18 Month DA Arrears: সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া ডিএ দেওয়া হচ্ছে। বিপুল পরিমাণ টাকা কবে পাবেন?

Dearness allowance 18 months arrears

অবশেষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ১৮ মাসের বকেয়া মহার্ঘ ভাতা (18 Month DA Arrears) নিয়ে ফের বড় খবর। যা সরকারি কর্মচারীদের স্বস্তি ফিরিয়ে দিতে পারে।

18 Month DA Arrears Latest News

অতিমারির সময়ে যে DA বৃদ্ধি বন্ধ ছিলো, সেই টাকা আদৌ পাবেন তো? আর পেলেও কবে পাবেন সেই নিয়ে বছরের পর বছর ধরে সরকারি কর্মচারী ও সরকার পক্ষের মধ্যে কার্যত এক প্রকার স্নায়ুর যুদ্ধ লেগেই আছে। এদিকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরাও কেন্দ্রীয় হারে DA পাওয়ার দাবিতে হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত এই মামলার শুনানি চলেই যাচ্ছে, কিন্তু কোন ধরণের সুরাহা পাওয়া যাচ্ছে না এবং নামমাত্র ভাতা বৃদ্ধি ছাড়া ন্যায্য হারে DA পাওয়া এককথায় অনিশ্চিত বলেই মনে হচ্ছে অনেকের! তবে এবার কেন্দ্রীয় সরকারি ১৮ মাসের কর্মীদের বকেয়া ডিএ নিয়ে আশানুরূপ তথ্য সামনে এলো।

পশ্চিমবঙ্গে মহার্ঘ ভাতা ঘোষণা

চলতি বছর রাজ্য বাজেটে পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ বৃদ্ধি করা হয়েছিল এবং এই টাকা আগামী ১ লা এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে। এতে খুশি হওয়ার জায়গায় উল্টে আরও ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে তাদের মধ্যে! কারন বকেয়া এখনও ৩৫%। আর এরই মধ্যে কেন্দ্র সরকারের তরফে বকেয়া ডিএ বৃদ্ধির সঙ্গে সঙ্গে আগামী ২০২৬ সালের আগেই অষ্টম বেতন কমিশন লাগু করার ঘোষণা করে দেওয়া হয়েছে। তাই একবার পে কমিশন ঘোষণা হয়ে গেলে, রাজ্য সরকার ও সপ্তম বেতন কমিশন ঘোষণা করতে পারে। আর এরপর আগের বকেয়া সেই বকেয়া ই থেকে যাবে, বলে মনে করছেন কর্মীদের একাংশ। যদিও এখনও পর্যন্ত অফিসিয়ালি রাজ্যের তরফে ভাতা বৃদ্ধি বা সপ্তম বেতন কমিশন নিয়ে কোন কিছুই জানানো হয়নি।

কোন বকেয়া ডিএ পেতে পারেন?

কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের অতিমারির সময়ে অর্থাৎ ২০২০ সালের দুই কিস্তি ও ২০২১ সালের এক কিস্তির ভাতা দেওয়া হয়নি। মানে ১৮ মাসের বকেয়া ডিএ (18 Month DA Arrears) বাকি আছে এখনও তাই এবারে এই নিয়ে কর্মীদের মনে একটা চিন্তা বজায় আছে। তাহলে কি এই টাকা আর মিলবে না?

১৮ মাসের ডিএ কবে মিলবে?

কেন্দ্র সরকারের তরফে নতুন পে কমিশন ও ডিএ বৃদ্ধি করার কথা বলা হলেও এই ১৮ মাসের বকেয়া নিয়ে কোন ধরণের কথাই জানানো হয়নি। আর এই টাকা দেওয়া হলে এই সময়ে সুবিধা হত সকল কেন্দ্র সরকারি কর্মীদের। তাই এবারে এই নিয়ে ময়দানে নামতে প্রস্তুত কেন্দ্র সরকারি কর্মচারীরা এবং ন্যাশনাল কাউন্সিল জয়েন্ট কনসালটেটিভ মেশিনারির (The National Council of Joint Consultative Machinery) সচিব গোপাল মিশ্র।

কেন্দ্র ও রাজ্য সরকারি কর্মীদের সুখবর। ১১ লাখ টাকার সুবিধা।

সরকারি কর্মীদের পদক্ষেপ

একাধিক কর্মচারী সংগঠনের পক্ষ থেকে অনেক দিন আগে থেকেই কেন্দ্রীয় অর্থ মন্ত্রকে ই ১৮ মাসের বকেয়া ডিএ পাওয়া নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছে, কিন্তু কোন আশানুরূপ উত্তর মেলেনি। তাই এরপর আন্দোলনের পথে হাটার চিন্তাভাবনা করছেন কর্মীদের একাংশ। যদিও অনেকেই মনে করেছিলেন যে ১ লা ফেব্রুয়ারির কেন্দ্র বাজেটে এই নিয়ে কোন না কোন ঘোষণা করা হতে পারে, কিন্তু সেই নিয়েও কোন কিছু জানানো হয়নি। তাই এবারে এই বকেয়া টাকা পাওয়া যাবে কিনা সেই নিয়ে চিন্তায় রয়েছেন অনেকেই।

স্টেট ব্যাংকে একাউন্ট থাকলেই কপাল খুলে গেল। এই বোনাস আপনিও পাবেন।

কেন্দ্র সরকারি কর্মীরা বরাবরই AICPI হারে ডিএ পেয়ে থাকেন। তবে ওই ১৮ মাসে কেন্দ্র তথা সারা বিশ্বে আপদকালীন পরিস্থিতির সৃষ্টি হয়েছিলো। এই কারণে ডিএ ও ফ্রিজ করা হয়েছিলো। তবে নতুন পে কমিশনের আগে সমস্ত বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার আসায় রয়েছেন কেন্দ্রের কর্মীদের একাংশ। এই বিষয়ে পরবর্তী আপডেট পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button