম টাকা না থাকলে কত টাকা চার্জ লাগতে পারে?

Savings Account Minimum Balance Requirement and Charges

বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রত্যেকটি ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্ট (Bank Account) থাকাটা জরুরী। ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করার জন্য সেভিংস একাউন্ট করাটা আবশ্যিক। এছাড়া ফিক্সড ডিপোজিটের প্রতি ব্যক্তিদের বিশেষ ঝোঁক বাড়ছে। তবে প্রত্যেকটি ব্যাংকে সেভিংস একাউন্ট খুলতে হলে নির্দিষ্ট পরিমাণ একটা ব্যালেন্স আপনাকে রাখতে হয়, নতুবা ব্যাংক আপনার সেভিংস একাউন্ট থেকে টাকা কেটে নেবে জরিমানা হিসেবে।

যদিও বর্তমানে জিরো ব্যালেন্স একাউন্ট খোলা যায় তবে দেশের বিভিন্ন নামকরা ব্যাংক যেমন ভারতীয় স্টেট ব্যাংক, HDFC Bank, Axis bank, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মতন জনপ্রিয় ব্যাংকগুলোতে সেভিংস একাউন্ট খুলতে গেলে তাদের নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ব্যালেন্স বা Minimum Balance না রাখলে আপনার থেকে জরিমানা ধার্য করা হবে।

আরও পড়ুন, মোবাইল রিচার্জের দাম নিয়ে বিরাট সুখবর। আর বেশি টাকা রিচার্জ লাগবে না। কার্ড ছাড়াই ফোন চলবে।

Minimum Balance in Savings Account

বিশেষ করে সম্প্রতি অনেকগুলো ব্যাংক নূন্যতম ব্যালেন্স রাখার নতুন নিয়ম কার্যকরী করেছে। আপনি যদি এই বিষয়ে এখনো অবগত না থাকেন তাহলে জেনে নিন এই প্রতিবেদনের মাধ্যমে। সেভিংস একাউন্টে নূন্যতম ব্যালেন্স কত হবে সেই নিয়ম বিভিন্ন ব্যাংকের ক্ষেত্রে ভিন্ন হয়। আসুন জেনে নেওয়া যাক কোন ব্যাংকের ক্ষেত্রে নূন্যতম ব্যালেন্স কত রাখা হয়েছে এবং বিভিন্ন ব্যাংকে জরিমানার পরিমান কতো।

SBI Minimum Balance

মেট্রো শহরে গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স থাকতে হবে ৩০০০ টাকা।
শহুরে এলাকায় গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স থাকতে হবে ২০০০ টাকা।
গ্রামীণ এলাকায় গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স রাখতে হবে ১০০০ টাকা।

HDFC Bank Minimum Balance

শহুরে এলাকার গ্রাহকদের জন্য মাসিক গড় ব্যালেন্স থাকতে হবে ১০ হাজার টাকা। তবে এক্ষেত্রে একটি নিয়ম রয়েছে সেটা হল, কোনো ব্যক্তি যদি সেভিংস ব্যালেন্সে ১০ হাজার টাকা না রাখেন তবে তিনি প্রয়োজনে ফিক্সড ডিপোজিট হিসাবে ১ লক্ষ টাকাও রাখার সুযোগ পাবেন।

PNB Bank Minimum Balance Charges

শহরে এলাকায় গ্রাহকদের জন্য গড় মাসিক ব্যালেন্স থাকতে হবে ২০০০ টাকা। যদি কোন কারনে মাসিক ব্যালেন্স ২০০০ টাকা না থাকে তবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক আপনার সেভিংস ব্যালেন্স থেকে ২৫০ টাকা চার্জ ধার্য করবে।
গ্রামীন এলাকায় গ্রাহকদের গড় মাসিক ব্যালেন্স থাকতে হবে ৫০০ টাকা, যদি কোনো কারণে ব্যালেন্স কমে যায় তাহলে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক জরিমানা হিসেবে ২৫ টাকা ধার্য করবে।

Axis Bank Minimum Balance Charges

Axis Bank এর ক্ষেত্রে শহুরে এলাকার ব্যাংক গ্রাহকদের জন্য মাসিক গড় ব্যালেন্স (MAB) থাকতে হবে ১২ হাজার টাকা। তবে এক্ষেত্রে একটি নিয়ম রয়েছে সেটা হল, কোনো ব্যক্তি যদি সেভিংস ব্যালেন্সে ১০ হাজার টাকা না রাখেন তবে তিনি প্রয়োজনে ফিক্সড ডিপোজিট হিসাবে ১ লক্ষ টাকাও রাখার সুযোগ পাবেন। তবে মিনিমাম ব্যালেন্স না থাকলে ১৫০ টাকা প্রতি মাসে চার্জ কাটা হবে।

আরও পড়ুন, পশ্চিমবঙ্গের নতুন প্রকল্প। আবেদন করলেই পাবেন ৮০০০ টাকা।

অনেক সময় অনেক ব্যক্তি ব্যালেন্স চেক না করার জন্য বুঝতে পারেনা সেভিংস ব্যালেন্স হিসেবে কত টাকা রয়েছে, তার জন্য মাঝেমধ্যেই ব্যালেন্স চেক করাটা জরুরী।  ব্যালেন্স ট্র্যাক রিপোর্ট যদি আপনার কাছে থাকে তাহলে আপনি এই বিষয়ে সতর্ক থাকতে পারবেন। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আপনার যে ব্যাংকে একাউন্ট রয়েছে সে ব্যাংকে গিয়ে ব্যাংক আধিকারিকদের সাথে কথা বলে নিতে পারেন। এমন আরো অন্যান্য গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন বাংলা একাডেমী নিউজ পোর্টালে।

Related Articles

Back to top button