Holiday – ছুটির দিনে আবার টানা ছুটি ঘোষণা। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য ছুটির বিজ্ঞপ্তি।

Holidays in West Bengal

শুরু হয়ে গেল উৎসবের মরসুম। আর উৎসব মানেই ছুটি (Holiday, Vacation). আর সারা বছরের কর্মব্যস্ত জীবনে ছুটি ঘোষণা, সত্যিই চাকরিজীবীদের খুশির খবর বয়ে আনে। আর ছুটির লিস্টের বাইরে যদি অতিরিক্ত ছুটি ঘোষণা হয়, তাহলে তো কোন কথাই নেই। আর তেমনি নতুন ছুটির ঘোষণা হলো পশ্চিমবঙ্গে। যার জেরে টানা ছুটি পাচ্ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মী ও শিক্ষক শিক্ষিকারা।

Holiday List in September 2024

বাঙালির সেরা উৎসব দুর্গাপূজা (Durga Puja 2024) আসন্ন। আগামী মাস অর্থাৎ অক্টোবরেই পূজো উপলক্ষে একটানা অনেক দিন ছুটি ভোগ করতে চলেছেন রাজ্যের সরকারি কর্মচারী তথা পড়ুয়া ছাত্রছাত্রীরা। তবে তার আগেই সেপ্টেম্বরেও খুশির সংবাদ দিয়েছে রাজ্য সরকার। এমাসের ছুটির তালিকায় এমনিতেই ছোটো ছোটো কয়েকটি ছুটি ইতিমধ্যেই দেওয়া হয়েছে, এখনোও অনেকগুলো পড়ে রয়েছে।

তবে তার মাঝেই একটানা তিনদিন ছুটির ঘোষণা জারি করেছে পশ্চিমবঙ্গ অর্থ দপ্তর। এই ছুটির লিস্ট (Holiday List) অনুযায়ী উল্লেখিত দিন গুলিতে রাজ্যের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি অফিস গুলি বন্ধ রাখার সিদ্ধান্ত জানানো হয়েছে। তাই এই কদিন কোনো গুরুত্বপূর্ণ অফিসিয়াল কাজ থাকলে তা আগে থেকেই সেরে রাখতে বলা হচ্ছে। কোন দিন কিসের জন্য ছুটি? তা সেপ্টেম্বর মাসের বিস্তারিত ছুটির তালিকা দেখে জেনে নেব।

সেপ্টেম্বরে ছুটির তালিকা

১. এ বছর করম পুজো উপলক্ষ্যে আজ ১৪ সেপ্টেম্বর ছুটি ছিলো। এই দিন জরুরি পরিষেবা ব্যাতীত রাজ্যের সব সরকারি অফিস, স্কুল, কলেজ, পুরসভা ও পঞ্চায়েত অফিস বন্ধ রাখা হয়। গত বছর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করম পুজো এবং সবেবরাতের জন্য ছুটি ঘোষণা করেছিলেন এবং এবারও সেই সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

২. ১৪ সেপ্টেম্বর শনিবার হওয়ায় পরবর্তী দিন রবিবার, এবং রবিবারের পর সোমবারও ছুটি থাকছে। ফলে সরকারি কর্মচারীরা টানা তিন দিন ছুটি পাবেন, যা তাঁদের জন্য একটি লম্বা উইকেন্ড হিসেবে বিবেচিত হবে।
৩. এছাড়া, সেপ্টেম্বর মাসের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ছুটির ঘোষণা রয়েছে।

gamezop ad

৪. ১৬ সেপ্টেম্বর, সোমবার ফতোয়া-দোয়াজ-দাহামের কারণে সরকারি অফিসে ছুটি থাকবে। এতে করে সরকারি কর্মচারীরা আবারও একটানা তিন দিনের ছুটির সুযোগ পাবেন।
৫. ১৭ সেপ্টেম্বর বিশ্বকর্মা পুজো এবং ২৬ সেপ্টেম্বর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে প্রাথমিক স্কুলগুলিতে ছুটি (পালনীয়) থাকবে। যদিও অনেক স্কুলে বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে ছুটি থাকে না, তবে সেই দিন ক্লাস হবে না।

নিয়ম না মানায় 2 টি জনপ্রিয় ব্যাংক বিপদে। গ্রাহকের টাকার কি হবে?

অক্টোবর মাসে পুজোর মৌসুমে সরকারি ছুটির লিস্ট আরও বিস্তারিত দেখে নিন।
৬. মহালয়ার জন্য ২ অক্টোবর ছুটি থাকবে।
৭. দুর্গাপুজো উপলক্ষে ৭ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত সরকারি অফিস, স্কুল ও কলেজ বন্ধ থাকবে। এই সময়কালটিকে ধরা হয় পুজোর মূল অংশ হিসেবে, যেখানে উৎসবের আনন্দে প্রত্যেকটি সরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এই সময়কালে সরকারি কর্মচারীরা দীর্ঘ সময় ছুটিতে থাকবেন, যা পরিবারের সঙ্গে কাটানোর বা ভ্রমণের সুযোগ দেবে। বিশেষ করে দুর্গাপুজোর পর, কালীপুজো এবং দীপাবলির উৎসবের মধ্য দিয়ে, সারা মাসজুড়ে আনন্দমুখর পরিবেশ বিরাজ করবে।

Related Articles

Back to top button