শুরু হল মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ও ভেরিফিকেশন! মধ্যশিক্ষা পর্ষদের নতুন নিয়ম জেনে নিন

WBBSE Madhyamik Registration and Verification

বাংলা অ্যাকাডেমি ডেস্ক : বড়সড় খবর রইলো ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। সম্প্রতি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) অর্থাৎ মাধ্যমিক বোর্ডের পক্ষ থেকে নবম শ্রেণীতে পড়া রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য যাচাই করার নির্দেশ দেওয়া হল। ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মধ্যশিক্ষা পর্ষদের (West Bengal Board of Secondary Education) আপডেট

কিভাবে রেজিস্ট্রেশনের সমস্ত তথ্য যাচাই করা যাবে? ছাত্র-ছাত্রীদের কে কি এই তথ্য যাচাই করতে হবে, নাকি স্কুল কর্তৃপক্ষের তরফেই তথ্য যাচাইয়ের কাজ হবে? সেই নিয়েই রইল আজকের প্রতিবেদন।মাধ্যমিকের (Madhyamik Pariksha) জন্য নবম শ্রেণীতে করা রেজিস্ট্রেশনের বানান ভুল থেকে শুরু করে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য, ভালো করে যাচাই করে নেওয়া জরুরী।

কারণ এর ভিত্তিতে মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হবে। আর সেই কার্ড দেখিয়ে মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় বসতে পারবেন ছাত্রছাত্রীরা। তাই এই বিষয়ের মধ্যশিক্ষা পর্ষদ যথেষ্ট তৎপর। সম্প্রতি রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য যাচাই এবং ভেরিফিকেশনের (Verification) জন্য অনলাইন পোর্টাল খুলে গিয়েছে। নবম শ্রেণীর দেওয়া সমস্ত তথ্য রয়েছে তাতে।

পোর্টালে লগইন করেছে ৯১৮৬টি স্কুলের মধ্যে মাত্র ৭৯৫৩টি স্কুল। এমনকি ১২৩৩টি স্কুল এখনো পর্যন্ত ওই পোর্টালে লগইন করেনি। শুধু তাই নয়, তথ্য জমা করতে সক্ষম হয়নি ১৭৫৯টি স্কুল। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education) সূত্রে খবর, রেজিস্ট্রেশন এর তথ্যে ভুল কিংবা অসম্পূর্ণতার জন্য ১৮০০ বেশি স্কুল অতিরিক্ত অ্যাকসেসের আবেদন জানিয়েছে। তবে প্রতিটি স্কুল প্রধানকে সতর্ক করে দিয়েছে পর্ষদ (West Bengal Board of Secondary Education).

প্রত্যেকটা ছাত্রছাত্রীর রেজিস্ট্রেশনের (Registration) অধিকার রক্ষা করার দায়িত্ব স্কুলগুলির। তাই ছাত্র ছাত্রীদের এই বিষয়ে কিছু করতে হবে না। সব দায়িত্ব স্কুল কর্তৃপক্ষের। পরীক্ষার্থীদের স্বার্থে আগামী ২২ আগস্ট মধ্যরাত পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে পোর্টাল খোলা রাখা হবে। তারপর কিন্তু কোন সুযোগ পাওয়া যাবে না। তাই রেজিস্ট্রেশন এর তথ্য যাচাই করার জন্য আবেদন জানানো হচ্ছে স্কুলগুলিকে।

Related Articles

Back to top button