DA আবহে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীদের জন্য বিরাট সুখবর। অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি প্রকাশ – Government Employees Benefits

WB Finance Department

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের জন্য (Government Employees Benefits) অবশেষে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee). একদিকে যেমন কেন্দ্রীয় সরকার কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়িয়েই (DA Hike News) চলেছে, অন্য দিকে অন্যান্য রাজ্যের সরকার একই পথে হেটে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

West Bengal Government Employees News

এই দিকে পশ্চিমবঙ্গ সরকার সরকারি কর্মচারীদের জন্য DA শেষ বৃদ্ধি হয়েছিল লোকসভা ভোটের আগে। বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেয়ে থাকেন। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা বর্তমানে ৫৩ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন (Employee Benefits). এই জন্য যেমন রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষোভ ধীরে ধীরে আরও বৃদ্ধি পাচ্ছে।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের সুখবর

এরই মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারি কর্মচারীদের জন্য সুখবর বার্তা দিলেন। রাজ্যের অর্থ দপ্তর একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য। নতুন বছর শুরু হতে আর কয়েকটি দিনের অপেক্ষা মাত্র। ডিসেম্বর মাস এবং জানুয়ারি মাস মানেই ফেস্টিভ সিজন। পিকনিক, ট্রাভেলের সাথে পুরনো বছরকে বিদায় এবং নতুন বছরকে আগমনে মেতে ওঠার সময় এই ডিসেম্বর এবং জানুয়ারি মাস।

Leave Travel Concession Allowance

অনেকেই এই সময়টাতে ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়েন পাহার বা সমুদ্রের টানে। শীতের শুরু মানেই ভ্রমণ আর খাওয়া দাওয়া এক সঙ্গে দুটোই। এই সময়টাতেই রাজ্য সরকার রাজ্য সরকার কর্মচারীদের ভ্রমণের আরও কিছু সুবিধা বাড়িয়ে দিলেন। রাজ্য সরকার রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যেমন বিভিন্ন রকম ভাতা প্রদান করেন, তার মধ্যে রয়েছে LTC ও এইচটিসি ভাতা।

এই ভাতা গুলোর মাধ্যমে একজন রাজ্য সরকারি কর্মচারীকে সপরিবারে ভ্রমণের জন্য পাচ বছর অন্তর আর্থিক সুযোগ সুবিধা দেওয়া হয়। এতদিন পর্যন্ত ক্লাস থ্রি এবং ডি শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বরাদ্দ থাকতো স্লিপার ক্লাসের ট্রেন ভাড়া, তবে এবার থেকে সমস্ত শ্রেণীর রাজ্য সরকারি কর্মচারীরা সপরিবারে ভ্রমণের জন্য এসি কোচে ট্রাভেল করার সুযোগ পাবেন।

পশ্চিমবঙ্গ অর্থ দপ্তরের বিজ্ঞপ্তি

যে সমস্ত রাজ্য সরকারি কর্মীদের মূল বেতন ৫০ হাজার টাকার কম, তাদের জন্য এসি থ্রি টায়ারে সফর করার ভাড়া দেবে রাজ্য সরকার। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন ৫০,০০০ এর বেশি, তারা এসি টু টায়ারের ভাড়া পাবেন রাজ্য সরকারের তরফ থেকে। যে সমস্ত ট্রেনে শুধুমাত্র চেয়ারকারের ব্যবস্থা রয়েছে, সেইখানে এসি শ্রেণির ভাড়া বরাদ্দ থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য।

রাজ্য সরকারি কর্মীদের কিস্তিতে বেতন ঢুকবে। সরকারের সিদ্ধান্তে চিন্তার ভাজ কপালে

এতো গেলো ট্রেনের ভাড়া সংক্রান্ত বার্তা, এবার যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীরা জাহাজ ভ্রমণের আনন্দ নিতে চান, জাহাজে করে আন্দামান অথবা লাক্ষাদ্বীপ এই সমস্ত জায়গায় ভ্রমণ করতে যাবেন তাদের জন্যও রয়েছে সুবিধা। যে সমস্ত রাজ্য সরকারি কর্মচারীদের মূল বেতন ৫০০০০ টাকার বেশি, তাদের জন্য বরাদ্দ থাকবে এ শ্রেণীর কেবিনের ভাড়া। যাদের মূল বেতন ৫০ হাজারের কম, তাদের জন্য বি শ্রেনীর কেবিনের ভাড়া বরাদ্দ করেছেন রাজ্য সরকার।

প্রতীক্ষার অবসান! জানুয়ারি মাসেই ডিএ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের? চলে এল নতুন আপডেট

কয়েক বছর আগেও এমন বিলাস বহুল সুবিধা পেতেন না রাজ্য সরকারের কর্মচারীরা। রাজ্য সরকারি কর্মচারীদের সম্প্রতি ডিএ বৃদ্ধি না হলেও এলটিসি (LTC Allowance) বাবদ যে সুবিধা দিতে চলেছে রাজ্য সরকার তাতে খুশি হবে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কর্মচারীরা। নতুন বছরের আবহে ভ্রমণের জন্য রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি দুর্দান্ত বার্তা, রাজ্য সরকারি কর্মচারীদের জন্য নতুন খুশী বয়ে আনতে চলেছে।

Related Articles

Back to top button