Holiday List: পশ্চিমবঙ্গে নভেম্বর মাসের ছুটির তালিকা। 3 টি অতিরিক্ত ছুটি সহ মাসের অর্ধেক দিন বন্ধ থাকবে

November Holiday List

অবশেষে ৩টি অতিরিক্ত ছুটি সহ প্রকাশিত হলো নভেম্বর মাসের ছুটির তালিকা তথা Holiday List. বাড়তি ছুটি মেলায় রাজ্য সরকারি কর্মীদের (Government Employees) জন্য একপ্রকার খুশির খবর। চলতি মাসেই শেষ হয়েছে দুর্গোৎসবের ছুটি (Durga Puja Holiday). এছাড়াও অন্যান্য কিছু উপলক্ষ্য যেমন গান্ধী জয়ন্তী, লক্ষ্মী পুজো ইত্যাদি মিলিয়ে মাসের প্রায় অর্ধেক জুড়েই কেটেছে ছুটি আর ছুটিতে। এবার নভেম্বর মাস পড়ার পালা। আর যা দেখা যাচ্ছে, এই মাসেও একটানা অনেকদিন ছুটি পেতে চলেছেন রাজ্যের কর্মীরা। ছোটো বড়ো বিভিন্ন ছুটি নিয়ে প্রায় ১৪ দিন বন্ধ থাকবে রাজ্যের অফিস ও দপ্তরগুলি। কোন কোন দিন কি উপলক্ষ্যে ছুটি, দেখে নেব।

West Bengal Holiday List November 2024

নভেম্বর মাসের ছুটির সূচনা হচ্ছে মাস শুরুর একদিন আগে থেকে অর্থাৎ ৩১ অক্টোবর কালীপুজো দিয়ে, যা বৃহস্পতিবার পড়েছে। এই উপলক্ষ্যে শুক্রবার, ১ নভেম্বরেও ছুটি ঘোষণা করেছে রাজ্য সরকার, ফলে টানা চার দিন ছুটি পেয়ে যাচ্ছেন কর্মীরা। এরপর রবিবার, ৩ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া অর্থাৎ ভাইফোঁটা উপলক্ষে রাজ্য সরকার অতিরিক্ত ছুটি রেখেছে সোমবার, ৪ নভেম্বরও। অর্থাৎ, ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মোট পাঁচ দিনের টানা ছুটি।

এরপর ৭ নভেম্বর, বৃহস্পতিবার ছটপুজোর দিনও ছুটি থাকবে। রাজ্য সরকার ৮ নভেম্বর শুক্রবারেও ছুটি রেখেছে, যার ফলে ৭ থেকে ১০ নভেম্বর পর্যন্ত টানা চার দিনের আরও একটি ছুটি মিলবে। তাহলে মোট ছুটি হলো ১৩ দিন। এরপর তো সাপ্তাহিক ছুটি আছেই। এইবারে কর্মীরা খুব সহজেই কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন।

আরও পড়ুন, দীপাবলির আবহে DA বৃদ্ধির সুখবর দিল রাজ্য সরকার! চার কিস্তিতে বকেয়া পাবেন রাজ্য সরকারি

নভেম্বরের মাঝামাঝি আরও একটি বড় ছুটি রয়েছে। ১৫ নভেম্বর গুরু নানকের জন্মদিন উপলক্ষে শুক্রবার ছুটি রয়েছে। এরপরে শনি ও রবিবার মিলে কর্মীরা আরও তিন দিনের ছুটি উপভোগ করবেন। এছাড়া মাসের শেষের দিকে ২৩ এবং ২৪ তারিখেও শনি ও রবিবার ছুটি রয়েছে। এবং মাসের শেষ দিন, ৩০ নভেম্বর আবার শনিবার হওয়ায় ডিসেম্বর মাসও রবিবার দিয়ে শুরু হবে, যা কর্মীদের জন্য টানা ছুটির আরেকটি সুযোগ।

gamezop ad

আরও পড়ুন, কালি পুজো উপলক্ষ্যে স্পেসাল রেশন দিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। সাথে পাবেন ১০০০ টাকা।

মোট কতদিন ছুটি থাকছে?

সুতরাং যেসমস্ত কর্মীদের সপ্তাহে ১ দিন ছুটি তারা ১৪ দিন ছুটি পাচ্ছেন, এবং যাদের সপ্তাহে ২ দিন ছুটি তারা ১৭ দিন ছুটি (Holiday List) পাচ্ছেন। এদিকে ১৩ তারিখ রাজ্যের ৬ আসনে উপনির্বাচন হওয়ায় সেই সমস্ত বিধানসভা কেন্দ্রে ২ দিন অতিরিক্ত ছুটি পাবেন।

এই ছুটির তালিকা প্রকাশ করেছে রাজ্য সরকারের অর্থ দফতর (West Bengal Finance Department Holiday List 2024), যা সরকারি কর্মীদের মুখে হাসি এনে দিয়েছে। নভেম্বর মাসের এই ছুটির সুযোগে অনেকেই পরিবার-পরিজন নিয়ে দূরে কোথাও বেড়াতে যেতে পারবেন। আবার অনেকে বাড়িতে থেকেই নিজের শখের কাজ করার পরিকল্পনা করছেন।

সুতরাং সেক্টর বা ডিপার্টমেন্ট ভেদে ১৫ থেকে সর্বোচ্চ ২০ দিন পর্যন্ত ছুটি পাবেন। তবে জরুরী পরিষেবায় যেসমস্ত কর্মীরা নিয়োজিত, রোস্টার মেনে তাঁদের বরাবরের মতোই ডিপার্টমেন্ট থেকে ছুটি নির্ধারিত হবে। এই ধরনের আরো তথ্য পেতে বাংলা একাডেমী ফলো করুন।

Related Articles

Back to top button