পশ্চিমবঙ্গের ১ লাখ রেশন কার্ড বাতিল ঘোষণা। কাদের বাতিল হলো? ফ্রি রেশন কার্ড চালু রাখতে কি করতে হবে?
Government of West Bengal
পশ্চিমবঙ্গে রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য বড় খবর। এবারে একধাক্কায় ১ লক্ষের বেশি কার্ড বাতিল করে দেওয়া হল। ইতিমধ্যেই আমরা জানি যে কেন্দ্র সরকারের তরফে ফ্রি রেশন সামগ্রী (Free Ration Items) দেওয়া হচ্ছে গ্রাহকদের, আর এই সামগ্রী আগামী ২০২৮ সাল পর্যন্ত দেওয়া হবে। কিন্তু এই নিয়ে অনেক ধরণের এই খাদ্য সামগ্রী বিতরন নিয়ে দুর্নীতি হচ্ছে চারিদিকে, এমন অনেক খবর পাওয়া গেছে অনেকবার।
Ration Card Aadhaar Biometric Update
আর এই কারণের জন্য সরকারের তরফে রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিংক বা বায়মেট্রিক করানোর নির্দেশ দেওয়া হয়েছে। যাতে যেই সকল মানুষেরা যোগ্য তারাই এই সুবিধা পায়। দেশ সমেত পশ্চিমবঙ্গের অনেক জায়গায় দেখতে পাওয়া গেছে যে, ভুয়ো রেশন কার্ডের মাধ্যমে অনেকেই দুর্নীতি করে কিলো কিলো চাল গম যেটা যাদের দরকার তারা না পেয়ে অন্য জায়গায় পৌঁছিয়ে গেছে।
রেশন কার্ড আধার লিংক স্ট্যাটাস চেক অনলাইন
আর এই সকল কিছু চলার পর থেকে রাজ্য সরকারের তরফেও রেশন আধার লিংক করানোর সিদ্ধান্ত নেয় এবং বিগত বছর ৩১ শে ডিসেম্বর পর্যন্ত এই শেষ তারিখ ধার্য করা হয়। কিন্তু তারপরেও ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস চলে আসলেও এমন অনেক লাখ লাখ গ্রাহক আছে যারা নিজেদের এই কাজ এখনও সম্পন্ন করেননি। তাহলে কি এবারে এই সকল গ্রাহকদের নামও বাতিল করে দেওয়া হবে?
প্রতিমাসে ৩০০০ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার। এইভাবে আবেদন করুন?
ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ?
আর মুলত রাজ্যের কোচবিহার জেলা থেকে এই ১ লক্ষের বেশি কার্ড বাতিল হয়েছে। কিন্তু কেন এমন করা হল? সেই নিয়ে জানতে গেলে দেখতে পাওয়া যায় যে এতদিন হলেও কেউ এই কার্ডের সঙ্গে আধার লিংক করায়নি এবং এই কারণের জন্য কার্ড বাতিল করে দেওয়া হয়েছে। আর এই শোনার পর থেকে অনেকেই মনে করছেন যে তাহলে কি তারা এতদিন ভুয়ো মাধ্যমে রেশন নিচ্ছিলেন তারা?
বাংলা আবাস যোজনায় আরো ১ লক্ষ বাড়ি দিচ্ছে। আবাস যোজনা ঘরের টাকা পেতে কি করবেন?
কিন্তু এখনও এই কোচবিহার জেলায় ৩ লক্ষ মানুষের বায়োমেট্রিক বাকি আছে, কিন্তু এখনও ১ লাখ বাতিল করা হয়েছে। মুলত এই ব্যবস্থা আনা হয়েছে যাতে গ্রাহকদের নিজেদের থেকে রেশন তুলতে কোন ধরণের সমস্যা না হয়। আর ধীরে ধীরে বাকি জেলা গুলোতেও এমন হলে আরও অনেক লক্ষ রেশন কার্ড বাতিল করে দেওয়া হবে বলে মনে করছেন অনেকেই
আর এবারে নিজেদের নাম তালিকায় আছে কিনা বা নাম বাতিল হয়েছে কিনা সেই সম্পর্কে জানার জন্য সকলের উচিত স্ট্যাটাস চেক করে নেওয়া। এই জন্য খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের নিজের রেশন নাম্বার ও মোবাইল নাম্বার দিয়ে দিলেই স্ট্যাটাস সম্পর্কে জেনে নিতে পারবেন।