Duare Sarkar: আপনার এলাকায় দুয়ারে সরকার ক্যাম্প কবে হবে? এবার নতুন কি কি সুবিধা পাবেন?

Government Schemes in Duare Sarkar Camp

পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) পক্ষ থেকে বছরের শুরুতেই শুরু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প (Duare Sarkar Camp) রাজ্যের নাগরিকদের সুবিধার জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) একটি সভায় উপস্থিত থেকে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হওয়ার প্রস্তাব রেখেছিলেন। সেই মতোই আগামী ২৪ শে জানুয়ারি থেকে ১ লা ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যের বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হতে চলেছে দুয়ারে সরকার।

West Bengal Duare Sarkar Camp list 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণের জন্য বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের সূচনা করেছেন, যার মাধ্যমে রাজ্যের জনগণ অনেকটাই আর্থিক সহায়তা পাচ্ছেন। যদিও প্রথম দিকে বিভিন্ন সরকারি অফিস থেকে প্রকল্প গুলোর আবেদন করতে হতো এবং সেখানে গিয়ে জমা দিতে হতো। এতে অনেকটা দূরে বসবাসকারী মানুষরা যাতায়াতে অনেকটাই অসুবিধার সম্মুখীন হতো।

দুয়ারে সরকার ক্যাম্প লিস্ট 2025

সেই জন্যই জেলার ব্লকে ব্লকে দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত করা হয়েছিল, যাতে কয়েক দিনব্যাপী এই শিবিরে রাজ্যের জনগণ উপস্থিত থেকে আবেদনপত্র সংগ্রহ করে সেই শিবিরেই আবেদন পত্র পূরণ করে জমা দেওয়ার সুবিধা নিতে পারে।
যে সমস্ত জনগণ এখনো সরকারি প্রকল্পে আবেদন করতে পারেনি তাদের জন্য আরেকবার মোক্ষম সুযোগ করে দিয়েছেন রাজ্য সরকার।

দুয়ারে সরকার 2025

২০২০ সালে সর্ব প্রথম দুয়ারে সরকার শিবির গড়ে তোলার সিদ্ধান্ত নিয়েছিলেন রাজ্য সরকার, যাতে সরকারি অফিস গুলোতে মানুষের জমায়েত না হয়ে একই জেলার বিভিন্ন ব্লকে ব্লকে এক ছাদের তলায় সমস্ত রকম সরকারি পরিষেবা পেতে পারে সাধারণ মানুষ। এই বছরে দুয়ারে সরকার শিবির নবম পর্যায়ে পদার্পণ করতে চলেছে। যে সমস্ত সাধারণ মানুষ পহেলা ফেব্রুয়ারির মধ্যে আবেদন পত্র জমা দিয়ে দেবে তাদের আবেদন ফর্ম প্রসেসিং শুরু হয়ে যাবে ২৮ ফেব্রুয়ারির মধ্যে।

আপনারা চেষ্টা করবেন যাতে প্রথম দিকে গিয়ে আপনার প্রয়োজন মতো আবেদনপত্র সংগ্রহ করে জমা দেওয়ার। রাজ্য সরকারের তরফে জারি করা সকল প্রকল্পের সুবিধা পাবেন সকল নাগরিকেরা। তাই আগামী ২৪ তারিখের আগে সকলের এই নিয়ে জেনে রাখা উচিত। এর ফলে সুবিধা হবে সকলের সরকারি প্রকল্প গুলোতে নিজেদের নাম নথিভুক্ত করাতে সবার আগে।

দুয়ারে সরকার সরকারি প্রকল্পের তালিকা

খাদ্য সাথী (Khadya Sathi), স্বাস্থ্য সাথী (Swasthya Sathi), শারীরিক অক্ষমতার শংসাপত্র (Disability Certificate), তফসিলি জাতি ও উপজাতি সংশাপত্র (Tafsili Certificate), তফসিলি বন্ধু (Tafsili Bandhu), মেধাশ্রী স্কলারশিপ (Medhashree Scholarship), শিক্ষাশ্রী প্রকল্প (Sikkhashree Prakalpa), জয় জোহার (Jai Johar Scheme), কন্যাশ্রী প্রকল্প (Kanyashree Prakalpa).

লক্ষ্মীর ভাণ্ডারে এবার 3000 টাকা? নতুন বছরে মহিলাদের জন্য দারুণ খবর

রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa), লক্ষ্মীর ভান্ডার (Lakshmir Bhandar), বার্ধক্য ভাতা (Old Age Pension), ঐক্যশ্রী স্কলারশিপ (Aikyashree Scholarship), স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card). এই সকল প্রকল্পের সুবিধা পাওয়া যাবে, কিন্তু এখনো পর্যন্ত কোন নতুন প্রকল্পের কথা সরকারের তরফে জানানো হয়নি। তাই সকলকে অপেক্ষা করতে হবে এই জানার জন্য।

রাজ্যে বন্ধ হয়ে যাচ্ছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প? নাম বাদ দিয়ে দিচ্ছে সরকার। নাম বাতিল আটকাতে কি করবেন?

আপনারা যারা সরকারি প্রকল্পে আবেদনের জন্য ভেবে রেখেছেন, কবে দুয়ারে সরকার ক্যাম্প আবার আসবে, তাদের জন্যই সুখবর। আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট গুলো হাতের কাছে রাখুন, যাতে প্রথম দিকেই দুয়ারে সরকার শিবিরে গিয়ে আপনার প্রয়োজন মতন আবেদনপত্র সংগ্রহ করে আবেদন পত্র জমা করার সুযোগ পান। আরও তথ্য জেনে নেওয়ার জন্য আমাদের সঙ্গে থাকুন।

Related Articles

Back to top button