Holiday: টানা ১৫ দিনের ছুটি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য। কারা ও কবে থেকে পাবেন?

West Bengal Government Holiday

ছুটি (Holiday) পেতে আমাদের সকলেরই ভালো লাগে, আর এই বছরে অক্টোবর ও নভেম্বর মাসে দুর্গাপুজো, লক্ষীপুজো এবং দীপাবলি বা কালিপুজো উপলক্ষে অনেক সরকারি ছুটি (Government Holiday List 2025) পেয়েছিল সকলেই। কিন্তু ফের টানা কাজ থেকে বিরতি নেওয়ার জন্যই অনেকে ব্যাস্ত হয়ে গেছেন। আর এই শীতকালে নানান জায়গায় ঘুরে বেড়াতে ইচ্ছে করে অনেকের।

15 Days Long Holiday for Government Employees

নবান্নর তরফে ছুটির ঘোষণা করা হলো রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। আবার নতুন ছুটির বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্য সরকার (West Bengal Holiday List 2025). কারা পাচ্ছে এই ছুটি? কবে থেকে ছুটি শুরু হচ্ছে? রাজ্য সরকারি কর্মচারীরা বছরের মধ্যে বিশেষ কারণে অনেক ছুটি পেয়ে থাকে। সম্প্রতি নবান্ন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, ১৫ দিনের টানা ছুটি দেওয়া হচ্ছে।

টানা 15 দিন ছুটি সরকারি কর্মীদের

এই ১৫ দিনের ছুটি সমস্ত সরকারি কর্মচারীদের জন্য নয়, বিশেষ পরিষেবায় নিযুক্ত সরকারি কর্মচারীদের জন্য ১৫ দিনের টানা ছুটি বরাদ্দ করা হয়েছে। এই খবরে খুবই আনন্দিত রাজ্য সরকারের কর্মচারীরা। এই ছুটি পাবেন যে সমস্ত কর্মচারীরা, যারা সাধারণত দুর্গাপুজো, কালীপুজো বা বড় যে ফেস্টিভ্যাল গুলো রয়েছে, এই গুলোতে ছুটি পান না, যাদেরকে বিশেষ দিন গুলোতেও পরিষেবা দিয়ে যেতে হয় সাধারণ মানুষের জন্য।

সরকারি ছুটির তালিকা ২০২৫

এই বিশেষ কাজে নিযুক্ত কর্মচারীদের ডিসেম্বরে ১৫ দিনের ছুটি দেওয়া হচ্ছে। যদিও প্রত্যেক বছর ১০ দিন ছুটি দেওয়া হতো। এই বছর আরো ৫ দিন বরাদ্দ করা হয়েছে। এই ছুটি পাবেন যে সমস্ত কর্মচারীরা যাঁরা পুলিশ, স্বাস্থ্য সেবা, মিউনিসিপ্যাল কর্মী এবং ফায়ার ডিপার্টমেন্টের সাথে নিযুক্ত রয়েছেন। ডিসেম্বরে রয়েছে বেশ কিছু উৎসব, তার মধ্যে উল্লেখযোগ্য হল বড়দিন এবং বর্ষবরণ বা নতুন বছর।

জানুয়ারিতে রাজ্য সরকারি কর্মীদের DA বৃদ্ধি? বছর শেষেই বড় ঘোষনা হবে?

এই সময়টাতে যাতে এই সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা আনন্দ করতে পারে, তার জন্যই ১৫ দিনের ছুটি বরাদ্দ করা হয়েছে। রাজ্য সরকার আগামী বছরের ছুটির তালিকা ২০২৫ ইতিমধ্যেই প্রকাশ করে ফেলেছেন। আগামী বছর বেশ কয়েকটি ছুটি রবিবার দিন পড়ে যাওয়ায়, এছাড়া অনেক ছুটি শুক্রবার ও সোমবার পড়ে যাওয়ায় পরপর তিন দিনের ছুটি পেয়ে যাবেন রাজ্য সরকারি কর্মচারীরা।

সরকারি কর্মীদের জন্য হাইকোর্টের বড় নির্দেশ। এই কাজ করলেই কড়া শাস্তি। চিন্তায় পড়লেন কর্মীরা

এই কারণে আগামী বছরে প্রায় অনেক গুলো ছুটি টানা তিন দিনের ছুটি থাকছে। এর ফলে সংক্ষিপ্ত ছুটিতে কাছাকাছি ভ্রমণের সুযোগ সুবিধা পেয়ে যাবে অনেকেই। ডিসেম্বর মাসের ছুটিতে বিশেষ পরিষেবায় নিযুক্ত রাজ্য সরকারি কর্মচারীরা ১৫ দিনের ছুটি পাওয়ায় অনেকটাই আনন্দিত। এই ছুটিতে কাছাকাছি বা দূরের কোথাও ঘুরতে গিয়ে শীতের মরশুমকে আরও উপভোগ করার একটা দুর্দান্ত সময় কাটানোর সুযোগ করে দিলো রাজ্য সরকার এমনটা বলাই বাহুল্য।

Related Articles

Back to top button