Ration Items List: পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকদের বিরাট সুখবর। ডিসেম্বর মাসে মিলবে বাড়তি রেশন। কোন কার্ডে কি কি পাবেন?

Ration Card

পশ্চিমবঙ্গের রেশন কার্ড (Ration Card) গ্রাহকদের জন্য দারুণ খবর। ডিসেম্বর মাসে (Ration Items List) রেশনে মিলবে ব্যাগ ভর্তি সামগ্রী। প্রতিমাসের শুরুতেই রাজ্যের সমস্ত রেশন গ্রাহকদের ক্যাটেগরি অনুযায়ী মাল বরাদ্দ করে তালিকা প্রকাশ করে রাজ্য সরকার। সম্প্রতি এমাসের রেশন সামগ্রীর তালিকা আসার পরেই বাড়তি মাল দেওয়ার সুখবরটি পাওয়া গেছে। চলুন দেখে নেওয়া যাক কোন কার্ডের গ্রাহকরা কত পরিমাণ মাল পাবেন এই মাসে, বাড়তি কত থাকবে।

West Bengal Ration items list December 2024

রেশন কার্ড ক্যাটেগরি অনুযায়ী বরাদ্দ

১. অন্ত্যোদয় অন্ন যোজনা (AAY) রেশন কার্ড
অন্ত্যোদয় অন্ন যোজনার অধীনে থাকা পরিবারগুলো, যারা সবচেয়ে আর্থিকভাবে পিছিয়ে, তাদের জন্য এই মাসে বরাদ্দ করা হয়েছে:
২১ কেজি চাল
১৩.৩ কেজি ময়দা অথবা ১৪ কেজি গম
১ কেজি চিনি

২. বিশেষ অগ্রাধিকার পরিবার (SPH) এবং অগ্রাধিকার পরিবার (PHH) রেশন কার্ড
মধ্যম আয়ের পরিবারগুলো এই কার্ডের আওতায় পড়ে। ডিসেম্বর মাসে এই কার্ডধারীরা পাবেন
জনপ্রতি ৫ কেজি চাল
১ কেজি ময়দা বা ২ কেজি গম

আরও পড়ুন, লক্ষ্মীর ভান্ডারের সঙ্গে আরও 1000 টাকা দেবে সরকার। ঘোষণা করলেন খোদ মুখ্যমন্ত্রী

৩. RKSY-1 এবং RKSY-2 রেশন কার্ড
খাদ্য নিরাপত্তা প্রকল্পের আওতায় থাকা এই দুটি কার্ডের গ্রাহকদের জন্য বরাদ্দ হলো
RKSY-1 কার্ড: জনপ্রতি ৫ কেজি চাল
RKSY-2 কার্ড: জনপ্রতি ২ কেজি চাল

৪. জঙ্গলমহল ও পাহাড়ি এলাকার গ্রাহকরা

জঙ্গলমহল এবং পাহাড়ি এলাকার আর্থিকভাবে দুর্বল জনগণের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। এই এলাকাগুলোর চা বাগানের শ্রমিক এবং অন্যান্য নিম্নবিত্ত পরিবারের জন্য বাড়তি চালসহ অন্যান্য সামগ্রী বরাদ্দ করা হয়েছে।

আরও পড়ুন, প্যান কার্ডের নিয়মে বড়সড় বদল, পুরোনো কার্ড কি বাতিল হবে? নতুন কার্ড কিভাবে পাবেন?

কেন এই সিদ্ধান্ত?

সরকার জালিয়াতি রোধে বিশেষ মনোযোগ দিয়েছে। সঠিক উপায়ে খাদ্য সামগ্রী বিতরণে সিস্টেম উন্নত করা হয়েছে। আধুনিক প্রযুক্তি ব্যবহার করে বরাদ্দ পর্যবেক্ষণ করা হচ্ছে। একদিকে দুর্নীতি রোধ করা এবং অন্যদিকে আর্থিকভাবে পিছিয়ে থাকা এবং মধ্যবিত্ত পরিবারগুলোর যাতে খাদ্যসামগ্রীর অভাব না হয়, তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত।

Related Articles

Back to top button