মার্চ মাসে ফ্রি রেশন সামগ্রীর তালিকা। রেশন কার্ড গ্রাহকদের জন্য রমজান উপলক্ষ্যে স্পেশাল প্যাকেজ ঘোষণা

Free Ration Items in March 2025

মাসের শুরুতেই সকলে ফ্রি রেশন সামগ্রীতে কোন রেশন কার্ডে কত কিলো মাল পাওয়া যাবে সেই নিয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে থাকেন। কিন্তু এখন এই ব্যাস্ত সময়ে অনেকেরই সময়ে থাকে না যে রেশন দোকানে গিয়ে এই সম্পর্কে জেনে নেওয়ার। তাই আজকের এই প্রতিবেদনে আমরা কোন কোন কার্ডে কি কি মাল পাওয়া যাবে ও রমজান মাস (Ramadan 2025) উপলক্ষে কিছু নতুন বা বেশি সামগ্রী মিলবে কিনা সেই সম্পর্কেও জেনে নেওয়া যাক।

ফ্রি রেশন সামগ্রীর তালিকা

মুলত এখন করোনার পর থেকে বিনামূল্যে সামগ্রী দেওয়া হচ্ছে এবং এই খাদ্যদ্রব্য আগামী ২০২৮ সাল পর্যন্ত দেওয়া হবে বলে কেন্দ্রের তরফে জানানো হয়েছে। আর এক পরিসংখ্যান অনুসারে এখন প্রায় ১০০ কোটির কাছাকাছি মানুষেরা সমগ্র দেশে এই সামগ্রী পাচ্ছেন এবং পশ্চিমবঙ্গে প্রায় ১১ কোটির কাছাকাছি মানুষ এই সুবিধা পাচ্ছেন সরকারের তরফে। তাহলে চলতি মাসের তালিকার বিষয়ে এবারে জেনে নিন।

রমজান মাসে বিনামূল্যে রেশন

আর ২ রা মার্চ থেকে সমগ্র বিশ্বে পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে এবং এই মাসে সরকারের তরফে কি কিছু বিশেষ সামগ্রী দেওয়া হবে? সেই নিয়ে অনেকেই চিন্তায় রয়েছেন। মুলত মানুষদের আয়ের ওপরে নির্ভর করে ৫ ধরণের রেশন কার্ড নিয়ে এসেছে কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে। সে গুলো হল – AAY, SPHH, PHH, RKSY – 1 ও RKSY – 2. এই সকল কার্ডের মাধ্যমেই এই সামগ্রী দেওয়া হয়ে থাকে।

রেশন কার্ড গ্রাহকদের জন্য তালিকা

AAY Ration Card

অন্ত্যোদয় অন্ন যোজনা কার্ডের গ্রাহকরা অনেকটাই বেশি সামগ্রী পেয়ে থাকেন সব সময়। কারণ এই সকল কার্ড গ্রাহকরা এখনও পর্যন্ত দেশে দারিদ্র সীমার নিচে অবস্থান করছে। এই গ্রাহকদের ২১ কিলো চাল, ১৩ কিলো ৩০০ গ্রাম আটা বা ১৪ কিলো গম এবং ১ কেজি চিনি দেওয়া হয় একদমই বিনামূল্যে। আর কিছু সামগ্রী চাইলে কিছু টাকার বিনিময়ে কিনে নেওয়া সম্ভব।

মাসের শুরুতেই LPG রান্নার গ্যাসের দাম বাড়ল। রান্নার গ্যাসের দাম কত হলো?

SPHH & PHH Ration Card

State Priority House Hold and Priority House Hold এই দুই রেশন কার্ড গ্রাহকদের জন্য মাসে প্রতি কার্ড অনুসারে ৩ কিলো চাল এবং ১ কিলো ৯০০ গ্রাম আটা দেওয়া হয় বা চাইলে ২ কিলো গমও দেওয়া হয়ে থাকে। কিন্তু একই সাথে এই দুই জিনিস পাওয়া যায় না। টাকা দিয়ে কিছু না কিছু জিনিস কিনতে পারেন গ্রাহকরা।

গ্রাহকদের 5 লাখ টাকা দিচ্ছে স্টেট ব্যাংক। আর দেরি না করে আজই আবেদন করুন

RKSY – 1 & RKSY – 2

পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য সাথী প্রকল্পের অন্তর্গত এই রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা কার্ডে ৫ কিলো করে চাল দেওয়া হয় এবং অন্যটিতে ২ কিলো চাল দেওয়া হয়ে থাকে আর এই উভয় কার্ডেই গম দেওয়া হয় না। রাজ্য সরকারের তরফে এই কার্ডের মাধ্যমে রাজ্যবাসীর খাদ্য সুরক্ষা নিশ্চিত করা হয়ে থাকে। আর এই রমজান মাসের জন্য সকলকে অতিরিক্ত কিছু জিনিস দেওয়ার কথা বলা হয়নি সরকারের তরফে এবং কিছু খরচ করে ছোলা, চিনি ও ময়দা কিনতে পারবেন সকলেই।

Related Articles

Back to top button