HS Admit Card 2025: স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড দেবে? তারিখ জেনে নিন
West Bengal Higher Secondary Exam
উচ্চ মাধ্যমিক পরীক্ষার এডমিট কার্ড (HS Admit Card 2025) দেওয়া নিয়ে বড় খবর এইবারের পড়ুয়াদের জন্য। পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফে নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছাত্র ছাত্রীদের জন্য এই উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2025) হল নিজেদের আগামী দিনের ভবিষ্যত গড়ার মুল স্তম্ভ, কারন এই পরীক্ষার ওপরেই সকলে এর পরে কোন দিকে এগোতে চায় সেই নিয়ে সিদ্ধান্ত নিয়ে থাকে।
West Bengal HS Admit Card 2025
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ৩ রা মার্চ থেকে শুরু করে ১৮ ই মার্চ ২০২৫ পর্যন্ত হতে চলেছে। ইতি মধ্যেই শিক্ষা সংসদের তরফে পরীক্ষা নিয়ে অনেক ধরনের নিয়মাবলি জানানো হয়েছে সকল পড়ুয়াদের জন্য। সামনেই সরস্বতি পুজো আর এই পুজো কিছু দিন পর মাধ্যমিক ও তারপর উচ্চমাধ্যমিক শুরু হয়ার জন্য অনেক ছাত্র ছাত্রীদেরই মন খারাপ। কিন্তু পুজো তো প্রত্যেক বছরই আসে, কিন্তু পরীক্ষা নিয়ে সকলের চিন্তা করা উচিত।
উচ্চ মাধ্যমিক এডমিট কার্ড ২০২৫
কিন্তু নিজেদের স্কুলে এই পরীক্ষা দিতে হয় না এই জন্য সকলকেই অন্য স্কুলে যেতে হয়। সেই জন্য খুবই দরকার হল এডমিট কার্ড, সকল পড়ুয়ারা এবারে দেখে নিন যে কবে স্কুল থেকে দেওয়া শুরু হবে এডমিট। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়েছে আগামী ৭ ই ফেব্রুয়ারি ২০২৫ থেকে স্কুল গুলিতে এডমিট পাঠিয়ে দেওয়া হবে বলে জানিয়ে দেওয়া হয়েছে।
আর যদি কোন কারনের জন্য না পাঠানো সম্ভব হয় তাহলে স্কুল গুলিকে নিজেদের তরফে গিয়ে সংসদের জেলা ভিত্তিক অফিস গুল থেকে সংগ্রহ করতে হবে ও ১০.৩০ থেকে এই প্রক্রিয়া শুরু করা হবে। এরপরে সকল স্কুলের তরফে পড়ুয়াদের এই এডমিট দেওয়া শুরু করা হবে। আর এটা হাতে পেলে সকল পড়ুয়াদের উচিত নিজেদের নাম সহ সকল তথ্য মিলিয়ে দেখে নেওয়া, আর কোন ভুল থাকলে সঙ্গে সঙ্গে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানানো।
মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশিত। পড়ুয়ারা স্কুল থেকে কবে ও কিভাবে পাবেন?
এরই সঙ্গে এডমিট হাতে পেলে সকলের উচিত বিষয়, পরীক্ষার সময় ও কোন স্থানে গিয়ে এই পরীক্ষা দিতে হবে সেই নিয়ে জেনে নেওয়া। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই পরীক্ষা চলবে ও অন্যান্য ভোকেসনালের ক্ষেত্রে ২ ঘন্টা দেওয়া হবে। আর এইবারেই শেষ বারের জন্য এই উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে, কারন এরপর থেকে সেমেস্টার পদ্ধতি অনুসারে পরীক্ষা নেওয়া হবে।
কম্পিউটার জানা থাকলে মাসে মাসে আয় করুন 1.5 লাখ টাকা। ঘরে বসে এই ব্যবসা শুরু করে মালামাল হবেন আপনিও
তাই এইবারে পরীক্ষা দেওয়া পড়ুয়াদের জন্য এইটা একটা মনে রাখার জিনিস হয়ে থাকবে। তাই সকল ছাত্র ও ছাত্রীদের উচিত বাকি সকল কিছু ভুলে গিয়ে পুরোপুরি ভালো করে পড়াশোনা করে নিজেদের ভবিষ্যত গড়ে নেওয়া। বাংলা একাডেমির তরফে সকল উচ্চমাধ্যমিক পড়ুয়াদের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন রইল, সঙ্গে থাকুন এই ধরনের আর খবরের আপডেট পাওয়ার জন্য।