পশ্চিমবঙ্গে আরও লাখ লাখ রেশন কার্ড বাতিল হচ্ছে! কি কারণে? কার্ড বাঁচাতে কি করণীয়?
Digital e Ration Card Cancelled List
রেশন কার্ড গ্রাহকদের (Ration Card) জন্য ফের কড়া নির্দেশ দিলো পশ্চিমবঙ্গ সরকারের (Government of West Bengal) তরফে। খাদ্য সাথী (Khadya Sathi) প্রকল্পের মাধ্যমে প্রায় ১০ কোটি ৬০ লক্ষের কাছাকাছি মানুষেরা ফ্রি রেশন সামগ্রী পেতেন এতদিন। কিন্তু সময়ে সময়ে অনেক ধরণের দুর্নীতির খবর পাওয়া যায় রাজ্যের নানা জায়গা থেকে আর এই জন্য এবারে কড়া ব্যবস্থা গ্রহনের পথে হাটতে চলেছে সরকার।
ডিজিটাল রেশন কার্ড বাতিল?
আর এই কারণের জন্য রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক (Ration Aadhaar Link) করানোর সিদ্ধান্ত নেয় সরকার। আর এর কিছু মাসের মধ্যেই ১০ কোটি থেকে এই সংখ্যা ৯ কোটিতে নেমে এসেছে। তাহলে কি এই ১ কোটি ৪০ লাখ গ্রাহকরা ভুয়ো? এই প্রশ্নই এখন সকল মানুষদের মনে ঘুরপাক খাচ্ছে। কিন্তু এই সকল কার্ড বাতিল বা ব্লক করে রাখা হয়েছে সরকারের তরফে।
ফ্রি রেশন সামগ্রী পাওয়া বন্ধ?
প্রায় ৪ বছরের বেশি সময় ধরে এই সকল কার্ড নিস্ক্রিয় হয়ে আছে। আর এই প্রচুর সংখ্যক কার্ড বাতিল বা ব্লক করার ফলে সরকারের কোটি কোটি টাকা আর্থিক বোঝা কমেছে যাতে অনেকটাই রাজস্ব সাশ্রয় করা সম্ভব হবে। এই রেশন ব্যবস্থা মুলত গরিব ও মধ্যবিত্ত মানুষদের খাদ্য সুরক্ষা প্রদান করার জন্য নিয়ে আসা হয়েছে, কিন্তু কিছু অসাধু মানুষ এর মাধ্যমে নিজেদের কিছু না কিছু ইচ্ছা চরিতার্থ করছে সেটাই খুবই আফসোসের।
রেশন কার্ড নিষ্ক্রিয় হলে কী করবেন?
এই দুর্নীতি রোধ করার জন্য কেন্দ্র সরকারের তরফে সকল রাজ্য সরকারকে কিছু না কিছু দরকারি পদক্ষেপ নেওয়ার জন্য সাফ জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু কেন্দ্রের জানানো সকল নিয়ম নিয়ে অনেক রাজ্যের সরকারের কিছু না কিছু সমস্যা ছিল এবং এই নিয়ে অনেক সমস্যাও হয়েছে। এর মধ্যে পশ্চিমবঙ্গ সরকার অন্যতম, কিন্তু এই রেশন কার্ড ব্লক করে রাখা নিয়ে রাজ্য সরকারের কোন আপত্তি নেই বলেই জানানো হয়েছে।
কবে থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের ভাতা বাড়ছে? এইমাসের লক্ষ্মীর ভান্ডারের টাকা কবে ঢুকবে?
রেশন নিয়ে আরও এক জরুরি নির্দেশ হল যেই সকল মানুষেরা টানা ৬ মাস ধরে ফ্রি রেশন সামগ্রী বা খাদ্য সামগ্রী তুলবে না তাদের এই কার্ড বাতিল করে দেওয়া হবে এবং তারপরে গ্রাহকদের তিন মাস সময় দেওয়া হবে। আর এই সময়ের মধ্যে গ্রাহক যদি তার সকল KYC ডকুমেন্ট জমা দিয়ে দেয় তাহলে তার কার্ড আবার চালু করে দেওয়া হবে, নইলে সেই কার্ড আর চালু হবে না।
স্টেট ব্যাংকে টাকা রাখলেই পাবেন 5 লাখ টাকার রিটার্ন। নতুন বিনিয়োগ স্কিম সম্পর্কে জানুন
তাই এখন থেকে সকল মানুষদের এই নিয়ম সম্পর্কে জেনে নেওয়া উচিত যার ফলে তারা কোন ধরণের সমস্যা থেকে বেছে থাকতে পারে। আর যদি কারোর কার্ড বাতিল হয়ে যায় তাহলে চিন্তা না করে আধার কার্ড নিয়ে গিয়ে রেশন দোকানে বা স্থানিয় অফিসে গিয়ে এই কাজ করে নিতে হবে। কেন্দ্রের তরফ আরও জানানো হয়েছে যে কোন প্রাপ্য গ্রাহকরা যাতে বঞ্চিত না হয়।