মার্চ মাসে পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা। কোন কোন দিন স্কুল-কলেজ ও সরকারি অফিস বন্ধ থাকবে?

Government of West Bengal Holiday

প্রত্যেক মাসের শুরুতেই সকল মানুষ ছুটির তালিকা বা Holiday List সম্পর্কে জানতে ইচ্ছুক হন, কারণ এখন প্রত্যেক মানুষই নিজেদের কোন না কোন কাজে ব্যস্ত থাকেন এবং সেই জন্য আগের থেকে মাসে কোন কোন দিন ছুটি সেই সম্পর্কে জেনে নিলে অনেক কিছু প্ল্যান করে নেওয়া সম্ভব হয় সকলের কাছে। বছরের শুরুতে জানুয়ারিতে ছুটি থাকলেও ফেব্রুয়ারিতে তেমন ছুটি ছিলনা কারোর জন্য।

মার্চ মাসের ছুটির তালিকা ২০২৫

কিন্তু এই চলতি মাসে অনেক ছুটি থাকতে চলেছে স্কুল ও কলেজের পড়ুয়াদের সঙ্গে রাজ্য সরকারি কর্মীদের অর্থাৎ সরকারি অফিস গুলোতে। তাহলে এই সম্পূর্ণ ছুটির তালিকা সম্পর্কে জেনে নেওয়া যাক। মার্চ মাসের শুরুতে তেমন ছুটি না থাকলেও মাঝে এবং শেষের দিকে অনেকটাই ছুটি পাবে সকল কর্মীরা ও পড়ুয়ারা। স্থান অনুসারে এই ছুটির তারতম্য আলাদা আলাদা হতে পারে।

পশ্চিমবঙ্গে সরকারি ছুটির তালিকা

মুলত এই মাসে দোল যাত্রা, হোলি ও ঈদ উল ফিতরের সঙ্গে সঙ্গে রবিবার গুলো ছুটি থাকতে চলেছে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শনিবার ও রবিবার মিলিয়ে প্রায় টানা কয়েক দিন ছুটি পেয়ে যাচ্ছেন সকল কর্মীরা ও পড়ুয়ারা। আজ মাসের প্রথম দিনে দাঁড়িয়ে দেখে নিন যে কবে কবে টানা ছুটি থাকছে এবং কিভাবে আপনারা প্ল্যান করার মাধ্যমে জেনে নিতে পারবেন।

মার্চ মাস থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা বন্ধ! কারা আর টাকা পাবেন না?

পশ্চিমবঙ্গে সরকারি ও উৎসবের ছুটির তালিকা

কিছু কিছু ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে ছুটি থাকলেও সেই দিন স্কুলে গিয়ে পালন করতে হয় সকল পড়ুয়া ও শিক্ষকদের, তাই এবারে জেনে নিন সকল তথ্য সম্পর্কে। চলতি মাসে পাঁচটি শনিবার আছে এবং ১৩ ই মার্চ দোল যাত্রার জন্য ছুটি, ১৪ ই মার্চ হোলি। ২৮ শে মার্চ জামাত উল বিদার জন্য ছুটি এবং ৩১ শে মার্চ ও ১ লা এপ্রিল ঈদের জন্য অতিরিক্ত ছুটি থাকবে।
আর এবারে দোল যাত্রা, হোলি শুক্র, শনিবার ও তারপরে রবিবার হওয়ার কারনের জন্য টানা ৩ দিন ছুটি পাওয়া যাবে।

বাংলায় চালু হলো সহানুভূতি স্কলারশিপ। কারা পাবেন? আবেদন জানাবেন কিভাবে?

Holiday List 2025

৩০ তারিখ রবিবার ও ৩১ তারিখ ও ১ লা এপ্রিল ঈদের জন্য ছুটি দেওয়ার ফলে ফের টানা ছুটি পেয়ে যাবে পড়ুয়ারা সহ সকল সরকারি কর্মীরা। তাই এখন থেকেই প্ল্যান করে নিয়ে সকলের উচিত যে কোথাও না কোথাও ঘুরে আসা বা বিশ্রাম করা নিজেদের বাড়িতে। আর এরই মধ্যে চলবে উচ্চ মাধ্যমিক পরীক্ষা তাই সকল পড়ুয়াদের উচিত উৎসবে কান না দিয়ে নিজেদের লক্ষ্যে এগিয়ে চলা।

Related Articles

Back to top button